ফরেক্স মার্কেটে ঝুকি সবসময় *পিছু নিয়ে থাকে। এটা একটি চ্যালেঞ্জিং পেশা বলে আমি মনে করি। প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা আগে থেকে ঠিক করা যায় না এবং *ঠিক করা উচিৎও নয়। *আমি গড়ে প্রতিদিন ৩০-৩৫ পিপস লাভ করলেই সন্তষ্ট থাকব। ধন্যবাদ।
Printable View
ফরেক্স মার্কেটে ঝুকি সবসময় *পিছু নিয়ে থাকে। এটা একটি চ্যালেঞ্জিং পেশা বলে আমি মনে করি। প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা আগে থেকে ঠিক করা যায় না এবং *ঠিক করা উচিৎও নয়। *আমি গড়ে প্রতিদিন ৩০-৩৫ পিপস লাভ করলেই সন্তষ্ট থাকব। ধন্যবাদ।
প্রতি দিন কত পিপস নিব তা নির্ভর করে মার্কেট এখন কোন পজিশনে আছে। গড়ে প্রতিদিন ১০০ পিপস হলেই হয়। এর চেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি না। মার্কেটের উপর ভিত্তি করে লট বাড়িয়ে বা কমিয়ে টার্গেট করা যায়।
প্রতিদিন কত পিপ্স ট্রেড করব সেইটা অনেক ট্রেড এর সারবিক অবস্থার উপর নিরভর করে । অবস্থা যদি ভাল থাকে তখন হয়তো ১০০ থেকে ১৫০ পিপ্স পরজ্যন্ত ট্রেড করব। আর যদি অবস্থা মাঝামাঝি থাকে তখন হয়তো ৫০ থেক ৭০ পিপ্স ট্রেড করব । তার চেয়ে খারাপ হলে ২০ থেকে ৩০ পিপ্স নিয়ে ই সন্তুষ্ট থাকতে হবে।
ফরেক্স মার্কেট থেকে ইনকাম করার জন্য একটি টার্গেট রাখতে পারেন কি পরিমানে প্রফিট করতে চান সেই পরিমানের প্রফিট করার পরে মার্কেট থেকে চলে আসা অনেক ভাল, আপনি আপনার ডিপোজিট এর ১০% প্রফিট করার চেস্টা করুন প্রতি সপ্তাহে তাহলে কিছু প্রফিট করতে পারবেন,অনেক লাভ হবে।
আমার প্রতিদিনের টার্গের হল ৪০ পিপস্ । প্রতিদিন ৪০ পিপস্ অর্জন করতে পারলে আমার আর কোন ট্রেড করি না । তাই আমি মনে করি আপনি যখন ট্রেড করবেন তখন অবশ্যই যখন প্রতিদিনের টার্গেট ফিলাপ হয়ে যাবে তখন ট্রেড অফ । আর যদি পর পর দুটা ট্রেডে পর পর লস করেন তাহলে ওই দিন আর ট্রেড করবেন না ।
ফরেক্স মার্কেটে আসলে পিপ্স ধরে রাখাটা খুব কটিন একাটা কাজ বলে আমি মনে করি যদি কেউ ফরেক্স মার্কেটে ট্রেড কর*্যে পারে তবে আমি মনে করি সে ভাল পিপ্স লাভ করতে পারবে এবং সে অনেক লাভবান হতে পারে তাই আমি নিজেও পিপ্স ধতে রাকার জন্য খুব চেস্টা করে থাকি।
আসলে সবার স্বপ্ন অনেক বড় থাক । আর সেটাকে লক্ষ্য নিয়ে এসে আমরা যদি তাকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারি তবে অবশ্যই আমরা সফলকাম হতে পারব । আর নতুন ট্রেডাররা ডলারের চিন্তা না করে প্রথমত ছোট ছোট পরিমাণে পিপস আয়ের চিন্তা করতে হবে । কেননা পিপস আয়ের মাধ্যমেই নিজেকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে ।
ফরেক্স মার্কেটে আসার পর পিপস সম্পর্কে জানতে পারি। আমার প্রতিদিন কিছু লাভ হলে যথেস্ট। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে এই পিপস সম্পর্কে জানতে হবে।কারন রিয়াল মার্কেটে কাজ করা আর ডেমো প্রেকটিস অনেক পার্থক্য রয়েছে।আমার প্রতিদিন ৩০ পিপস প্রপিট করলে কুসি আছি।
কেউ যদি প্রতিদিন 10 পিপস করে আয় করতে পারে তবে বলব সে পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেডার। কেননা প্রতিদিন নিশ্চিত আয় করা অনেক কঠিন একটি বিষয় । যা জানতে ও শিখতে অনেক সময়ের প্রয়োজন। অনেক অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক কঠিন ব্যাপার।
ফরেক্স মার্কেটে নতুন তাই এখনও কোন লাভ করিনি।তবে আমি প্রতি দিন ১০০ পিপ্স করে লাব করবো বলে আমি আশা করি।