-
অল্পসময়েই ক্লান্ত হয়ে পড়েছেন।আমি দীর্ঘ ৪ বছর যাবত কতো একাউন্ট যে জিরো করেছি আমি নিজেই জানিনা।আমি যদিও মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম।কিন্তু আবার সাহস নিয়ে ফরেক্স মার্কেটে যুদ্ধ শুরু করেছি।ফরেক্স মার্কেট আমাকে যতোবার ছিটকে ফেলতে চেয়েছিলো আমি ততোবার ফরেক্স মার্কেটকে আকরে ধরেছি।কিন্তু নিজেকে পরাজিত হতে দেইনি।আমি আজও চেষ্টা করছি বিজয়ী হওয়ার জন্য।ইনশাআল্লা আমি একদিন জিতবোই।ব্যবসাটি খুব ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং প্রতিটি ব্যবসায়ী তার ক্যারিয়ার শুরু করার সাথে সাথে এখানে লোকসানও পেল তাই আপনি যদি নিজের জ্ঞানের উপর ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নেন এবং ক্ষতি পান তবে আপনার ভুল থেকে শিখতে হবে এবং আপনি যে সিদ্ধান্তটি ভুল করেছেন সে স্থানটি কখনই অনুভব করবেন না । আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ করুন এবং কেবল অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য একটি ভাল ব্যবসায় হতে পারেন।
-
ফরেক্স মার্কেট এ এমন অনেকেই আছে যাদের ব্যালেন্স জিরো হয়ে গেছে। কিছু পেয়ারে মার্কেট এনালাইসিস করেও সঠিক মুভমেন্ট বোঝা যায় না। যেমন; এবছর gbpusd পেয়ার যে এত নিচে নেমে যাবে তা কেউ কল্পনা করতে পারেনি। অনেকে এ পেয়ারে ট্রেড করতে গিয়ে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য করে ফেলেছে। তবে অল্প লসে ট্রেড ক্লোজ করে দিলে একাউন্টটা অন্তত শূন্য হত না। এই ক্ষেত্রে সকলেরই উচিৎ টেক প্রফিট এর পাশাপাশি অবশ্যই স্টপ লস ব্যবহার করা। জীবনে এমন সমস্যা আসবেই। সমস্যাতে পড়লেই মানুষ সেখান থেকে শিক্ষা নেয়।
-
আমি ও দীর্ঘ প্রাই ৫ বছর ধরে ট্রেড করে লস করতে করতে এ পর্যন্ত এসেছি তবে এখনও ট্রেড করলে লস হয়। তবে এর মধ্যে একটি রোবট নিয়ে ঘাটা করে মোটামুটি সফল হয়েছি। কারন আমি সব সময় ট্রেড করতে করতে কিছু ভ‚ল ট্রেড করে ফেলি অতিরিক্তি লাভের আশায় ফলে একাউন্ট শূন্য হয়ে যাই। বলা ভাল যে আমরা প্রফিটের ট্রেডগুলি দ্রæত ক্লোজ করে থাকি আর লসের ট্রেড গুলি অনেক সময় ধরে রেখে একাউন্ট শূন্য করে তাই ক্লোজ হয়ে থাকে। কিন্তু রোবট ঠিক নিয়মে ট্রেড করে থাকে লস হলে লস নিয়ে থাকে প্রফিট যা করার দরকার তাই করে থাকে। তাই রোবট ট্রেড করে আমি মোটামুটি প্রফিট করতে পারছি। তবে ভাল মানের রোবট না হলে আপনি প্রফিট করতে পারবেন না। এবং সেটাকে দীর্ঘদিন ধরে ডেমোতে খাটিয়ে নিয়মিত প্রফিট করতে পারলেই ব্যবহার করা যাবে।
-
আমার মতে ফরেক্সে আমরা নিজেদের ব্যালেন্স জিরো করি আমাদের নিজেদের দোষের কারণে। আমরা যদি যথাযথভাবে ট্রেড করি তাহলে কখনোই সহজে ব্যালেন্স জিরো হবে না এছাড়া যথাযথ মানের ম্যানেজমেন্ট ফলো না করার কারণে মূলত ব্যালেন্স জিরো হওয়ার মূল কারণ তাই আমাদেরকে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে। মূলত আমরা অনেক সময় ফরেক্স এর সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা না নিয়ে সরাসরি ট্রেড করি যার ফলে আমাদের ব্যালেন্স জিরো করি এবং পরবর্তীতে আমরা পুনরায় আবার জ্ঞান লাভ করার মনোযোগী হয়।
-
ফরেক্স হচ্ছে একটি ব্যবসা।এটি অনেক কঠিন কিন্তু লাভজনক একটা ব্যবসা।ফরেক্স যদি সহজ ব্যবসায় হত তাহলে এখানে যে পরিমাণ আয় করা সম্ভব পৃথিবীতে কেউ আর অন্য ব্যবসা করত না।আমাদের প্রধান সমস্যা হয় আমরা প্রফিটের দিকে বেশি ঝুকে যায়।ফরেক্স এ প্রফিট অনেক হবে কিন্তু আগে তো আপনাকে ফরেক্স ভালভাবে শিখতে হবে। বৈদেশিক মুদ্রার ব্যবসাটি খুব ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং প্রতিটি ব্যবসায়ী তার ক্যারিয়ার শুরু করার সাথে সাথে এখানে লোকসানও পেল তাই আপনি যদি নিজের জ্ঞানের উপর ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নেন এবং ক্ষতি পান তবে আপনার ভুল থেকে শিখতে হবে এবং আপনি যে সিদ্ধান্তটি ভুল করেছেন সে স্থানটি কখনই অনুভব করবেন না । আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ করুন এবং কেবল অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য একটি ভাল ব্যবসায় গঠন করা সম্ভব। আমাদের ধৈর্য অনেক কম।আমরা অল্প কিছু শিখলেই ভাবি অনেক কিছু শিখতে পারছি।এখন রিয়্যাল ট্রেড করব।আসলে তেমন ভাবলে হবে না আগে আমাকে আপনাকে ফরেক্স এ দক্ষ হতে হবে।আরে ভাই আপনি কেন বার বার একাউন্ট জিরো করবেন।আগে নিয়মিত ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে। ফরেক্স মার্কেট এ ৯০% জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনাকে আয় করতে হবে। আর একটা কথা যে আপনাকে ধৈর্য্য ধরে এক বার নয় বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং হাল ছেড়ে দেওয়া যাবে না তাহলে আপনি ফরেক্স এ মার্কেট টিকে থাকতে পারবেন না।
-
যেকোনো একটি পেয়ার নিয়ে ভালো করে স্টাডি করুন । যেকোনো একটি পেয়ার এর প্রাইস মুভমেন্ট সম্পর্কে এক্সপার্ট হউন। মাল্টিপল পেয়ারে ট্রেড করতে গেলে অনেক সময় এনালাইসিস ভুল হতে পারে । ট্রেডিং স্ট্রাটেজি তে পরিবর্তন আনুন । যেভাবে এনালাইসিস করেন ভিন্ন কোনো ফর্মুলা এপ্লাই করুন । মার্কেট ট্রেন্ড সম্পর্কে স্ট্রং ধারণা তৈরি করুন । ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখুন । সাপ্লাই ডিমান্ড জোন কিভাবে সনাক্ত করে সেটা শিখুন । ইলিয়ট ওয়েব শিখুন এগুলো এপ্লাই করুন । আশা করি সফল হবেন ।
-
ফরেক্স যদি সহজ ব্যবসায় হত তাহলে এখানে যে পরিমাণ আয় করা সম্ভব পৃথিবীতে কেউ আর অন্য ব্যবসা করত না।আমাদের প্রধান সমস্যা হয় আমরা প্রফিটের দিকে বেশি ঝুকে যায়।ফরেক্স এ প্রফিট অনেক হবে কিন্তু আগে তো আপনাকে ফরেক্স ভালভাবে শিখতে হবে।আমাদের ধৈর্য অনেক কম।আমরা অল্প কিছু শিখলেই ভাবি অনেক কিছু শিখতে পারছি।এখন রিয়্যাল ট্রেড করব।আসলে তেমন ভাবলে হবে না আগে আমাকে আপনাকে ফরেক্স এ দক্ষ হতে হবে।আরে ভাই আপনি কেন বার বার একাউন্ট জিরো করবেন।আগে নিয়মিত ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে।ডেমোতে যত প্র্যাক্টিস করবেন ততই দক্ষ হতে পারবেন।ব্যালেন্স একবার জিরো হলে ব্যালেন্স জিরো কেন হল কি ভুল এগুলো আপনাকে আগে বের করতে হবে।এই ভুলগুলো করা যাবেনা।আপনি বার বার ব্যালেন্স জিরো করলে নিজেকে ট্রেড থেকে সরিয়ে নেন।আরো বেশি প্র্যাক্টিস করেন আর পরিচিত কোন দক্ষ ভাই থাকলে আলোচনা করেন।এভাবে আগে নিজেকে দক্ষ বানিয়ে এরপর ট্রেডে ফিরে আসেন তখন দেখবেন আর আপনাকে ব্যালেন্স জিরো করতে হবেনা প্রফিট করতে পারবেন।
-
আমি বিগত আট মাস যাবত ফরেক্স ট্রেডিং করছি। আট মাসের এই ক্ষুদ্র ট্রেডিং জীবনে আমি মোট তিনবার অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য করে ফেলেছি এবং মোট দুইটি ইন্সটাফরেক্সে একাউন্ট হারিয়ে ফেলেছি। তবুও আমি হাল ছেড়ে দেয়নি। পুনরায় মনোবল বৃদ্ধি করে আবারো শুরু করেছি ট্রেডিং জীবন। ফরেক্সে একদিন সফল হবো এই প্রত্যয়ে বারবার ফরেক্সে ফিরে আসি। মাঝে মাঝে মনে হয় আমার তারা ফরেক্স ট্রেডিং হবে না। কিন্তু যখন আশেপাশের বন্ধুদের ফরেক্স ট্রেডিং করতে দেখি তখন মনে আবারও আশা জাগে। ফরেক্স মার্কেট থেকে কয়েকটা দিন দূরে থাকলেই ফরেক্স কে প্রচন্ডভাবে মিস করতে থাকি। তাই ফরেক্স ছাড়া কিছুই আর ভালো লাগেনা।