এখানে ডলার সব থেকে বেশী পেয়ারে থেকে থাকে এবং বিভিন্ন জোরা কারেন্সি তে এই পেয়ার বেশী বেবহার করা হয়ে থাকে । ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা বলতে গেলে ডলার কেই বলা চলে কারন এর নিউজে আমরা বেশী লাভ করতে পারি । এই ক্ষেত্রে বেস কিছু মুদ্রা ফরেক্স এ প্রধান।
Printable View
এখানে ডলার সব থেকে বেশী পেয়ারে থেকে থাকে এবং বিভিন্ন জোরা কারেন্সি তে এই পেয়ার বেশী বেবহার করা হয়ে থাকে । ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা বলতে গেলে ডলার কেই বলা চলে কারন এর নিউজে আমরা বেশী লাভ করতে পারি । এই ক্ষেত্রে বেস কিছু মুদ্রা ফরেক্স এ প্রধান।
যেই মুদ্রা গুলার প্রচলন বেশি এবং যেগুলার মুভমেন্তের উপর অন্য মুদ্রা গুলার মুভমেন্ত নিরভর করে সেগুলাকে প্রধান মুদ্রা বলে । যেমন ইউর ,জাপানি মুদ্রা ,পাউন্দ ,দলার ইত্ত্যাদি । মুলত এগুলর বেচা কেনার উপর মারকেতের মুভমেন্ত অনেক্তা নিরভর করে । তাই এগুলাকে প্রধান মুদ্রা বা মেজর কারেন্সি পেয়ার বলে
ডলার, ইউরো, পাউন্ড, কানাডার ডলার, অস্ট্রেলিয়ার ডলার ইত্যাদি প্রধান মুদ্রা
ফরেক্স মার্কেটে প্রধান মুদ্রা ডলার।১০০ ডলার কোন অংশেই কম নয় একজন নতুন ট্রেডারের জন্য। হ্যা, আপনার উপযোগীতার উপর নির্ভর করে। আপনার মাসিক কত ডলার আয়ের প্রয়োজন তার উপর নির্ভর করে আপনার বিনিয়োগ কত হতে হবে।
ফরেক্সে প্রধান মুদ্রা হলো ডলার আমার জানামতে অনেকে এটা নিয়েই ট্রেড করে থাকে।
যদি এই মার্কেট এর প্রধান মুদ্রা কোনটি বলা হয়ে থাকে তাহলে আমি বলব ইউ এস ডি কারন এই পেয়ার এই মার্কেট সব থেকে বেশী কারেন্সি রয়েছে এবং এতই ট্রেডারদের অন্যতম একটি পেয়ার যার মাধ্যমে ট্রেডার বেশিরভাগ সময় ট্রেড করে থাকেন এবং এই পেয়ার কে অনেক পছন্দ করে থাকেন ।
ফরেক্স মার্কেট এ সবচেয়ে বেশির বাগ মানুশ ডলার এবং ইউরো এবং জিবিপি ব্যাবহার করে। আমি বেশির বাগ ডলার ব্যাবহার করি। আমার সবচে প্রিও currency ডলার এবং ইউরো। আমি দুই currency কে খুব ভালভাশি।
প্রতেক বিজনেস এর প্রধান হচ্ছে তার মূলধন। তাই ফরেক্স ট্রেডিং এ ও প্রধান হচ্ছে মূলধন।
শি।ফরেক্স মার্কেটের প্রধান মুদ্রা গুল নিছে দেওা হলঃ
১। ইউরো/ ডলার
২। অস্ট্রেলিয়া/ কানাডা
। কানাডা/ ডলার
আমি মনে করি ফরেক্স মাকেটে প্রধান মুদ্রা হল ডলার।আর এই্ ডলার যত বেসি বিনিয়োগ করা জাবে ততো বেসি লাভ করা জাবে।আমাদের উচিত বেসি ডলার বিনিয়োগ করা।