-
আপনি চাইলে রোবট ব্যবহার করতে পারবেন তবে এজন্য আপনাকে আগে নিজেকে তৈরি করে নিতে হবে নিজে নিজে ট্রেড করার মাধ্যমে। আপনি যতদিন নিজে ট্রেড করে প্রফিট আনতে না পারবেন ততদিন পর্যন্ত রোবট ব্যবহার না করাই ভালো। আর রোবট ব্যবহার করে ট্রেড করলে আপনার নিজ হাতে ট্রেড করার প্রবণতা চলে যাবে। আর রোবটের কারনে মাঝে মধ্যে বিরাট লসের সম্মুখীন ও হতে পারেন।
-
আমি রোবট ব্যাবহার কে সমার্থন করি কারণ ডিজিটাল যুগে মানুষ কেন কষ্ট করবে । মানুষ যন্ত্রকে নির্দেশ করবে আর যন্ত্রটি নিজে নিজে কাজ করবে। মানুষের না পারা কাজকে রোবট করতে সক্ষম। তাই আমি রোবটকে সমার্থন করি।
-
আমি মনে করি ফরেক্স থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ।
-
ফরেক্স ব্যবসা করতে গিয়ে অনেক কিছুর নাম শুনেছি তার মধ্যে রোবট একটি জনপ্রিয় রোবট আমাদের ফরেক্স ট্রেড করতে সাহায্য করে ।তাহলে যে জিনিসআমাদের ট্র্রডে করতে সাহায্য করে তাহলে আমরা অবশ্যই রোবট ব্যবহার করতে পারি সেখান থেকে যদি অমরা প্রফিট পেতে পারি।
-
আমি ফরেক্স মার্কেট এ অনেক রোবট ব্যাবহার করি আমি মনে করি রোবট ব্যাবহার করে আমরা এখানে থেকে অনেক লাভ করতে পারব এ জন্য আমাদের কে এই মার্কেট হতে সব সময় লাভ করার জন্য প্রস্তিত হতে হবে এবং এ থেকে আমদের কে শিক্ষা গ্রহন করে নিতে হবে ।
-
হ্যা, রোবট ব্যবহারের মাধ্যমে আমাদের ফরেক্সে ট্রেড করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে আমি যখন ব্যস্ত থাকি কেবলমাত্র তখনই রোবট ব্যবহার করি। কারণ রোবট সবসময় লাভ দিতে পারে না।
-
কাজে লাগিয়ে যে কাজ সহজেই করতে পারে মানুষের কোড দিয়ে তৈরী করা একটি রোবট কখনই মানুষ কে সাফল্য বয়ে এনে দিতে পারেনা সকল কাজেই সাফল্যের জন্য পরিশ্রম করতে হয় ফরেক্স রোবট কিছু সময় প্রফিট করে হয়ত দিতে পারে কিন্তূ লস করতে পারে সব সময় তাই রোবট দিয়ে ট্রেড করার চেয়ে নিজের এনালাইসিস দিয়ে ট্রেড যদি লাভ করতে পারি তাহলে আমি এটাকে অবশ্যই সমর্থন করব আমি মনে করি ফরেক্স মার্কেট এ সকল রোবট ভাল না কিছু ভাল রোবট আছে আবার কিছু খারাপ রোবটও আছে ।
-
রোবট আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সেটা আপনার শিখার ইচ্ছাটাকে নষ্ট করে দিবে। তাই আপনার উচিত আগে আপনাকে প্রাক্টিক্যালি শিখা। আপনি যখন যথেষ্ট অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি রোবট ব্যবহার করলে ও সমস্যা নাই। আবার আপনারা যারা অভিজ্ঞ তারা আশা করি রোবট ব্যবহার করতে পারেন। তবে সব সময় রোবটের উপর নির্ভরশীল হয়ে পড়বেন না।
-
ফরেক্স ব্যাবসা থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে নয়ত এটা ব্যাবহারে কোন ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করিনা।
-
রোবট ব্যাবহার কে আমি সম্পুর্ন ভাবে সমরথন করি কারন এ থেকে আমাদের অনেক সময় বেচে যায় এবং আমরা অল্প সময়ে এই মার্কেট হতে লাভ করে থাকি তাই রোবট বেবেওহার আমাদের জন্য অনেক লাভজঙ্ক তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ভাল করে রোবট এর ব্যাবহার সিখা উচিত আমাদের কে ।