লিভারেজ খুব বেশি না নেওয়ায় ভালো বিশেষ করে নতুনদের তো অবশ্যই কম লিভারেজ নেওয়া উচিত। কারন অতিরিক্ত লিভারেজ ওভারট্রেডিংয়ের কারন। এজন্য আমার মতে ১:৫০ লিভারেজ সিস্টেমটাই ভালো। আমি নিজেও নতুন ট্রেডার হওয়ায় ১:৫০ লিভারেজ ব্যবহার করে থাকি।
Printable View
লিভারেজ খুব বেশি না নেওয়ায় ভালো বিশেষ করে নতুনদের তো অবশ্যই কম লিভারেজ নেওয়া উচিত। কারন অতিরিক্ত লিভারেজ ওভারট্রেডিংয়ের কারন। এজন্য আমার মতে ১:৫০ লিভারেজ সিস্টেমটাই ভালো। আমি নিজেও নতুন ট্রেডার হওয়ায় ১:৫০ লিভারেজ ব্যবহার করে থাকি।
আপনি হয়ত লিভারেজ নিয়ে অনেক বড় ধরনের ব্যবসা করতে পারবেন কিন্তু যখন দেখবেন লিভারেজ নিয়ে বড় লাভকরে আপনার একাউন্টে আপনার জমাকৃত টাকার পরিমানে লাভ যোগ হয়েছে তখন আপনার মন খারাপ হতে পারে তাই আমি মাত্র ২০০ লিভারেজ নিয়ে ট্রেড করছি এবং অল্প অল্প করে সামনে এগিয়ে যাচ্ছি। আপনি চাইলে আমার মত অল্প করে লিভারেজ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
ফরেক্স ব্যবসার জন্য লিভারেজ সব সময় কম নেয়া ভালো । যে যত বেশী লিভারেজবেশী নিবে সে তত বেশী লসের সন্মুখীন হবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লিভারেজ কমিয়ে নেব তাহলেই সফলতা অর্জন করা যাবে । আর লিভারেজ ১:১০০ বা ১:২০০ নেওয়াটাই ভালো ।
লিভারেজ ব্যবহার করে আমরা অল্প মুলধন দিয়ে অনেক বড় লট এ ট্রেড এন্ট্রি নিতে পারি এবং অনেক অনেক বেশি লাভ করতে পারি । কিন্তু এটা অনেক বেশি রিস্কি কারন অধিক লিভারেজ ব্যবহার করে বড় লট এ ট্রেড এন্ট্রি নেওয়ার ফলে মার্জিন অনেক কমে যায় , ফলে মার্কেট যদি কিছু পিপস বিপরীতে যায় তাহলে একাউন্ট 00 হয়ে ট্রেড অটো বন্ধ হয়ে যায় ।
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।
ফরেক্স মার্কেটে লিভারেজ যত বেশি হবে তত সুবিধা তাই যত বেশি পারা যায় লিভারেজ নিতে হবে। তবে তার সঠিক ব্যবহারও জানতে হবে। বেশি লিভারেজ আছে বলেই বড় লটে ট্রেড করা থেকে বিরত থাকা উচিৎ। তা না হলে লসের সম্ভাবনা আছে।
ফরেক্স মার্কেটে ট্রোড করতে হলে আমাদের কে লিভারেজ নিয়ে ট্রেড করতে হবে আমি মনে করি আমাদের কে লিভারেজ নিতে হবে ১.৫০ হল আদর্শ। এর বেশি নিলে বড় ভলিউমে ট্রেড অপেন করে একাউন্ট জিরো হয়ে যাবে।
আমার মতে লিভারেজ ১ঃ২ হল সবথেকে ভাল লিভারেজ।আপনি ইচ্ছা করলে বেশি লিভারেজ দিতে পারেন।তাতে আপনার লাভ বেশি হবে আবার লসে পড়লে লসও বেশি হবে।তাই ১ঃ২ লিভারেজ আপনার ব্যালেস্ন ভারসাম্য ঠিক থাকবে।
আমার মতে 1:1 লিভারেজ হলে ভাল হয়। করণ এতে রিক্স কম থাকে। ১:৫ এর বেশি লেভারেজ নেয় না। কারন ওদের ক্যাপিটাল বেশি। আমাদের ক্যাপিটাল কম তাই আমরা বেশি লেভারেজ নিই। কিন্তু অতিরিক্ত বেশি নেওয়াও যুক্তিসংগত নয়। ১:১০০ বা ১:২০০ পর্যন্ত নেওয়া যায়।
যারা ফরেক্সে নতুন আমি মনে করি তাদের কম লিভারেজ নেওয়া উচিত কারন লিভারেজ বেশি নিলে আপনার ট্রেডে যদি আপনার বিপরিত দিকে যায় তাহলে আপনার ব্যলেস্ন শুন্য হতে সময় লাগবে না।তাই ১.১ বা ১.২ লিভারেজ নইলে সবথেকে বেশি ভাল হয়।