-
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এবং উন্নয়ন শিল দেশ। এখানে প্রচুর জনসংখা থাকার কারেনে করমসংস্থান সেই পরিমান নেই। তাই আমাদের দেশে অনেকে এই ফরেকসে ট্রেড করে অনেকের কর্মসংু্থান সৃষ্টি হয়েছে। ব্্যবকার সমস্যা দুর হয়েছে। এবং যারা গরিব তারা ফোরামে ট্রেড করে কিছু ডলার ইনকাম করতে পারে।
-
ফরেক্স একটা আনপ্রেডিকটেবল বিজনেস হওয়ার কারনে ফরেক্স সম্পর্কেকতটা এগিয়েছি আমরা বা ভবিষ্যতে কত দ্রুত আগাতে পারবো তা নির্দিষ্ট করে বলা সম্ভব না।কেননা ফরেক্সে সত্যিকারে ভালো করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে।আর সমগ্র বাংলাদেশে এমন পরিশ্রমি এবং অভিজ্ঞ ট্রেডারদের সংখ্যা নগন্য।তবে যাইহোক ফরেক্সে আগের চাইতে দিনদিনই সফলতা এবং আগ্রহ উভয়ই বাড়ছে।
-
বর্তমান এই প্রযুক্তি ও ইন্টারনেটের যুগে খুবি ভাল জ্ঞ্যান থাকলে ফরেক্স করতে পারবেন | আমি মনে করি ফরেক্স বাংলাদেশের জন্য বেকারতব সমাধানের একটি উত্তম মাধ্যম| ফরেক্স থেকে অনেক মানুষ পরিবারের খরহ যোগাছে| তাই আমি মাকে করি ফরেক্স আমাদের দেশের জন্য আশিবাদ শরুপ।
-
উত্তরটা ভিন্ন ভাবে দেই, উন্নত দেশ গুলোর মত এখন আমাদের দেশেউ অনেক সু্যোগ আস্তেছে যেখান থেকে ভাল কিছু করা সম্ভব আর ফরেক্স হচ্ছে তারই মত একটা স্টং প্লাটফরম যেখান্ থেকে ভাল কিছু আসলেই সম্ভব।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। বাংলাদেশে ফরেক্স অপরিসীম ভুমিকা রাখতে পারে। বাংলাদেশে যেহেতু বেকার মানুষ বেশি তাই তারা ফরেক্স এ যোগদান করতে পারে এবং ফরেক্স থেকে আয় করে বেকার সমস্যা সমাধান এর মাধ্যমে দেশে অর্থনীতিতে ভালো অবদান রাখতে পারে। ফরেক্স বাংলাদেশেকে অনেক উন্নতি করাতে পারে। তবে অভিজ্ঞতা বাদে সবাই যদি এই ব্যবসায়ে ঢোকে তবে আমাদের দেশের অর্থের মান কমবে এবং দেশের অর্থনীতির প্রচুর ক্ষতি হবে।
-
এই টা এমন একটা কাজ যা ঠিক ভাবে করতে পারলে নিজের জন্য নাহ দেশের জন্য ও মঙগল
-
আমার পরিবারের আমি একাই ফরেক্স মার্কেটে ব্যবসা করি। আমার পরিবারের আর কেউ ফরেক্স মার্কেটে ব্যবসা করে না। ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং অনেক পরিশ্রম ও ধৈর্য নিয়ে এই ব্যবসা করতে হয়। এবং অনেক সময় ব্যয় করতে হবে ফরেক্স মার্কেটে ট্রেডার হতে হলে । আমি ফরেক্স মার্কেটের ব্যবসায় সফল হলে আমার পরিবার এই ব্যবসা করতে আগ্রহী হবে।
-
বাংলাদেশে ফরেক্স অবদান রাখতে পারবে। কারন এখাতে যে কেউ পর্যাপ্ত সময় দিলে তার পক্ষে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব। এখানে ধনী-গরীব বলে কোন কথা নায়।
-
ফরেক্সের মাধ্যমে এখন অনেকেই বেশ ভাল আয় করছে । ধীরে ধীরে যখন প্রসার হবে ফরেক্সের। তৈরী হবে দক্ষ ট্রেডার । উপকৃত হবে নতুনরা । এভাবেই এগিয়ে যাবে দেশ।
-
ফরেক্স মার্কেটে এসে কখন বেশি আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। অতি আত্মবিশ্বাসী ফরেক্স মার্কেটে বিপদের কারন অতি আত্মবিশ্বাসী হলে ফরেক্স মার্কেটে অনেক লস হতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মার্কেট আনালাসিস করে ট্রেড করতে হবে। আবেগের বশীভূত হয়ে কোন সিধান্ত নেয়া যাবে না । ফরেক্স মার্কেট সবসময় উথা-নামা করতে থাকে এজন্য আমাদেরকে মার্কেট আনালাসিস করে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে । সর্বোপরি আমদেরকে লোভ সামলাতে হবে। আমি এগুলো মেনে ট্রেড করি।