-
সেটি নির্ভর করবে তারা ফরেক্সে কতটা দক্ষতা অর্জন করেছে এবং তাদের ডিপোজিটের উপর।যদি সে ফরেক্সে মোটামোটি ভাবে ভাল দক্ষতা অর্জন করে তাহলে প্রতি মাস শেষে সে অবশ্যই প্রফিট করবে। নতুন হিসেবে যেকোনো একটা বিষয় ই আমাদের কাছে অনেক কঠিন রূপে দেখা দিতে পারে। তাই আগে এর বিষের অপর আরো ভাল করে জানা। যেহেতু নতুন রা অনেক কিছুই জানে না। তাদের জন্ন্য দিনে ৯০-১০০ পিপ ই যথেষ্ট।
-
এর কোণ সঠিক হিসাব নেই,আপনার লট সাইজের উপর নির্ভর করবে আপনি কত পিপ লাভ করবেন তবে নতুন রা যেহেতু ট্রেড করা শুরু করছে কেবল তাদের প্রথমে ছোট লট দিয়েই শুরু করা উচিত।এতে লাভ কম হলেও একাউন্ট খালি হবে না।
-
নতুন অবস্থায় যত কম টার্গেট রাখা যায় ততই ভাল । কারন টার্গেট যত কম রিস্ক তত কম হবে । একেবারে ছোট লট সাইজ থেকেই শুরু করা যেতে পারে । মাসে ১০০ থেকে ১৫০ পিপই নতুন অবস্থায় যথেস্ট । তবে এটা নির্ভর করে ডিপোজিটের উপর ।
-
নতুনদের উচিত ডেমো প্রাকটিস করা। রিয়েল ট্রেডের প্রতি দৃষ্টি না দেওয়াই ভাল। যারা নতুন তাদের উচিত কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা। এই ৬ মাসে যদি তাদের উন্নতি হয় তাহলে রিয়েল ট্রেডে আসা আর তা না হলে ডেমো ট্রেড চালিয়ে যাওয়া। যতক্ষন না ডেমো ট্রেডে সফলতা আসে ততক্ষনে রিয়েল ট্রেড না করাই ভাল। যদি আপনি ডেমোতে সফল না হয়ে রিয়েল ট্রেড এ আসেন তাহলে আপনি লস ছাড়া লাভের আশা করতে পারেন না। আপনি ডেমোতে সফল হলে রিয়েলে আসুন। আর তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কত পিপ লাখ করতে হবে।
-
ফরেক্স মার্কেটে জারা নতুন আসে তারা ফরেক্স মার্কেট থেকে বেশি লাভ করতে পারে না কারন ফরেক্স সম্পর্কে তাদের অভিজ্ঞতা কম থাকে তাই ফরেক্স মার্কেট থেকে বেশি লাভ করা জায় না তবে ভালো করে যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে আসে তাহলে মাসে ১০০ পিপ এর মত লাভ করতে পারে ।
-
নতুন রা ফরেক্স থেকে কত পিপ্স লাভ করতে পারে তা কোন নিদিস্ট নেই।আমার জানা মতে যে বেশি পোস্ট করতে পারে সে বেশি পিপ্স লাভ করতে পারবে।একজন নিউ ট্রেডার যদি সারা দিন ১০০০ পোস্ট করে তাহলে সে ২০০ডলার আয় করবে।সেজন্ন্য আমি বলতে চাই যে নতুন রা কত পিপ্স লাভ করবে তা কোন নিদিস্ট নেই।যদি ভুল হয়ে থাকে একটু শংশোধন করবেন।
-
নতুনরা সাধারনত একমাসে ৩০ থেকে ৩০০ পিপ্স লাভ করতে পারে কিন্তু এটা নির্ভর করে আপনি কতটা দক্ষ তার উপর,কারন দক্ষতা ছাড়া নতুন পুরাতন বলে কিছু নেই সবাই লস খাবে।এটাই সত্য।আপনি যদি দক্ষ হন মাসে আপনি কয়েক লক্ষ টাকা বা এর বেশিও উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং কেৌশল ভাল করে জানা থাকলে আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারা মাসে ট্রেডিং কেৌশল অনুসরন করে ২০০ থেকে ৩০০ পিপস ধরতে পারবে খুব সহজেই।
-
ফরেক্স মাকেট হতে নতুন অবস্হায় লাভ করা খুবই কঠিন একটি কাজ।তবে নতুন অবস্হায় আপনি একমাসে কত লাভ করতে পারবেন তাহা আপনার নিজের অভিঞতার উপর।তবে আপনি যদি লোভ না করে ঠান্ডা মাথায় ট্রেড করেন তাহলে মাসে ২০-৫০ পিপস লাভ করতে পারবেন।ধন্যবাদ
-
ফরেক্সে লাভ করার বিষয় সম্পূর্ন অপনের উপর নির্ভর করবে।অাপনের ট্রেডিং কৌশলের পির্পস লাভ করা নির্ভর করবে।প্রথম অভস্থায় পির্পসের দিকে লক্ষ না করে, অামি কতটুকু দক্ষতা অর্জন করতেন পারলাম