-
আসলে ট্রেড করার সময় নির্ভর করে ট্রেডারের উপর। কেউ কেউ মনে করেন তার জন্য পারফেক্ট হল এশিয়া সেশন। মানে হল যখন মার্কেট অনেকটা শান্ত থাকে। আবার কেউ মনে তার জন্য পারফেক্ট হল ইউরোপ সেশন অর্থাৎ যখন ম্যক্সিমাম ট্রেডার মার্কেট এ উপস্থিত থাকে। কারও পছন্দ নিউজ আওয়ার। এটা এক একজন এর এক এক রকম পছন্দ। আমি মনে করি এশিয়া এবং ইউরোপ ওভার*ল্যাপ সেশন ই বেস্ট।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে সবসময় মুভমেন্ট থাকেই। তাই চাইলে সবসময়ই ট্রেড করা যায়। তবে আমার মনে হয় যেসময় মুভমেন্ট টা একটু বেশি থাকে সে সময় ট্রেড করা ভালো। এ হিসেবে দুপুর টাইম আর সন্ধ্যার পর ট্রেড করা সবচেয়ে ভালো। এসময় মুভমেন্ট ভালো থাকে।
-
কোনটা সঠিক টাইম এটা নির্ভর করে পুরোপুরি আপনার উপর । আপনি যদি হাই ভোলাটাইল মার্কেটে ট্রেড করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করার উপযোগী সময়। আর যদি লো ভোলাটাইল মার্কেটে ট্রেড করতে পছন্দ করেন তাহলে রাত ১২ টার পর ট্রেড করাই উত্ত্ম । তবে লো ভোলাটাইল মার্কেটে ট্রেড করার স্ট্রেটেজি আলাদা ।
-
মার্কেটের মূভমেন্ট যখন বেশি থাকবে তখনই ট্রেড করার জন্য উপযুক্ত সময় বলে আমি মনে করি । কারন, এই সময়ে অধিকাংশ ব্যাংকগুলো খোলা থাকে । ফলে মুভমেন্ট বেশি থাকার কারনে লাভ অনেক বেশি করা যায় । তবে যারা রিস্ক নিতে পছন্দ করেননা তারা তাদের জন্য কম মুভমেন্টের সময়ই উপযুক্ত সময় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় সাপ্তাহে পাচঁ দিন সেটা আপনার উপর নির্বর করে আপনি কখন ট্রেড করবেন ককন আপনার ট্রেডের উপযুক্ত সময় সেটা নিজের থেকে বের করতে হবে। আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করার উপযুক্ত সময় হল সকল নিউজের পর। কারন মার্কেট কোন দিকে যাবে সেটা বুঝা যায়।
-
ফরেক্স এ ট্রেড সব সময় করা যাবে তাই আমার কাছে মনে হয় রাতে করাই ভাল । আপনি যদি ট্রেড করেন তাইলে আপনার সুবিতা মতই আপনি করতে পারেন । তবে রাতে করাই ভাল হবে ।
-
আপনি ফরেক্স এ ট্রেড করতে পারেন তবে সময় টা আপনাকেই বুজতে হবে । তবে আমার কাছে মনে হয় ফরেক্স এ ট্রেড করা টাই ভাল কারন ট্রেড করতে হলে আপনাকে আগে সময় বের করতে হবে তা আপনাকেই জানতে হবে ।
-
সন্ধ্যা সময় থেকে রাত ১০ টা পর্যন্ত আমি মনে করি এটাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই ভাল সময়। কারন এই সময়ে ফরেক্স মার্কেটের মুবমেন্ট অনেক ভাল থাকে। আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনার ইনকামের রাস্থাটা একবার পরিস্কার হয়ে যাবে।
-
বাংলাদেশের জন্য ট্রেড করার সব থেকে ভাল সময় হল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা এগারোটা পযর্ন্ত । এ সময়ের মধ্যে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায় । কারন এ সময়টা মর্কেট সব থেকে বেশি ভলাটাইল থাকে । আর এ সময়টাতে অনেক নিউজ রিলিজ হয় । কারন এ সময়টা নিউইর্য়ক এর ওয়াকিং আওয়ার ।
-
বাংলাদেশের প্রেক্ষিতে ফরেক্সে ট্রেড করার উপযোক্ত সময় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। কারন এ সময়টা বাজার মুভমেন্ট অনেক ভালো থাকে। এ সময়ে বাজারের গতিবিধি বুজে ট্রেড করে পারলে ভালো ফল পাওয়া যায়।