আপনি যদি একেবারেই নতুন হন তবে আমার পরামর্শ থাকবে প্রথমেই ১০০০ ডলার দিয়ে শুরু করবেন না । প্রথমে ১০০ ডলার দিয়ে একটি সেন্ট একাউন্ট খুলে সেটিকেই ১০০০ ডলার হিসেবে ট্রেড করতে পারেন । পরবর্তীতে সফল হলে একাউন্ট করতে পারেন ।
Printable View
আপনি যদি একেবারেই নতুন হন তবে আমার পরামর্শ থাকবে প্রথমেই ১০০০ ডলার দিয়ে শুরু করবেন না । প্রথমে ১০০ ডলার দিয়ে একটি সেন্ট একাউন্ট খুলে সেটিকেই ১০০০ ডলার হিসেবে ট্রেড করতে পারেন । পরবর্তীতে সফল হলে একাউন্ট করতে পারেন ।
প্রাথমিক অবস্থায় ১০০ ডলার ডিপোজিটই যথেষ্ঠ। আপনাকে স্বাগতম যে আপনি শুরুতেই ১০০০ ডলার ডিপোজিট করতে চাইছেন। আপনি যখনই এতো ডিপোজিট করতে চাইছেন তখনই আপনার মানি ম্যানেজমেন্ট করা উচিত। মানি ম্যানেজমেন্টের ভিতর কত লটে ট্রেড ওপেন করবেন, কতগুলো ওপেন করবেন ইত্যাদি। আপনি এত ডিপোজিট করে বেশ বড় লটেই ট্রেড করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ আপনি যা চান তাদিয়ে ট্রেড কোরতে পারেন। ফরেক্স মার্কেট হচ্ছে একমাত্র মার্কেট যেখানে আমরা বিনা পুজিতে ট্রেড বা বিজনেস কোরতে পারি। ফরেক্স মার্কেট এ আপনি ১ ডলার দিয়েও ট্রেড কোরতে পারেন। তবে ১ ডলার দিয়ে ট্রেড করলে আপনার লাভ এর পরিমান কম হবে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য যদি আপনি ১০০০ ডলার টাকা ইনবেস্ট কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় কোরতে পারবেন।
আমি হয়তবা আপনাকে একজন নতুন ত্রেদার বলে উল করব, কারণ আপনি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাচ্ন, যা জানা বেতিত এক তাকাও ফরেক্স এ ইনভেস্ট করা উচিত না. আপনি যদি ১০০০ ডলার ইনভেস্ট করেন, তাহলে লেভেরাজে একটু বাড়িয়ে নেন, মার্জিন সবসময় এত পরিমান ফ্রি রাখুন যাতে করে আপনার একাউন্ট ই কখনো মার্জিন কাল এর সম্মুখীন না হয়.
ফরেক্স মার্কেটে যদি আপনি নতুন হন তাহলে ৫ মাস ডেমো প্রাক্টিস করুন।আগে মার্কেট ভাল ভাবে জানতে হবে।তারপর আপনি যদি ডেমো একাউন্টে ভাল লাভ করতে থাকে তাহলে আপনি ইনভেস্ট করবেন তাও প্রথম অবস্থাই ৫০ থেকে ১০০ ডলার ইনভেস্ট করবেন তার বেশি না।
ইনভেষ্ট নির্ভর করে একজন দক্ষ ট্রেডারের উপর । যে যত বেশী এই মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশী সফরকাম হতে পারবে । ১০০০ ডলার ইনভেষ্ট করা তো বড় কথা নয় আসল হল অভিজ্ঞতা । যার যত বেশী অভিজ্ঞতা সে তত বেশী সফলকাম ।
আমার জন্য, যদি বাণিজ্যটি আমাদের বিশ্লেষণের পরিপন্থী হয় তবে এটি দেখায় যে আমরা আমাদের বিশ্লেষণ সম্পর্কে পুরোপুরি বুঝতে পারি না। সুতরাং, সবচেয়ে ভাল কাজটি হ'ল বিশ্লেষণ সম্পর্কে আরও জানার চেষ্টা করুন এবং আপনি এটি কী শিখলেন তা ফিরে উল্লেখ করুন। যিনি আপনাকে শিখিয়েছেন তিনি আপনার বিশ্লেষণে কী কী সমস্যা তা জানেন যাতে আপনি পরবর্তী সময় আরও উন্নত করার চেষ্টা করতে পারেন।অবশ্যই আমার ভাই আমি আপনার চিন্তাগুলির সাথে একমত আছি কারণ আপনি বলছেন যে সঠিক জ্ঞানের অভাব আইনগুলির দিকে নিয়ে যায় এবং ফলস্বরূপ অ্যাকাউন্টটি ধুয়ে শেষ করা উচিত যাতে আমাদের সুদর্শন বোনাস শেখার এবং সংগ্রহের দিকে মনোযোগ দেওয়া উচিত রিয়েল ট্রেডিংয়ের ভাল ফলাফলের জন্য।
প্রিয় সদস্য আগর আপন আপন বিনিয়োগ কর্ণ চাহ্তে হৈ তো ইয়া বহুত হি অচি বাত হৈ কিউঙ্কি ইন্সটাফরেক্স আপনার বিনিয়োগ বিনিয়োগ বহুত আছা বোনাস ভী দেতা হৈ আগর এপ 5000 ডলার পশ্চিম কর রহে হৈ টু অপ ইসমেন বহুত অচি ট্রেড কর সাক্ত হো লেকিন লট সাইজ কো কাম সে কাম রাখনে কী কোশিশ কারেন তাকী বহ বহুত আচি বাণিজ্য কর সাকতে হৈ
ভাই ১০০০ ডলার ইনভেস্ট করা খুব ভালো ব্যাপার,আপনি ইন্সটা ফরেক্স ব্রোকার এ ইনভেস্ট করে ট্রেড করতে পারেন,আপনি ম্যনি ম্যানেজমেন্ট ঠিক রেখে লট নির্ধারন করে ট্রেড করবেন তাহলে এক সাথে অনেক ভালো এন্ট্রি নিতে পারবেন,কিন্তু অবেগ প্রবল হয়ে ট্রেড করবেন না,এই ১০০০ ব্যালেন্স হিউজ ব্যালেন্স ট্রেড এর জন্য,তাই বুঝে শুনে ট্রেড করা শ্রেয়।
ফরেক্স মার্কেট হচ্ছে একমাত্র মার্কেট যেখানে আমরা বিনা পুজিতে ট্রেড করতে পারি। ফরেক্স মার্কেট এ আপনি ১ ডলার দিয়েও ট্রেড কোরতে পারেন। তবে ১ ডলার দিয়ে ট্রেড করলে আপনার লাভ এর পরিমান কম হবে। একজন ট্রেডার যদি অল্প লাভ করতে চায় তাহলে তাকে আনুপাতিক হারে অল্প ইনভেষ্ট করলেই হবে। প্রত্যেকের নিজের ষ্টাটেজি আর ট্রেডের সাকসেস রেটের উপরো নির্ভর করে। যে কৌশল যার জন্য কার্যকরি তাকে সেই নিয়ম অনুযায়ী ট্রেড করতে হবে এবং সেভাবে ইনভেষ্ট করতে হবে।