ফরেক্স মার্কেট এ তাড়াহুড়ো করে ট্রেড করা যাবে না । তাড়াহুড়ো করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি । তাই ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করতে হবে । ফরেক্স এর প্রধান নীতি হলো ধৈর্য ।
Printable View
ফরেক্স মার্কেট এ তাড়াহুড়ো করে ট্রেড করা যাবে না । তাড়াহুড়ো করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি । তাই ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করতে হবে । ফরেক্স এর প্রধান নীতি হলো ধৈর্য ।
যেকোনো কাজই ধীরেসুস্থে সময় নিয়ে করতে হয়। তাড়াহুড়োর ফল কখনোই ভালো হয় না। ফরেক্সে তো নয়ই। ফরেক্সে ভালো করতে হলে আগে ফরেক্স ভালোভাবে বুঝতে হবে, মারকেট এনালাইসিস করা শিখতে হবে, ডেমো ট্রেড করতে হবে তারপরে রিয়েল ট্রেড করতে হবে। ফরেক্সে আমি নবাগত। তবুও এই বিষয়গুলো খুব ভালোই বুঝতে পারছি যে ফরেক্সে আয় করা এত সহজ ব্যাপার না।
তাড়াতাড়ি করে কাজ করলে তার ফল ভালো হয় না । তাই ফরেক্স ট্রেডিং এ তাড়াহুড়ো করে ট্রেড করলে তা থেকে বেশি লাভবান হওয়া যাবে না । বেশি লাভবান হতে হলে আস্তে ধীরে ধৈর্য ধরে অনেক সময় নিয়ে চিন্তা করে মনোযোগ সহকারে ট্রেড করতে হবে । তাহলে আমরা সফলতার প্রত্যাশা করতে পারি ।
আপনি একদম ঠিক বলেছেন। সর্বজনীন সত্য যে কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। কঠোর পরিশ্রম না করে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি না। আমরা যদি এখানে ফরেক্স ট্রেডিং অনুসারে দেখতে পাই অলস ব্যক্তি সফল হতে পারে না। এখানে কঠোর পরিশ্রম সফল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা যদি স্বতন্ত্রভাবে কঠোর পরিশ্রম করি তবে আমরা ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে আরও জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করব। এটি বাজারে টিকে থাকার জন্য খুব নেসেসরিজ। একই সাথে আমরা Godশ্বরকেও বিশ্বাস করেছি।
ফরেক্স ট্রেডিং এ কোনভাবেই তাড়াহুড়ো কম্য নয়। ফরেক্স হলো ঠান্ডা মাথার বিজনেস। ফ্রেস মন না থাকলে ফরেক্স ট্রেড করা যায় না। ফরেক্স ট্রেডিং এর সময় কোন ধরনের টেনশন থাকা যাবে না। টেনশন নিয়ে বা তুড়াহুড়ো করে মার্কেট এনালাইসিস করলে ঠিক ভাবে এনালাইসিস করা সম্ভব নয়। তাড়াহুড়ো করে এনালাইসিস করলে ভুূল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর সে এনালাইসিস দিয়ে ট্রেড করলে লস করার পসিবিলিটি অনেক বেশি থাকে। শুরতে কিছু লস করতে হতে পারে তাই বলে সেই লস রিকভার করতে গিয়ে তাড়াহুড়ো করে ট্রেড নেয়া যাবে না। যারা ১০ বছর ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করছেন তারাও কিছু কিছু ট্রেডে লস করেন। ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার খুঁজে পাওয়া যাবে না যে শতভাগ প্রফিট করতে পারে। তাই ফরেক্স সফলতার জন্য ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ট্রেড করে যেতে হবে।
তাড়াহুড়ো করে কখনো ভালো কিছু হয় না। তাই শান্ত ভাবে নিয়ম নীতি অনুযায়ী ট্রেড করুন ধৈর্য ধারন করে মার্কেটের এন্ট্রি পয়েন্ট নির্দিষ্ট করে সঠিক লট হিসাব করে ট্রেড করুন সফলতা আসবেই। তাড়াহুড়ো করে ট্রেড করলে সফলতা সবসময় প্রতিকুলে অবস্থান৷ করবে।একজন ট্রেডার বারবার চার্টকে দেখেন তাদের সাধারনত অধৈর্য্য নামক সমস্যায় আক্রান্ত হন বেশী। আর প্রতিটি ট্রেড নিতে হবে মার্কেট এর লজিক অনুযায়ী। যে পর্যন্ত আপনার সাথে মার্কেট এর লজিক না মিলবে সে পর্যন্ত ট্রেড নিবেন না তাহলে লসের সংখ্যা অনেক কমে যাবে।
ফরেক্সে সফলতা আসতে পারে " তাড়াহুড়ো নয় ধীর গতিতে চলো নীতিতে" প্রয়োজন অপরিসীম ধৈর্য্যের। তাই ফরেক্সে নো তাড়াহুড়া।
তাড়াহুড়োয় কখনো কোনো কাজে সফলতা আসতে পারে এইটা আমি মনে করি না। আসলে সেটা হতে পারে সাময়িক। দীর্ঘমেয়াদী যেকোনো সফলতার জন্য ধৈর্যের দরকার। আর ফরেক্স মূলত এমন একটা ট্রেডিং সাইট যেখানে ধৈর্যই সকল সফলতার চাবিকাঠি।
তাড়াহুড়ো করা উচিত নয়। তাড়াহুড়ো পড়াটা একশ্রেণীর মানুষের রোগের মত। ইন্সটাফরেক্স একটু ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং সাইট এখানে তাড়াহুড়া করলে টিকে থাকা যাবে না। ঠান্ডা মাথায় বুঝে থেকে কাজ করতে হবে। এখানে তাড়াহুড়া করলে কাজ করলে কাজ এর পরিপূর্ণ তো আসবে না ভুল হবে এবং তাতে আপনি লস করবেন। তাই তাড়াহুড়ো করা যাবে না।
তারাতারি বা খুব দ্রুতই কোন কাজের সফলতা আসে না।যে গাছ যত দ্রুত বারে সে গাছ ঝরে ভেঙে যাওয়ার সম্ভাবনা ততো বেশি।তেমনি আপনি যদি ফরেক্স মার্কেটে দ্রুত সফলতা আশা করেন তাহলে আপনি ব্যর্থ হবেন।আর এক্সডেন্ট যদি আপনি কয়েক টি ট্রেডে অন্দাজে লাভও করেন।আমি সিওর আপনি কয়েক দিন পর সব লস করবেন।