-
হ্যা ভাই আমি আপনার সাথে একমত এ ব্যাপারে । ফরেক্স মার্কেটে ডিসিপ্লিন খুব বড় একটি বিষয় । মার্কেটে আপনিকে সবসময় ডিসিপ্লিন মেনে চলতে হবে । ফরেক্স মার্কেট থেকে ডলার আয় করা খুবই কঠিন যদি আপনি আপনার স্ট্রেট্রেজি বিল্ডআপ না করে এলোমেলো ট্রেড করে থাকেন । তাই মার্কেটে স্ট্রেট্রেজি বিল্ডআপ করুন ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো আমি সাধারনত স্ক্যাল্পিং করি আমার নিজস্ব স্ট্রাটেজির সাথে মিল রেখে।সেক্ষত্রে আমি সাপোর্ট ও রেসিসটেন্স ব্যাবহার করি।সাপোর্ট এবং রেসিস্টেন্স এর নির্দিষ্ট সীমা ব্রেক করলে আমি বাই বা সেল নিয়ে ট্রেড ওপেন করি এবং প্রতিটি ট্রেডের টার্গেট থাকে ১০-১৫ পিপ্স।
-
আমি মনে করি পিভট স্ট্রাটেজিটা ফরেক্স মার্কেটের জন্য উপকারী।আর বার বার ট্রেড ওপেন করলে একাউন্টের জন্য তা মঙ্গল জনক না।কারণ এতে লস হওয়ার প্রবনতা বেড়ে যায়।তাই একটু ভাল করে ভেবে চিন্তে ডে ট্রেড করাটাকে আমি উত্তম মনে করি।আর ছোট খাট ইন্ডিকেটর ফলো করলে খারাপ না।আমি ফলো করি।
-
প্রত্যেক ট্রেডারেরই একটি নিজেস্ব ধ্যান ধারনা থাকে ট্রেডিংকে কেন্দ্র করে যেখানে ট্রেডিং অভিজ্ঞতা এবং জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আর সেই ভাবে আমার নিজেরও একটি নিজেস্ব ট্রেডিং স্টাইল রয়েছে যার আলোকে আমি ফরেক্সে ট্রেড করতে গেলে আগে মানিম্যানেজমেন্ট,মার্কেট অ্যানালাইসিস ইত্যাদি বিষয়াদি ভাল ভাবে অনুসরন করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে থাকি।
-
ট্যেডিং স্টাইল বলতে ফরেক্সে কাজ করতে করতে আমাদের অনেক কিছু আয়ত্তে এসে যায়। তখন মনে হয় যে ফরেক্স এ কাজ করা অনেক সহজ। কাজ করতে করতে নিজস্ব কিছু কৌশল এসে যায়। র্মাকেট এনালাইসিস, বিভিন্ন ফরমুলা ইত্যদি তখন সহজ হয়ে যায়। তখন আপনি ভাল কিছু আসা করতে পারবেন।
-
আসলে আমি কারর ট্রেডিং স্টাইল কখনই ফলো করি না কারন আমি মনে করি আমার নিজের মধ্যে কিছু না কিছু ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে আর তার আলোকে ট্রেড করাকেই আমি আমার নিজেস্ব ট্রেডিং স্টাইল হিসাবে মনে করি। আর প্রত্যেকেরই ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে নিজেস্ব ট্রেডিং স্টাইল ফলো করা উচিত।
-
ফরেক্স র্মাকেটে ট্রেডিং একটি কঠিন যদি আপনি ভাল ভাবে এর র্ফমুলা, মানিম্যানেজমেন্ট নামেনে চলেন টেকনিক অবলম্বন না করেন তাহলে আপনার জন্য অনেক মুনাফা র্অজন অনেক কঠিক হয়ে যাবে। এখান থেকে অনেক ইনকাম করা যায় তবে তা নিয়মের ভিতর থেকে।
-
ট্রেডিং স্টাইল বলা যায় যে তিন প্রকার। স্ক্যাল্প, সুইং এবং লংটার্ম। স্ক্যাল্প আবার দুই রকম, এক প্রকার হলো m1 m5 ইত্যাদির মাদ্ধমে স্ক্যাল্প করা আরেক প্রকার হলো m15 m30 h1 এর মাধ্যমে ইন্টার ডে ট্রেড করা। আমি স্ক্যাল্প করি gbpusd m15 এ। সুইং করি ক্রুড অয়েল এ। লংটার্ম করি eurusd, gbpusd, audusd আর usdchf এ।
-
আমি অনেক সময় নিউজের উপর ভিত্তি করে ট্রেড করে থাকি।তাছাড়া আমার সব ট্রেডিং স্টাইল ই এই প্রাইজ একশন এর উপর। মার্কেট যখন যেমন আচরন করে আমি তখন সেই আচরন করে ট্রেড করি। তবে আমার কাছে আমার জ্যাকপট সিস্টেম তা ভাল লাগছে। মার্কেট টেন্ড ধরে ফেললেই এখান থেকে প্রফিট বেরিয়ে আসে।
-
একাধিক পেয়ার থাকা সর্তেও আমি মাএ একটি পেয়ার এ কাজ করি আর তা হোল গোর্ড। আম মনে করি টার্গেট সর্বদাই নির্দিষ্ট হওয়া উচিৎ। আপনি যদি ট্র্রডে ভাল বুঝেন তাহরে একাধিক পেয়ারের কোন প্রয়োজন পরে না। আর আপনি যদি ট্রেডিং না বুঝেন তাহলে আপনার মনে হবে যে একেকবার এক এক পেয়ারে ট্রেডিং করে দেখি রাভ হয় কিনা!!