একজন নতুন ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে বলব যে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে ধৈর্য ধরতে হবে কারন নতুন অবস্থায় ফরেক্স ট্রেড করতে গেলে অনেক সমসার সম্মুখিন হতে হবে অনেক লসের কারন হতে পারে তাহলে গেংগে পড়লে চলবে না ।
Printable View
একজন নতুন ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে বলব যে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে ধৈর্য ধরতে হবে কারন নতুন অবস্থায় ফরেক্স ট্রেড করতে গেলে অনেক সমসার সম্মুখিন হতে হবে অনেক লসের কারন হতে পারে তাহলে গেংগে পড়লে চলবে না ।
নতুনদের জন্য ফরেক্স আগমনের বার্তা নিয়ে আসছে ।প্রথম দিকে যদি কোন নতুন ট্রেডার ট্রেড করা শুরু করে তাহলে আমি বলব সে যেন সবচেয়ে ছোট কারেন্সি দিয়ে ট্রেড করা শুরু করে। সে ক্ষেত্রে যদি সে ১ পিপ দিয়ে ট্রেড করা শুরু করে তা হলে তার জন্য ভাল হবে। এতে করে তার লস কম হবে। যদিও তার লাভ কম হবে কিন্তু সে ট্রেড করা শিক্ষতে পারবে।
নতুন এর দের জন্য ফরেক্স একটি গুরুত্ব কথা হছে প্রথম তাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে । ফরেক্স জ্ঞান না থাকেলে তাহলে ফরেক্স সফল হওেয়া যাবে না
সকল নতুন ট্রেডারদের প্রতি আমরা আহবান আপনারা মার্কের গতিবিধি পরিলক্ষিত করে ট্রেড কার্য করুন। আর প্রতিনিয়ত ট্রেেডর পূর্বে বাজার বিশ্লেষন করুন যাতে লস না হয়ে বাজারকে হারিয়ে লাভ করতে পারেন। তাহলে নতুনদের নজ্য ফরেক্স কঠিন নয় বরং সহজ মনে হবে।
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়,ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন,উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন,ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়,বিক্রয় করতে পারেন,
ফরেক্স মার্কেটে অনেক নতুন ফরেক্স ট্রেডার আসে আর তাদের জন্য ফরেক্স একটু খারাপ হয় কারন একজন নতুন ফরেক্স ট্রেডার ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা কম থাকার কারনে তারা ফরেক্স মার্কেটে ভালো করতে পারে না তাই আমি বলব একজন নতুন ফরেক্স ট্রেডার ভালো করে জেনে তারপর তার ফরেক্স মার্কেটে আসা উচিৎ।
নতুন যারা তাদের প্রথমেই বলব আগে মার্কেট কন্ডিশন ভালভাবে বোঝেন, ফরেক্সের উপর পড়াশুনা করেন । তারপর ফরেক্স ট্রেডিং শুরু করেন ডেমোতে । ডেমোতে প্রাকটিস করার পর যদি কনফিডেন্ট হল তারপর লাইভ করেন ।
নতুন অবস্থায় ফরেক্স মার্কেট সবার কাছে একটু কঠিন বলে মনে হয় কারণ সে সময় কেউই ফরেক্স মার্কেট সম্পর্কে জেনে উঠে পারে না তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় নুতুন অবস্থায় ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে তেমন কোন লাভ আসে না লসের পরিমান তায় একটু বেশি হই বলে আমার মনে হয়।তাই নতুনদের উচিত একটু কষট করে টীকে থাকা।
নতুনদের আগে জানতে হবে ফরেক্স কি? ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম । এর মাধ্যমে যেকোন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা যায় । ফরেক্স মার্কেট সপ্তাহে ২ দিন বন্ধ থাকে , শনি ও রবিবার । বাকি সব কয়দিন ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে । বর্তমানে এখন ফরেক্স এ নতুনদের আগমন বেশি হচ্ছে । নতুদদের জন্য ফরেক্স প্রথমে একটু কস্টের হলেও আস্তে আস্তে পরে তা সহজ হবে । আমি মনেকরি নতুদদের ফরেক্স এ আসার আগে সব কিছু জেনে শুনে তারপর আশা উচিত ।
নতুন দের জন্য ফরেক্স একটি চেলেন্জ সরুপ। যারা নতুন তার প্রথেমেই অনেক ভুল করে। অনেক প্রশ্ন তারা উত্তর করতে পারে না। অনেক প্রশ্ন তারা বুঝতে পারে না। ইত্যাদি। তাই নতুনরা ফরেক্স এর কাজ ভালো ভাবে করত হলে ডেমো প্রাক্টিজ করতে হবে। তাহলে নতুন রা আস্তে আস্তে ভালো ফল করতে পারবে।