মেটা ট্রেডার ৪-এ যে টাইমফ্রেম এর তালিকা দেয়া আছে। আমি এই টাইমফ্রেমকে তিন ভাগে ভাগ করেছি। শর্ট ট্রেডের জন্য m1,m5,m15,m30 ডে-ট্রেডের জন্য h1,h4,d1 এবং লং ট্রেডের জন্য d1,w,m এখন আপনার ট্রেডের ধরন অনুযায়ী টাইমফ্রেম পছন্দ করুন।
Printable View
মেটা ট্রেডার ৪-এ যে টাইমফ্রেম এর তালিকা দেয়া আছে। আমি এই টাইমফ্রেমকে তিন ভাগে ভাগ করেছি। শর্ট ট্রেডের জন্য m1,m5,m15,m30 ডে-ট্রেডের জন্য h1,h4,d1 এবং লং ট্রেডের জন্য d1,w,m এখন আপনার ট্রেডের ধরন অনুযায়ী টাইমফ্রেম পছন্দ করুন।
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম * প্রকার যথা-
m1
m5
m15
m30
h1
h4
d1
w1
mn
টাইমফ্রেম বলতে আমি বুঝি একটি নির্দিষ্ট সময়ে মার্কেটে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল বা কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে এবং কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে। আমরা যারা মেটাটেডারে ট্রেড করি সেখানে ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা ,ডেইলি, সপ্তাহ ও মাসের টাইমফ্রেমগুলো দেখতে পাই। তবে টাইমফ্রেম অনুযায়ী ট্রেডারের ধরন চিহ্নিত হয় কউ স্কাল্পার, কউ লং ট্রেডার ,কেউ ডে বা সুইং ট্রেডার ইত্যাদি। তবে আমার মতে ৪ ঘন্টা ও ডেইলি টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে বেস্ট।
টাইমফ্রেম খুব গুরুত্বপূর্ণ, টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে,কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল।সাধারনতটাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। m5,m15,m30,h1,h4,d1,w1,mn আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।
ধন্যবাদ, ট্রেডার ভাই নতুন করে আবার টাইম ফ্রেম সবার সামনে তুলে ধরার জন্য। প্রত্যেক ট্রেডার যে কোনো একটি টাইম ফ্রেমে ট্রেড করে ।টাইম ফ্রেম অনুসরন ভালো ট্রেডারের লক্ষন।যারা সফল ট্রেডার তারা সবসময় টাইম ফ্রেম অনুসরন করে ট্রেড করে।
ফরেক্সে টাইম ফ্রেম সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি । কারণ মার্কেট এনালিসিস করতে টাইম ফ্রেম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় । ফরেক্স মার্কেটে ৯ ধরণের টাইম ফ্রেমের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন ১ মিনিটের টাইম ফ্রেম , ৫ মিনিটের টাইম ফ্রেম। ১৫ মিনিটের টাইম ফ্রেম , ৩০ মিনিটের টাইম ফ্রেম , ১ ঘন্টার টাইম ফ্রেম , ৪ ঘন্টার টাইম ফ্রেম , ১ দিনের টাইম ফ্রেম , ১ সপ্তাহের টাইম ফ্রেম এবং ১ মাসের টাইম ফ্রেম। আমাদের ট্রেড শুরু করার আগে টাইম ফ্রেম অনুসারে মার্কেট এনালিসিস করা উচিত ।
আমি সাধারনত ট্রেড করার আগে টাইম্ফ্রেম এনালাইসিস করে থাকি। এখানে বিভিন্ন টাইম্ফ্রেম আছে। যার যার ট্রেডিং সিস্টেম অনুযায়ী সে সে টাইম্ফ্রেম ফলো করে থাকে।
টাইম্ফ্রেম গুলো হলোঃ
m1
m5
m15
m30
H1
h4
D1
w1
mn1 ইত্যাদি।
একমিনিট,পাঁচমিনিট,পনেরোমমিনিট,আধঘন্টা,একঘন্টা,চারঘ ন্টা,একদিন,একসপ্তাহ ও একমাস এধরনের টাইমফ্রেম ফরেক্স মার্কেটে শো করে।আর এসব টাইমফ্রেম নির্দিষ্ট সময়ে মার্কেট কতটুকু উঠেছিল বা নেমেছিল তা দেখায়।যেমন এইসকল টাইমফ্রেম থেকে আমরা মার্কেট একমিনিট বা একমাসে কতোটুকু উঠেছিল বা নেমেছিল তা বুঝতে পারি।
আমার মনে হয় প্রাইস সব সময়ই উঠানামা করতে থাকে, তবে একটা নিদৃষ্ট সময়েকি পরিমান উঠানামা তা যতটুকু সময়ের জন্য প্রকাশ করা হয় সেই নিদ্দি্ষ্ট সময় হল একটা টাইম ফ্রেম। ঠাইম ফ্রেকে মুলত ১মিনিট, ৫মিনিট,১৫ মিনিট, ৩০ মিনিট, ১ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ৭দিন, ও ১মাস হিসাবে দেখানো হয়। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে একটা নির্দিষ্ট সময় পরপর ক্যান্ডেল পরিবর্তন হওয়াকে টাইমফ্রেম বলে।টাইমফ্রেম এর ওপর ভিত্তি করে একেকজন একেকরকম ট্রেড করে থাকে।সচরারচর মেটাট্রেডার সফটওয়্যারের আমরা ৮রকমের টাইমফ্রেম দেখি। সেগুলো হল -১মিনিটের, ৫মিনিটের, ১৫মিনিটের, ৩০মিনিটের, ১ঘন্টার, ৪ঘন্টার, ১দিনের, এবং ৭দিনের টাইমফ্রেম।একেকটা টাইমফ্রেম তার সময় অনুযায়ি পরিবর্তিত হয়ে মার্কেটের অবস্থা প্রকাশ করে।