-
অামরা বৈদেশিক মুদ্রা নিয়ে ফরেক্সে ট্রেড করলে খুব ভালো প্রফিট করা যায় আর এই কারনেই মূলত বৈদেশিক মুদ্রা নিয়ে ফরেক্স ট্রেড করা হয় । অামরা বৈদেশিক মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যাদের আন্তর্জাতিক বাজারে প্রভাব বেশি । অামরা বেশী করে বুঝে শুনে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷অন্য কোনো ব্যাক্তি বা কোনো মাধ্যমেরই প্রয়োজন নাই৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷
-
বিদেশি মুদ্রা সব দেশেই চলে। আর তাছারা সব টাকা সব দেশে চলে না। সেজন্য ফরেক্স বিদেশি ডলার এর মাধ্যমে করা হয়েছে। আর তাছার আপনি একাউন্ট করার সময় সিলেক্ট করে দিতে পারেন আপনি একাউন্ট এ কোন দেশের ডলার রাখতে চান।
-
আমাদের দেশে ফরেক্স হল ্*একটি বাজার যেখানে আমরা ব্যসা করে লাভ লস এর পরিমান বুজতে পারি ।প্রতিটি কাজে লস আছে তাই ফরেক্স কজেও লস আর পরিমান একটু বেশি আছে ।তাই কোন কাজ সীখটে গেলে প্রথমে আগে লস দিতে হয় তার পর লাভ এর আশা ।
-
ফরেক্স ট্রেড আমাদের জন্য বৈদেশিক মুদ্রাই এর কারন হল আন্তর্জাতিক বাজারে মুদ্রা হিসাবে টাকার প্রভাব কম। একটা মূদ্রার বিপরীতে আরেকটা মূদ্রার ট্রেড করা হয়। সাধারনত কিছু পেয়ারে দামের ওঠানামা বেশি হয়ে থাকে তাই সেসব পেয়ারেই ট্রেড করা হয়। সাধারনত ট্রেড সে সকল মুদ্রা দিয়ে করা হয় যাদের আন্তর্জাতিক বাজারে প্রভাব বেশি।
-
ফরেক্সে আমরা বৈদেশিক মুদ্রা দিযেই ট্রেড করে থাকি । ফরেক্সে ট্রেড করে লাভবান হতে চাইলে আমাদেরকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে এমন একজন কাউকে যে ফরেক্স সম্পর্কে ভালো জানে । আর তার কাছ থেকেই ভালভাবে ফরেক্স শিখে নিতে হবে । এর মাধ্যমে আমরা সহজেই ফরেক্সে সফলতা অর্জন করতে পারি । ট্রেড করে লাভ করতে চাইলে এর কোন বিকল্প নেই ।
-
ফরেক্স বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজার।এখানে স্প্রেড বা কমিশন ছাড়া অন্য কোন ঝামেলা নেই।শেয়ার মার্কেটের মত ঝক্কি ঝামেলাও নেই।একটি দেশের কারেন্সির সাথে অপর দেশের কারেন্সির মুল্যমান তুলনা করে বিনিময় মুল্য নিরুপন করা হয়।আগে ফরেক্সে ট্রেড করতে বা বিনিময় করতে অনেক খরচের প্রয়োজন হত।এখন শুধু স্প্রেডের মাধ্যমেই সব কাজ সমাধান করা যায়।বিশ্বের বড় বড় মুদ্রা বাজার আমাদের জন্য ফরেক্স মার্কেট অনেক সহজ করে দিয়েছে।তাছাড়া ফরেক্স ট্রেডিং এর মাধম্যে আমারা মুদ্রা বাজারে যে কোন সময় ট্রেড করে মুনাফা অর্জন করতে পারে যা অনেক বড় সুবিধা
-
যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার তাই এখানে বিদেশি মুদ্রার লেনদেন চলে। ফরেক্স মার্কেট এ কিছু কিছু মুদ্রার বিনিময় হয় যা সব সময়ই মুল্য উঠানামা করে থাকে। আর এই মুদ্রা বিনিময় করে অনেকে অনেক ভাল মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে । যার কারণে ফরেক্সের বিদেশি মুদ্রার ব্যাপক ব্যাবহার।
-
ফরেক্স মার্কেট একটিআন্তজাতিক মানের বাজার আন্তজাতিক বাজারে বৈদেশিক মুদ্রার দাম বেশি যেমন ইউএস ডলার ইত্যাদি যার কারনে এই সব মুদ্রার পেয়ারের দাম সব সময় কম বেশি হতে থাকে যা থেকে আমারা ট্রেড করি এবং আমরা প্রফিট করি বিশ্বের স্থিতি শীল মুদ্রা নিয়ে তাই ট্রেড করলে বেশি লাভবান হওয়া যাই এই জন্য হয়ত ট্রেড বৈদেশিক মুদ্রার হয়ে থাকে।
-
হ্যা আমি ফরেক্স ব্যবসা থেকে আয় করতে সক্ষম।আমাদের দেশে বেকার সমস্যা অনেক বড় একটা সমস্যা। বেকার সমস্যার সমাধানে ফরেক্স একটি দারুন ভুমিকা রাখছে কারন সকল লোক এখন ফরেক্স কাজ করছে রেক্সে কাজ করে তাদের চাহিদা পুরন করছে তারা এককি আত্মকর্মসংস্হান হিসাবে ফরেক্সে বেছে নিয়েছে ফরেক্স কাজ করে তারা হাজার হাজার টাকাআয় করছে সেখান থেকে তারা তাদের প্রতিদিনের খরচ এবং সংসারের টরচ মেটাতে পারছে।