-
অনভিজ্ঞতা,অদক্ষতা ইত্যাদির কারনে ফরেক্স মার্কেটে অনেক ট্রেডাররা লস করে থাকে তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ট্রেডারদের অতিরিক্ত প্রফিটের বা লাভের লোভেই ফরেক্স ট্রেডিংয়ে তারা বড় ধরনের লসের সম্মুখিন হয়ে থাকে তাছাড়া অতিরিক্ত আবেগ, ওভার কনফিডেন্স ইত্যাদির কারনে ও ফরেক্স ট্রেডিংয়ে লস হয়ে থাকে।
-
বিভিন্ন কারন ফরেক্স মার্কেট এ মানুষ লস করে থাকে । তারমধ্যে অল্প দিন ডেমো ট্রেডিং করেই কিছু লাভ করতে পারলেই মনে করে সে ফরেক্স ট্রেডিং শিখে গেছে তারপর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করে অনেক লস করে কারন সে ফরেক্স ট্রেডিং এর পুরাপুরি জ্ঞান লাভ করে নাই । এই জন্য ফরেক্স ট্রেডিং আগে ভালো ভাবে শিখতে হবে । এছাড়া যারা ম্যানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ অনেক লস করে । যারা ফরেক্স মার্কেট কোন এনালাইসিস ছাড়া ট্রেড করে তারা অনেক লস করে এই জন্য ভালো এনালাইসিস করতে শিখতে হবে ।
-
ফরেক্সে লস করার বিভিন্ন কারন রয়েছে ।ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্গতা না থাকলে আমরা ফরেক্সে লস করি।ফরেক্স টেডিং না শিখে এনালাইসিস না জেনে ট্রেড করলে ফরেক্সে লস হয়।নতুন যারা ফরেক্সে জয়েন্ট করেন তাদের কে বলি ফরেক্স সম্পর্কে ভাল ভাবে অভিজ্গতা না নিয়ে ব্যবসায়ে নামবেন না।ফরেক্স সম্পর্কে যদি দক্ষতা না থাকে তাহলে এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে না।তাই যারা এই মার্কেটে টিকে থাকেত চা্ন তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ র্ম্যানেজমেন্ট ফলো করা ও এনালাইসিস সহকারে কাজ করা।তাছারা আরও বিভিন্ন কারন রয়েছে যেমন লোভ করা অমনোযোগি হওয়া সঠিক টাইমে ট্রেড করতে না পারা ইত্যাদি।ধন্যবাদ
-
ফরস্ক মাককেট হলো টাকা আই করা র একটি মাধ্যম। কিন্তু ফরেস্ক যারা না বুঝে ট্রেড করে, যাদের এ বিষয়ে কোনো জ্যান নেই, যারা বেসি লাভের কারনে আনেক ইনভেস্ট করে ইত্যাদি। এভাবেই ফরেস্ক মারকেটে লস হয়।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেড করে লস করি আমাদের কিছু সাধারণ ভুল এর কারণে।যেমন-আমরা নাজেনে ট্রেড করি,আমরা ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করিনা,ট্রেড করার সময় আমরা লোভ বেশি করি,এছাড়াও আরও কিছু সাধারণ ভুল এর কারনে আমরা ফরেক্স মার্কেট এ লস করি।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে হলে আমাদের কে আগে ভালোভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো।
-
কথায় বলে অতি লোভে তাতী নষ্ট যার বাস্তব উদাহরণ আমি নিজেই অনেক লস করেছি, স্বল্প লাভে র্মাকেটে টিকে থাকাটােই এর সফলতা, তাই ভাল কৌসল তৈরীর জন্য চেষ্টা কার একজন ভাল ও সফল ট্রেডারের কাজ.
-
হ্যা ভাই ফরেক্স ব্যবসায় লস হওয়ার কারন হলাে লোভ আর য়ে ব্যবসায় লোভ বেশি হবে সে ব্যবসায় লস তো হবেই।অার কোন ব্যবসা কোন কিছু সম্পকে ভাল জ্ঞান না থাকলে তো লস হবেই । তাই ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে আগে তার সম্পকে ভালো জ্ঞান থাকা আবশ্যক। আমাদের সকলের উচিৎ কোন কাজে হাত দিতে যাওয়ার আগে তার সম্পকে অনেক অভিজ্ঞতা নিয়ে আগানো। তা নাহলে আপনি কখন সেটায় ভালো করতে পারবেনা। আর এটা তো ফরেক্স ব্যবসা। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট হলো এমন একটা মার্কেট যেখানে আন্তর্জাতিক মুদ্রা ক্রয় ও বিক্রয় খুব সহজে করা যায় । ফরেক্স মার্কেট এ কাজ করতে পারলে তাতে সফলতা অর্জন করা সম্ভব । যেকোন ব্যক্তি ফরেক্স মার্কেট এ কাজ করে আয় করতে পারে । তবে ফরেক্স মার্কেট এ কজ করতে হলে লোভ করা যাবে না । কারন ফরেক্স মার্কেট এ লোভ করলে লস হয় । আর এটা ফরেক্স মার্কেটে লসের অন্যতম প্রধান কারন । ফরেক্স এ বেশি লাভ করার জন্য যদি কেউ লোভ করে তবে তার লাভের পরিবর্তে লস বেশি হবে । আর ফরেক্স মার্কেট এ লসের অন্যতম আরেকটা কারন হলো ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতার অভাব ।
-
ফরেক্স মার্কেট এ লস করার অনেক কারন রয়েছে যা একজন নতুন ট্রেডার কখনও কল্পনা করতে পারেনা,সেই নতুন ট্রেডার শুদু মাত্র বুজতে পারে যখন রিয়াল একাউন্টতে গিয়ে লস ছাড়া লাভের মুখ দেখে না।অনেক নতুন ট্রেডার কিছু না বুজার আগে মনে করে আমি অনেক কিছু জানি সেই ট্রেডার গুলোও লস করে কেননা তারা আসলে সত্যিকারে কিছু জানে না।
-
ফরেক্র মারকেটে লচ অনেক কারনে হয়। আমরা জানার পর ও বুল করে থাকি । জেমন আমরা যখন ভাল ভাবে চিন্তা করি তখন লাভ করার আশা থাকে বেশি। মাঝে মধ্যে আমরা ভুল করে বিভিন্ন চিন্তা মাথাই নিয়ে ট্রেড করতে বশি আর তখনি লচ হয় । ফরেক্র মারকেট সম্পরকে না যে শুনে ট্রেড করলে লচ হয় । আর যারা যানে তারা ও বিভিন্ন কারণ বশত লচ খায়।