তবে আপনার ব্রোকার আপনাকে যা দেয় তা হ'ল একটি অঙ্গভঙ্গি চেকপয়েন্ট লিভারেজ। যদি এই লিভারেজ আপনাকে একাধিক ব্রোকার দেয় তবে আপনি কি এটি ব্যবহার করতে পারবেন?
Printable View
তবে আপনার ব্রোকার আপনাকে যা দেয় তা হ'ল একটি অঙ্গভঙ্গি চেকপয়েন্ট লিভারেজ। যদি এই লিভারেজ আপনাকে একাধিক ব্রোকার দেয় তবে আপনি কি এটি ব্যবহার করতে পারবেন?
ফরেক্স মাকে'টে লিভারেজ হল এক ধরনের লোন। যা আপনাকে ট্রেড করতে সহায়তা করে। লিভা রেজের কারনেই আপনি লট সাইজ নিধা'রন করতে পারবেন।আপনার পুজির অল্প কিন্তু আপনার লিভারেজ বেশী সে ক্ষেত্রে লট সাইজ বর হতে পারে।আবার আপনার লিভারেজ অল্প সে ক্ষেত্রে লট সাইজ বর নিতে দেবে না।তবে লিভারেজ ছোট হলে ভাল হয়।
লিভারেজ হচ্ছে সেই রেশিও যার মাধ্যমে বুঝা যায় একটা ট্রেডে আপনি আপনার ব্রোকার কর্তীক কি পরিমান লোন বা আর্ধিক ব্যাকাপ পাবেন। একেক ব্রোকার হাউজ একেক টাইপ লিভারেজ দিয়ে থাকে। হিসেব টা কিন্তু খুব কঠিন না। ধরেন আপনি আপনার একাউন্টে ৫ ডলার ডিপোজিট করেছেন আর লিভারেজ দিয়েছেন ১ঃ১ মানে আপনি কোন ব্যাকাপ পাবেন না। আবার আপনি ১ঃ৫০ লিভারেজ দিয়েছেন তাহলে আপনি ৫ ডলারের ৫০ গুন মানে ২৫০ ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন। কিন্তু যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনার ট্রেড টি অটমেটিক অফ হয়ে যাবে
আসলে ফরেক্স মার্কেটে লিভারেজ অত্যান্ত গুরুত্বপূর্ন একটি জিনিস যা একজন ট্রেডারকে অধিক ট্রেড করার সময় ব্যালেন্সকে সাপোর্ট দিতে শক্তিশালি ভূমিকা পালন করে।মূলত লিভারেজ বলতে ব্রোকার হাউজ কতৃক মোট ডিপর্জিটকৃত ডলারের উপর প্রদত্ত লোনকেই বুঝায় যা ট্রেডারকে অধিক ট্রেড ধরতে সহায়তা করে।
ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য । আসলে আমি ফরেক্স মার্কেটে লিভারেজ তেমন বুজতাম না । এছাড়া ফরেক্স মার্কেটে লন নেওয়া যায় টা আমি জানতাম না । আমি একজন নতুন ট্রেডার । আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছুতে অনবিক্ষ । আপনার পোস্ট থেকে আমি অন্তত এটা আজ জনলাম যে ফরেক্স মার্কেটে লিভারেজ বা মার্জিন লোন কিভাবে হয় তা বুঝলাম ।
লিভারেজ বলতে যা বুঝায় তা হয়তো আমি সঠিকভাবে ধারণা না দিতেও পারে কারণ কিছুদিন হয়েছে যে আমি ফরেক্স সম্পর্কে ধারণা পেয়েছি।আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তা হলো একটি ক্যাপিটালের ব্রোকার এর প্রদত্ত লোন বা ঋণ দেয়া হয়ে থাকে যা ১:৫০০ পর্যন্ত হতে পারে।আমি আরো জানার চেষ্টা করব আমার ভাইয়ের কাছ থেকে যা আমাকে এ সম্পর্কে আরও জ্ঞান দেবে এবং আমি আশা করি আরও এই ধরনের পোস্ট করার জন্য তৈরি থাকবো।
আমি এখন ফরেক্স সম্পর্কে শিকছি......... লিভারেজ কি এসম্পরকে আমি সম্পূর্ণ জানি না তবে আমার যতটুকু ধারনা তা হল...... লিভারেজ বা মার্জিন লোণ হল..................... আপনার ক্যাপিটাল এর উপর সর্বাধিক কতগুন লোণ আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিতে পারে। আপনি যদি ১ঃ২০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০x২০০=২০০০০ ডলার ট্রেড করতে পারবেন।
লেভারেজ সম্পাকে আমি খুব ভালো জানিনা তবে আমার মনে হই যে লেভারেজ হলো আমার মুলধনের উপর ভিত্তি করে মার্কেট এর ওঠানার গতি কে বোঝাই লেভারেজ নিচে ১.১০এবং উপরে ১.১০০০ হয়ে থাকে লেভারেজ হলো আপানের যদি ১০০ টাকা থাকে তবে আপনি আপনি যদি ১.১০ লেভারেজ নেন তবে আপনি ১০*১০০=১০০০পজন্ত লাভ করতে পারবেম আর যদি ১০০০ নেন তবে ১০০০*১০=১০০০০পজান্ ত লাভ করতে পারবেন জত বেশি লেভারেজ তত বেশি লাভ এবং খতির সম্ভাবোনা রয়েছে।
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যা দ্বারা আপনি আপনার ডিপোজিটের সর্বোচ্চ কতগুন ইউনিট একই সাথে ক্রয়-বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন, আপনার ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১ঃ২০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০x২০০=২০০০০ ডলার ট্রেড করতে পারবেন।
ফরেক্স ট্রেড করার জন্য লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ।লিভারেজ আপনার মূলধন এর উপর সর্বোচ্চ কত গুন লোন ব্রোকার আপনাকে দিবে সেটা নির্ধারণ করা। লিভারেজ বেশি থাকলে আপনি বড় লটের ট্রেড নিতে পারবেন। আবাড় লিভারেজ কম হলে লট সাইজ ছোট হবে । তবে নতুন ট্রেডাররা লিভারেজ কম নিয়ে ট্রেড করা ভালো ।