-
[ সুদ নেওয়া যেমন হারাম তেমন দেওয়া হারাম।সুদের হার অনেক প্রভাব ফেলে ফরেক্স মার্কেটে। কারন সুদ যুক্ত একাউন্ট খুললে আপনার প্রতি ট্রেডে একটা ঝুকি থাকবে কারন সুদ যুক্ত ট্রেডে আপনি যদি লাভ করেন তাহলে আপনি অনেক ডলার আয় করতে পারবেন কিন্তু আপনি যদি সুদ যুক্ত ট্রেড করেন আর তারপর যদি লস করেন তাহলে আপনার লসের থেকে ডাবল ডলার নিয়ে যাবে। আর তাছাড়াও ইসলাম সরিয়াত মোতাবেক বলা হয়েছে সুদ খাওয়া হারাম তাই আমি মনে করি সবার উচিত সুদ মুক্ত একাউন্ট করা।সবাই সুদকে না বলি এবং এর থেকে বিরত থাকার চেষ্টা করি।
-
ভাই আমি ফরেক্স ট্রেডিং এ আছি প্রায় আট মাসের মতো তবে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এখনও ফরেক্স এ কোন সুদ নিয়ে কোন একাউন্টে কাজ করিনি ।তবে আমি যে একাউন্টটি চালাচ্ছি সেটি সোয়াপ ফ্রী মানে সুদ ছাড়া একাউন্ট। তবে ভাই আমি মনে করি সুদ নেয়া আর না নেয়া একই । কারন কিছু কিছু পেয়ার যেমন আপনাকে সুদ দিবে আবার কিছু কিছু পেয়ার আপনার কাছ থেকে সুদ কেটে নিবে এটাই হচ্ছে এখানে। তাই আমি মনে করি লোভ করে সুদ নিয়ে পাপের ভাগী হওয়ার কোন মানেই হয় না।
-
ফরেক্স মার্কেট নিয়ে বেশি করে জানতে হবে তাহলে ফরেক্স মার্কেট থেকে অনেক ইনকাম করতে পারবেন তাই আমি আপনাকে বলি ভাল ভাবে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করেন তাহলে ফরেক্স নিউজ দেখে ট্রেডিং করতে পারেন তাহলে অনেক ভাল ভাবে প্রফিট হবে।
-
ইসলাম সরিয়াত মোতাবেক বলা হয়েছে সুদ খাওয়া হারাম। সুদের হার অনেক প্রভাব ফেলে ফরেক্স মার্কেটে। কারন সুদ যুক্ত একাউন্ট খুললে আপনার প্রতি ট্রেডে একটা ঝুকি থাকবে কারন সুদ যুক্ত ট্রেডে আপনি যদি লাভ করেন তাহলে আপনি অনেক ডলার আয় করতে পারবেন কিন্তু আপনি যদি সুদ যুক্ত ট্রেড করেন আর তারপর যদি লস করেন তাহলে আপনার লসের থেকে ডাবল ডলার নিয়ে যাবে। তাই আমি মনে করি সবার উচিত সুদ মুক্ত একাউন্ট করা।
-
সুদের হার ঠিক কি রকম প্রভাব ফেলে তা আমি সঠিকভাবে জানি না । কারণ আমি একজন মুসলিম হিসেবে ব্রোকারে সোয়াপ ফ্রি অর্থ্যাৎ ,ইসলামিক একাউন্ট-এ ট্রেড করি । যেহেতু ফরেক্সে আমি কোন ধরনের সুদ সংক্রান্ত লেনদেন করি না সেহেতেু সুদ সম্পর্কে আমার কোন ধরনের সঠিক ধারণাও নেই । তবে আমি যেটুকু জানি তা হল সুদের হার অনেক বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয় ।
-
হ্যা আপনার ধারনা প্রায় ঠিকই। ফরেক্স মার্কেটে বহুবিধ ফান্ডামেন্টাল নিউজ থাকে। এসব নিউজগুলো মার্কেটে বেশ ইফেক্ট ফেলে। তবে সব নিউজ বড় ধরনের ইফেক্ট ফেলে না। কিছু নিউজ আছে যেগুলো বড় ধরনের প্রভাব ফেলে। যেমন ইন্টারেস্ট রেট বা সুদের হার ফরেক্স মার্কেটে বড় ধরনের প্রভাব ফেলে থাকে।
-
আমানত এবং অন্যান্য বিনিয়োগগুলিতে প্রদত্ত সুদের বাজারের সুদের তারিখ, সরবরাহের ইন্টারঅ্যাকশন এবং অর্থের বাজারে তহবিলের চাহিদা দ্বারা নির্ধারিত সুদ বলে কিছু আছে কিনা তা নির্ধারিত হয়। সুদ বা বৈদেশিক মুদ্রার সত্যই ফরেক্সে আছে কিনা তা আমি জানি না। যদি কেউ জানে তবে আমাকে জানান। আমি জানি যে ফরেক্স ব্যবসায় সম্পর্কে আগ্রহ সম্পর্কে খুব কম জানা আছে। এবং আমি মনে করি যেখানে সুদের গণনা করা হয় সেখানে আগ্রহের প্রশ্নই আসে না। তারপরেও, আমি মনে করি আমাদের বড় ভাইরা হ'ল তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পোস্ট করে আমাদের এটি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ।
-
আমি দেখেছি সুদের হার ফরেক্স মার্কেটে ভাল প্রভাব বিস্তার করে থাকে। যখন সুদের হার কম বা বেশি হয় সেই সময় মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে থাকে। আর সেই কারণে আমি তখন ট্রেডিং বন্ধ রাখি। কারণ ফান্ডামেন্টাল এর বেপারে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই। তবে যারা ভার ফান্ডামেন্টাল এনালাইসিস করে থাকে তারা সেই সময় এই মার্কেট হতে ভাল মুনাফা করতে পারে। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সুদের হারের উপর মার্কেট বেশি মুভমেন্ট করে না সেই হারের সাথে কিছু হিডেন নিউজ থাকে সেগুলো অনেক প্রভাব বিস্তার করে থাকে।
-
বিভিন্ন সময় বিভিন্ন দেশের ব্যাংকের সুদের হার মার্কেট এ যথেষ্ট মুভমেন্ট করিয়ে থাকে। আবার মার্কেট এ ট্রেন্ড ও পরিবর্তন হয়ে থাকে। মার্কেট এর বড় ইভেন্টগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। তা না হলে মার্কেট আমাদের বড় ধরনের লস হতে পারে। আর সব সময় ট্রেন্ড ধরে ট্রেড করাই ভালো।
-
যদিও মুদ্রার ব্যবসায়ের জন্য অ্যাক্সেসযোগ্য এক দুর্দান্ত ব্যবস্থা রয়েছে, কেবলমাত্র কয়েকজন বিবেচনার সিংহভাগ পান এবং তাই সর্বাধিক তরলতার সাথে বিনিময় করেন। "মেজর" হ'ল মার্কিন ডলার জাপানি ইয়েন (ইউএসডি জেপিওয়াই), ইউরো মার্কিন যুক্তরাষ্ট্রে। ডলার (ইইউ মার্কিন ডলার), মার্কিন ডলার সুইস ফ্র্যাঙ্ক (ইউএসডি সিএইচএফ) এবং ব্রিটিশ পাউন্ড ইউএসএস। ডলার (জিবিপি ইউএসডি) কোনও ব্রোকার ফরেক্স জোড়গুলির একটি বিশাল সংকল্পের প্রস্তাব দিতে পারে, তবে সর্বাধিক তাৎপর্যপূর্ণ বিষয় হ'ল তারা সেই জোড় (গুলি) অফার করে যাতে ব্যবসায়ী বা আর্থিক বিশেষজ্ঞ আগ্রহী।