ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবসা . তাই এই বিসনেস প্লাটফর্ম এ রয়েছে ক্যারিয়ার গড়ার সুযোগ . ফরেক্স ট্রেডিং হতে পারে আপনার মূল পেশা . ফরেক্স ট্রেডিং করে আপনি সয়ংসম্পূর্ণ ভাবে সাবলম্বী হতে পারেন
Printable View
ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবসা . তাই এই বিসনেস প্লাটফর্ম এ রয়েছে ক্যারিয়ার গড়ার সুযোগ . ফরেক্স ট্রেডিং হতে পারে আপনার মূল পেশা . ফরেক্স ট্রেডিং করে আপনি সয়ংসম্পূর্ণ ভাবে সাবলম্বী হতে পারেন
ফরেক্স ট্রেডিংয়ের উপর পরিপূর্ন ধারনা লাভ করা থাকলে আমি মনে করি ফরেক্স ট্রেডিংকে নিজের পেশা হিসাবে গ্রহন করে অনেক ভাল ক্যারিয়ার বিনির্মান করা সম্ভাব। যদি কেউ ফরেক্স ট্রেডিংয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে একে পেশা হিসাবে গ্রহন করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তা হলে এখান থেকে অনেক বেশি প্রফিট লাভের সুযোগ তৈরি হয় যা অনেক ভাল পেশায় চাকুরী করেও করা সম্ভাব হয় না।
ফরেক্সে ক্যারিয়ার হিসাবে গড়ে তুলতে পারলে খুবই ভালো। কাওরন ফরেক্স থেকে অনেক ভালো আয় করা যায়। যিবঙ্কে সুন্দর করতে ফরেক্স অসেশ ভুমিকা রাখতে পারে। ফরেক্স হলো অর্থ উপার্জনের একটা অন্যতঅম রাস্তা। ফরেক্স করে যে কেউ সাব্লম্বী হতে পারে।
ফরেক্স মার্কেটে আমি আমার ক্যারিয়ার করার ইচ্ছা আছে কারন ফরেক্স মার্কেটে ক্যারিয়ার করতে পারলে আর আমাদের পিছনের দিকে তাকানো লাগবেনা তাই আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেদের ক্যারিয়ার করতে হবে এবং এটা হবে সেরা ব্যাবসা কাউকে জবাব দিহিতা করা লাগবেনা।
ফরেক্স অনেকেই ক্যরিয়ার গড়ে লাইফ কে পরিবর্তন করেছে। আর ফরেক্স ট্রেড করে তা করাও সম্ভব। ফরেক্স এ যারা দক্ষ ট্রেডার তারা অনেকে ব্রোকার এ কাজ করছেন। এবং তাদের বেতন ও অনেক। তারা মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞ।
আমি বলবো ফরেক্স আমাদের জন্য অনেক ভাল ক্যারিয়ার। এখানে খুব ভাল আয় করার মাধ্যম। আমরা চাইলে এখানে ভাল আয় করার সুযোগ পাবো। এটা অনেক সহজ ক্যারিয়ার হতে পারে। কারন এখানে আসার জন্য বেশি মুলধনের দরকার নাই। তাই ফরেক্স আমাদের ভাল জব সেক্টর হতে পারে।
হ্যা আপনি থিক বলেছেন ফরেক্সে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে| ফরেক্স থেকে আয় করে আপনি বা আমি সবাই ফরেক্সে ক্যারিয়ার গরতে পারি | আমি মনে করি আমার ফরেক্সে ক্যারিয়ার গরার জন্য ফরেক্স বিশাল ভুমিকা রাকবে | সেটা আপনার জন্য ও|
ফরেক্স ক্যারিার হিসেবে নেয়ার জন্য খুবি ভাল একটি মাধ্যম। এখানে দক্ষতা থাকলে অল্প সময়ের মধ্যেই এবং অলাপ পুজিতে বেশ ভাল লাভ করা সম্ভব হয়। তবে এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। ফরেক্স কে কেরিার হিসেবে নিতে গেলে অবশ্যই আপনাকে একজন ভাল মানের প্রফেশননাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
আপনি চাইলে এখানে ২ ধরনের কাজ করতে পারেন।পার্ট টাইম এবং ফুল টাইম নিজের ইচ্ছা মত কাজ করতে পারবেন। ফরেক্সে কাজ করতে হলে আপনার দরকার দক্ষতা আর ধৈর্য। আপনার যদি ফরেক্স সম্পর্কে দক্ষতা থাকে এবং আপনি যদি ধৈর্যশীল হন। তাহলেই সফল হবেন
ফরেক্স থেকে ভাল ক্যারিয়ার গড়া সম্ভব যদি আপনি মার্কেটে অনেক সময় দেন।আপনি যদি একবার ভাল ট্রেডার হয়ে উঠতে পারেন তবে আপনার ইনকাম হবে আকাশ ছোঁয়া।নিজেকে দক্ষ করে তুলতে গেলে আপনাকে অনেক লেখাপড়া করতে হবে।আর মার্কেটের খুটিনাটি বিষয় গুলো জানতে হবে।