-
ফোরাম এ পোস্ট এর ফলে এক প্রকার বোনাস ডেবিয়া হয় যা আপনি আপনার বোনাস একাউন্ট এর সাথে ট্রেডিং একাউন্ট যুক্ত করার মাধ্যমে ট্রেডিং একাউন্ট এ পাবেন.আপনার ফোরাম একাউন্ট থেকে 'আপনার প্রোফাইল' নামক ট্যাব এ যান.ঐখান্থেকে 'bonous for পোস্ট' নামক ট্যাব এ ক্লিক করুন এবং ওই খানে 'অত্যাচ account ' এ আপনার ট্রেডিং একাউন্ট টি যুক্ত করুন.
-
বন্ধু পোষ্ট এর বোনাস নগদে উত্তোলন করা যায় না। এই বোনাস আপনার ট্রেডিং একাউন্টের সাথে এ্যটাচ করুন তারপর সেটা দিয়ে ট্রেড করে লাভ করতে পারলে সেই লাভের অংশটা ঊত্তোলন করতে পারবেন।ধন্যবাদ।
-
আসলে পোস্টের বোনাস উত্তলন অযোগ্য । আমরা যে পোস্টিং বোনাস পায় সেটা শুধুমাত্র আমাদের ট্রেডিং একাউন্টে দেওয়া হয় যেটা আপনার ফোরামের সাথে এট্যাচ থাকবে । তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্স ফোরাম থেকে যা বোনাস পাবেন তা শুধু মাত্র নিজের একাউন্টে ট্রেড করতে পারবেন । তবে অবশ্যই নিজেকে অনেক বেশি সিরিয়াস হতে হবে আপনার কষ্টার্জিত এসব ফোরাম মানি ব্যাবহারের ক্ষেত্রে । যদি সুষ্ট ব্যবহার করতে পারেন তবে লাভবান হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে ।
-
আপনি ফরেক্স ফোরামে যে পোষ্টিং করে ডলার পান সেই ডলার কে আমরা বোনাস ডলার বলে থাকি বোনাস ডলার উঠানো যায়না এই ডলার আপনার ফরেক্স ব্রোকারের একাউন্টে যাবে যদি আপনি ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারেন তাহলে সেই ডলার উঠাতে পারবেন,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রফিট বিভিন্ন মাধ্যমে উঠাতে পারি।
-
আপনি যদি ফরেক্স ফোরাম করে পোস্ট বোনাস পেয়ে থাকেন তবে আমি মনে করি এই বোনাস আপনি উঠাতে পারবেন না। কারন এটা দিয়ে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে পারেন তবেই তা উঠাতে পারবেন। আর যদি অন্য কিছু হয় তবে আপনি স্কিল এর মাধ্যমে ডিবিবিএল এর মাধ্যমে উঠাতে পারবেন।
-
পোস্ট এর টাকা আপনি সরাসরি পেতে পারবেন না করন পোস্টের কিছু কিছু নিয়ম কানুন আছে যার মধ্য আপনি ফরেক্স পোরামের টাকা উত্তলন করতে পারবেন না তবে আপনি যদি ফরেক্স পোরামের টাকা দিয়ে লাভ করতে পারেন তবে আপনি সেই লাভের টাকা ইনকাম করতে পারবেন।
-
আমার জানামতে আপনি ফোরাম পোস্টিং এর বোনাস সরাসরি উঠাতে পারবেন না । আপনাকে বোনাসের ডলার দিয়ে ফরেক্স এ ট্রেড করতে হবে এবং ট্রেড করে যদি লাভ করতে পারেন্তা হলে সেটাউঠাতে পারবেন । তাই ইনস্টা ফরেক্স এ একটি একাউন্ট খুলে ফোরাম এ আপনার একাউন্ট টি এটাস করে নিন । প্রতি মাসের প্রথমে আপনার একাউন্ট এ বোনাস চলে যাবে।
-
ভাই পোস্ট এর টাকা দেওয়া হয় না । আপনি সম্ভবত কোনভাবে ভুল জেনেছেন । পোস্ট এর বিনিময়ে মাসিক শুধু নিদ্দিষ্ট পরিমাণে ভার্চুায়াল ডলার দেওয়া হয় যাতে করে আমাদের মতন নতুন ট্রেডাররা উপকৃত হতে পারে । তবে অবশ্যই মনে রাখতে হবে যে বোনাস পোস্ট দিয়ে পোস্ট করে এর যত বেশি লাভ করতে পারবেন তত বেশি আপনারই । সে ক্ষেত্রে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে তা হল এর যথার্থ ব্যবহর ।
-
ফরামে পোস্ট এর জন্য যে বোনাস পাওয়া যায় তা নিজের ট্রেডিং একাউন্টে ট্রান্সফার করতে হয়। বোনাস দিয়ে ট্রেড করে লাভের অংশ আপনার একাউন্ট এর মাধ্যমে তুলতে পারেন। ফোরাম এ যে বোনাস দেওয়া হয় তা সুধু ট্রেড করার জন্য। নগদে তা উত্তোলন সম্ভব না।
-
ফোরামে পোস্ট করে আপনি রিয়ার মাস শেষে আপনার রিয়াল একাউন্ট যোগ করতে পারেন সে টাকা দিয়ে আপনি যা প্রপিট করতে পারবেন সে গুলো আপনি ক্যাশ করতে পারবেন। ফোরাম আমাদের দেশের বেকার ছেলেদের জন্য খুবই প্রয়োজনীয় কারন তারা ফোরামে কাজ করে রিয়াল মার্কেটে ট্রেড করে লাহবান হতে পারে।