-
আমরা যারা ফরেক্স এ ট্রেড করি তাদের লাইফ স্টাইল অন্নদের চেয়ে একটু আলাদা হওয়ার সম্ভবনা বেশি। কারন অনেক সময় ফরেক্স ট্রেডার দের রাত ও জাগতে হয় । রাত জেগে অপেক্ষা করতে হয় অর্ডার প্লেস করার বিশেষ মুহুরত টির জন্য । যা অন্যান্য প্রফেশন এর ক্ষেত্রে ঘটেনা বললেই চলে। তাই ফরেক্স ট্রেডার দের লাইফ স্টাইল অনন্যাদের তুলনায় একটু আলাদা।
-
আমরা যদি কোন ট্রেড করার পর সেটাতে লস করি তাহলে সেই লস পুরন করার জন্য এলোপাথারি ট্রেড করতে থাকি যা ফরেক্স এর ভাষায় রিভেঞ্জ ট্রেড নামে পরিচিত । আমাদেরকে রিভেঞ্জ ট্রেড থেকে আমাদের বিরত থাকতে হবে তানাহলে আমাদের লস তো পুরন হবেই না বরং আরও লস বাড়তে থাকবে এবং একসময় আমাদের একাউন্ট জিরো হবার উপক্রম হবে তাই কোন ট্রেড এ লস হলে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে । খুব স্বাভাবিক ভাবেই লস মেনে নিতে হবে । লাভ লস নিয়েই তো ব্যাবসা তাই না ?
-
ফরেক্স এক্তা বিজনেস আর বিজনেস এ লাভ লস ২ টাই হতে পারে , সব সময় যে লাভ হবে তা না তবে অনেক সময় লস হতে পারে টাই লস হলে ইমোশনাল না হয়ে নিজেকে কন্ট্রোল করতে হয় তারপর আবার ট্রেড সুরু করতে হবে মনে রাখবেন লস না করলে কখনও বিজনেস এ ভাল কিছু করতে পারবেন না
-
ফরেক্স ট্রেড করে আমি লস করলে আমার মন্টা খুভ খারাপ হয়ে জায় তখন আর ফরেক্স ট্রেড করতে ভাল লাগে ফরেক্স ট্রেড আকবর লস করলে দেখা জায় যে বার বার লস হয় কারন মন খারাপ হয়ে গেলে আর ভাল করে ট্রেড করা জায় না আর বার বার লস করতে হয় তাই লস করার পর মনে হয় আর কোন দিন ফরেক্স করবো না ।
-
ফরেক্স এ যখন আমি লস করি তখন আমার কাছে খুব কারাপ লাগে কিন্তু ফরেক্স এ একটা কথা আছে , ইমোশনাল হলে ফরেক্স করা যায় না তাই আমি আমার ইমোশনাল কে দূর করে কি জন্য লস হোল তাই খুজে বের করার চেষ্টা করি আর তারপর আবার ফরেক্স এ পুরান কথা ভুলে গুয়ে আমার ট্রেড সুরু করি
-
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবেই আবার লাভ ও হবে। লাভ লস মিলিয়েই ব্যবসা । সব সময় যদি শুধু লাভ হত তাহলে ফরেক্স মার্কেটকে কেউ ভালোবাসতো না । এটা হয়ে যেত জোয়ারি খেলা। ট্রেডার হিসাবে আপনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে । আপনি ফরেক্স ট্রেড করার সময় যখন লসে পরে যাবেন তখন আপনার মাথা স্বাভাবিক ভাবেই খারাপ হয়ে যাবে। সেই সময় আপনি দৈর্য্য ধরে আপনাকে ট্রেড করে যাইতে হবে । এতে হয়তো আপনার লসের পরিমাণ কমে যাইবে বলে আমি মনে করি।
-
জি ভাই আপনার সাথে আমিও একমত কারন ফরেক্স ব্যবসায় কম বেশি সবাই লস করে। আর তখন লসরে কারনে মাথা ঠিকথাকেনা তাই বেশি বেশি ট্রেড করে এবং আরো লস করে।এটা কিন্তু ঠিক না ফরেক্স এর ক্ষেএ।আমি মনে করি যখন লস হবে তখন আমাদের ধৈয্য দরতে হবে।আর লস তেকেই আমাদের ভুল গুলো বুঝে নিতে হবে।মাথা ঠান্ডা না রাখলে আপনার লস আরো বেশি হবে।রাগ কখনোই ভালারে দিক নয়।তাই আমি বলব ভুল থেকে শিখুন সব আস্থে আস্থে ঠিক হয়ে যাবে। আপনি লাভের মুখ দেখবেন।ধন্যবাদ
-
ফরেক্সে আমি এর্যন্ত কয়েকবার লস করেছি যখন আমার লস হয় সেই সময় মনের অবস্থা কিছুটা হলেও খারাপ থাকে তবে আমি কখন ভেঙ্গ পরি না আমি সব সময় আমার লসের প্রকৃ€ত কারন খুজে বের করার ব্যাপারে জোর দেই কারন আমি মনে কক€ৃত কারন অনুসন্ধান করে তা থেকে শিক্ষা গ্রহন করা গেলে সেই একই কারনে ভবিষত্বে আর লস হওয়ার কোন ঝুকি বা আশঙ্কা থাকে না।
-
ফরেক্স মারকেটে ব্যবসা করতে গেলে জেকন সময় লস হতে পারে তাই সেই লস করার পর কখনো মন খারাপ করলে হবে না লস করার পর আমি মাথা ঠান্ডা রেখে ভাল করে ট্রেড করি কেন লস হল সেগুল দেখে সুনে বিঝে সুনে আবার ভাল করে ফরেক্স মার্কেটে নতুন করে ট্রেড করি জেন লস না হয় সে দিক খেয়াল রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করি ।
-
ফরেক্স এ যখন লস করি তখন নিজের ওপর অনেক রাগ হয় ,কারন এ জন্য যে আমি কখনও মানি ম্যানেজমেন্ট মেনে চলি না কখনও স্টপ লস বেবহার করিনা , যার কারনে আমি সহযে মার্কেটে লস করে থাকি,কারন ফরেক্স এমন একটা বেবসা যেখানে লোভ সামলানোটা অনেক কষ্টকর ,যেমন কি আপনি মনে করেন আপনি কোন একটা ফেয়ার এ ট্রেড দিলেন পাশাপাশি দেখা গেল অন্য একটা ফেয়ার চোকের পলকে ওততে শুরু করল তখন দেখা যাই আমরা ঐ ফেয়ারে আর একটা ট্রেড দিয়ে ফেলি ,কিন্ত সে ট্রেড টা আমাদের জন্য কতটা বিপদ জনক হতে পারে টা কিন্ত আমরা চিন্তা করিনা যার কারনে আমারা সহজে মার্কেটে লস করে ফেলি এবং মার্কেট আউট হয়ে যায়।