আমার মনে হয় লোভ আর অদক্ষতা এই মাকের্টে লসের কারন।
Printable View
আমার মনে হয় লোভ আর অদক্ষতা এই মাকের্টে লসের কারন।
ফরেক্স এ লসের অনেক কারন আছে, যেমন যদি আপনি ফরেক্স সম্পর্কে না যেনেই রিয়াল ট্রেড করা শুরু করেন, তবে সব কিছু ভাল ভাবে সেখার পরেও লস হতে পারে, এজন্য আপনাকে, অবশ্যই আপনার লোভ টাকে বেধে রাখতে হবে যাতে বেশি লোভ করে লস না করেন
ফরেক্সে লস করার সবচেয়ে বড় বা প্রধান কারন হলো না জেনে না বুঝে বা অভিজ্ঞ না হয়ে এই ব্যবসা করতে চলে আসা।
ফরেক্স মার্কেটে লসের কারন ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা অরজন না করা ফরেক্স সম্পরকে ভাল কন কিছু না জেনে ফরেক্স ট্রেড করা ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নেয়ার আগে অনেক কিছু দেখে সুনে ট্রেড এন্ট্রি নিতে হুয় সেগুল না করে এন্ট্রি নেয়া।
ফরেক্স বাবসায় লসের সব ছেয়ে বড় কারন হল লোভ করা। যদি কেউ লোভ করে তাহলে এই বাবসা থেকে কখন টাকা আয় করতে পারবে না। আমাদের উচিত সব সময় এই বাবসা কে সিরিয়াস্লি নেয়া থাওলে আমরা অনেক দূর জেতে পারব। আবেগ এবং বেসি বেসি ভলিউম এই বাবসায় লসের প্রধান কারন।
লস হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমন : ট্রেডিং এ অদক্ষতা, মানি ম্যানেজমেন্টের অভাব, না বুঝে অন্যের মতামতের উপর ভিত্তি করে অর্ডার দেওয়া। এছাড়াও আরেকটি বিশেষ কারণ আছে, সেটি হল অতিরিক্ত লেভারেজ নেওয়া। স্বল্প ইনভেস্টমেন্ট দিয়ে অধিক লেভারেজ নিলে যদি মার্কেট আপনার বিপক্ষে যায় তবেই একাউন্ট জিরো হয়ে যায়। তাই এসব লক্ষ্য রেখে ট্রেড করুন।
ফরেক্সের কাজ করিতে হলে অনেক অভিজ্ঞতা অর্জন করিতে হয়। অভিজ্ঞতা অর্জন করিতে না পারিলে ফরেক্স লস হয়ে থাকে। এটি একটি উন্নতম ব্যবসা। এতে অনেক আয় করা সম্ভব। সুতরায় আয় ও লাভ করিতে হইলে আগে ফরেক্সের কাজ বুঝিতে হইবে এবং পরে জেনে শুনে ফরেক্সের কজি করিতে হইবে। একত লঅসের সম্ভাবনা কম থাকে।
ফরেক্স মাক্রকেটে ট্রেড করতে গেলে লস হতে পারে তবে যেকোনো ভুলের কারনে লস হয় বা ফরেক্স অভিজ্ঞতাড় ওভাবে ফোড়েক্স তড়েদে লোশ হোট্বে পারে ফরেক্স সম্পর্কে ভাল ট্রেডিং প্লান না থাকলে লস হতে পারে ।
আমার মতে ট্রেডার রা লস করে দক্ষতার অভাবে। ট্রেড করার আগে ফরেক্স এর ট্রেদ শোপোড়কে ভালোভাবে জ়ানা। ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে লভ সাম্লাতে হবে। ধয্যশীল হতে হবে। আর নিয়মিত নিউজ দেখতে হবে। আর নিউজ অনুচায়ী ট্রেদ করতে হবে। তারপর আপনি ট্রেড লাভ করবেন। লস করবেন না।
ফরেক্স মার্কেটে লসের একটা বড় কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমদের অজ্ঞতা এছাড়া ফরেক্স মার্কেট খুব ভালো করে এনলাইসিস না করতে পারা এছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজের উপর কন্ট্রোল না রাখা এছাড়া ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ হল লোভ এই লভের কারনেই আমরা ফরেক্স মার্কেটে লস করে থাকি