-
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে হয় আর এটা সম্পূর্ণ আম্নার উপর নির্ভর করে যে আপনি কোন ব্রোকারের মাধ্যমে ফরেক্স মার্কেট ডিপোজিট করবেন এছাড়া ততে আমার মনে হয় ডিপোজিট করার জন্য ইন্সতা ব্রোকার সব থেকে ভালো
-
ডিপোজিট করার জন্য অনেক মাধ্যম আছে যেগুলার দ্বারাতে আপনি ডিপোজিট করতে পারেন এখন কথা হচ্ছে আপনার ব্রোকার কোন মাধ্যম সাপোর্ট করে তার উপর ডিপেন্ড করে আপনাকে একাউন্ট খুলতে হবে। কোন কোন ব্রোকার সব পেমেন্ট মেথড সাপোর্ট করে না আর আমার কাছে নিটেলার এর সুবিধা ভাল লাগে তাই আমি নিটেলার দিয়ে ডিপোজিট করি। তবে অনেকের কাছে মানি ব্রোকারস, স্ক্রিল, পেপাল দিয়ে ডিপোজিট করতে ভাল লাগে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কোন মেথড সবচেয়ে বেশি সিকিউর সেটাতে একাউন্ট খোলাই বেটার বলে আমি মনে করি।
-
আমার মতে মানিবুকার্স বা স্ক্রিল আর নেটেলার সবচেয়ে ভাল। আর অনেক ব্রোকার মানিবুকার্স এর ডিপোজিট বোনাস দিয়ে থাকে। তবে টাকা উঠানোর ক্ষেত্রে নেটেলার সবচেয়ে ভাল। আপনি আপনার মাস্টার কার্ডটি দিয়ে সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। মানিবুকার্স এর খরচ অবশ্য অনেক কম।
-
প্রায় সব ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। লিবার্টি রিসার্ভ সবচেয়ে ভাল।
-
ডিপোজিট করার জন্য আমার মতে নেটলার হল সব চাইতে ভাল প্রসেস । কারন এটা আমাদের আনেক রকমের সুবিধা প্রদান করে । যেমন ইনস্ট্যান্ট টাকা বের করা যায় যেকোন সময় যেকোন জায়গায় । আবার ব্রোকারে ডিপোসিট করতে গেলেও বেশি ঝামেলা করতে হয়না, স্ক্রিল এর মত।আর মাস্টার কার্ড হলে অনেক ভাল হয় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আসলে ইনভেস্ট করা লাগে ইনভেস্ট ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় না কারন ব্যবসা করতে গেলে যেমন ইনভেস্ট করতে হয় ঠিক অন্ন ব্যবসার মত তাই ইনভেস্ট করা জায় অনেক ভাবে কারন ইনভেস্ট করতেও গেলে নেটেলার দিয়ে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে হয় ।
-
আমি আপনার সাথে একমত তবে লিবার্টি পাশাপশি মানি বুকারস বা নেটেলার অনেক ভালো । এক এক ব্রোকার এক কএ ধরনের পলিসি ব্যবহার করে, তাই সব ট্রান্সফার মেথড সব ব্রোকার সাপোর্ট না ও করতে পারে। এক্ষেত্রে আমার দেশে কোন মেথড এ টাকা আনা সম্ভব ও খরচ কম তা বিবেচনায় নিতে হবে। তাই এ ব্যাপারে ভাল একজন ফরেক্সার এর কা ছথেকে পরামর্শ নিন।
-
ফরেক্স এ ডিপোজিত করার জন্য কি আবার বিভিন্ন সমস্যা ভোগ করতে হয়,আমি কিন্তু এই সমস্যা গুলোর সম্বন্দে ভাল জানা নেই তব্র এখন মোটামুটি জানতে পারলাম।তবে অনেকে অনেক রকম কথা বলছে ,আমার প্রশ্ন হচ্ছে আমি যদি পেওনার বা স্ক্রিল এর মাধ্যমে একাউন্টতে ইনভেস্ত করি তাহলে কি কোন সমস্যা হবে।
-
আসলে এই ব্যাপারতা যার কাছে যেটা শুবিধার মনে হই ।। আপনি লিবার্টি রিজার্ভ ব্যবহার করেন তাই আপনার লিবার্টি রিজার্ভ ভালো লাগে ।। আমি মানি বুকারস বা স্ক্রিল ব্যবহার করি তাই আমার কাছে মানিবুকারস বা স্ক্রিল ভালো লাগে , আরেকজন নেটে লার ব্যবহার করে তাই তার কাছে নেটেলার শুবিঢার মনে হই ।। নেতেলার বা মানিবুকারস , স্ক্রিল , পাজা , পেপাল এগুলা সবটাই ভালো যে যেটা ব্যবহার করেমজা পান ।।
-
আমার মতে স্কিল/মানিবুকার্সের এবং নিটেলারের মাধ্যমেই ডিপোজিট করা সবচেয়ে ভাল কারন এই দুটি অনলাইন প্রেমেন্ট মেথড খুবই জনপ্রিয় এবং নিরাপদ তাছাড়া এখান থেকে আপনি খুবই অল্প সময়ের মধ্যে অাপনার ফরেক্স অ্যাকাউন্টে কোন ঝামেলা ছাড়াই ডিপোজিট করতে পারছেন।ধন্যবাদ