-
ইন্সটাফরেক্স এর উত্তোলন এর পেইজ টা দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি ওয়েবমানিতে টাকা উত্তোলন করতে পারবেন কি না। যদি সেখানে ওয়েবমানির অপশন না থাকে তাহলে আপনি সেটার মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন না। আমি অবশ্যই ওয়েবমানি কখনই ব্যবহার করি নাই। আমি শুরু থেকে স্কিল ব্যবহার করে আসতাছি। আর আমার দেখা মতে স্কিল অনেক ভাল। আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন।আপনি চাইলে এক কাজ করতে পারেন । আপনি স্ক্রিল এ ঝটপট একোতা একাউন্ট জকরে সেখানে আপনি ট্রান্সফার দেন । সাথে সাথে টাকা আপনার একাউন্টে চলে যাবে আর আপনি না হয় অন্য কোন অনলাইন পেমেন্ট প্রসেসরে একাউন্ট করে সেখানে মানি ট্রান্সফার করেন । দেখেন কি হয় । মনে হয় এভাবে আপনার সমস্যার সমাধান হবে । তার আগে লাইভ চ্যাট করে আপনার কি প্রব্লেম , বা কেন এমন হচ্ছে ইন্সটাফরেক্স এর কাকছে জানতে চান ।
-
আপনার ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট থেকে WebMoney-এ তহবিল উত্তোলন করতে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন, প্রত্যাহার বিভাগে যান, পদ্ধতি হিসাবে WebMoney নির্বাচন করুন, উত্তোলনের পরিমাণ এবং আপনার WebMoney অ্যাকাউন্টের বিবরণ লিখুন, প্রত্যাহারের অনুরোধ পর্যালোচনা করুন এবং নিশ্চিত করুন। তহবিল প্রক্রিয়াকরণের পরে আপনার WebMoney অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। সঠিক নির্দেশাবলীর জন্য, ইন্সটাফরেক্সের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন বা তাদের গ্রাহক সহায়তার সাথে যোগাযোগ করুন।
-
আমি ফরেক্স অ্যাকাউন্ট থেকে কখন ওয়েব মানি নামক প্রেমেন্ট মেথডে ডলার উঠাইনি আমি সব সময় আমার প্রফিটের ডলার মানিবুকার্স প্রেমেন্ট মেথর্ডের সাহায্যে উঠিয়েছি সুতরাং ওয়েব মানি মেথর্ড সম্পর্কে আমি আপনাকে তেমন কিছু বলতে পারছি না।