-
ভাই ফরেক্স মার্কেটে ট্রেড কিংবা প্রফিট করার জন্য একাধিক পেয়ারের আমার মনে হয় না কোন প্রয়োজন আছে। তাই আপনি যে কোন একটি পেয়ার নিয়ে সেখানেই ট্রেড করে প্রফিট করতে পারবেন। আর তাছাড়া বেশিয়া কোন পেয়ার নিয়ে কাজ করা মানে বেশি পরিশ্রম দেওয়া, যেটা এখানে কোন উপকারে আসবে না। সুতরাং নির্দিষ্ট যে কোন ১ টি পেয়ার উত্তম, প্রফিট করার জন্য বা এখানে ব্যবসা করে টিকে থাকার জন্য।
-
হ্যা আমি আপনার কথার সাথে একমত, ফরেক্স এ ভাল কিছু করতে চাইলে আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় একাধিক পেয়ারে ট্রেড না করে যেকোন একটি বা দুটি পেয়ারে ট্রেডের পরিকল্পনা তৈরি করুন। কারণ এতে করে আপনি অল্প সময় মধ্যে উক্ত পেয়ার সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন। কেননা মাথায় চাপ কম নিয়ে অল্প সময়ের মধ্যে উক্ত পেয়ারগুলো সম্পর্কে দ্রুত জ্ঞান অর্জনে সক্ষম হবেন পাশাপাশি নিউজগুলো সম্পর্কেও ভাল অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন।এতে করে আপনার ট্রেডিং এ মনো নিবেশ বেশ ভাল হবে আয় সেখান থেকে ভাল প্রফিটও করতে পারবেন। আর যদি একাধিক পেয়ার নিয়ে ট্রেড করেন তাহলে আপনি দ্রুত পেয়ারগুলো সম্পর্কে দক্ষ হয়ে উঠতে পারবেন না বরং ট্রেডিং করতে গিয়ে মনো নিবেশ ক্ষুণ্ন করবেন। আর এতে করে প্রফিটের চেয়ে লসটাই বেশি করবেন বলে আমার বিশ্বাস।
-
ফরেক্স মার্কেটে খুব কম সংখ্যক কারেন্সি পেয়ারে এনালাইসিস করে করে ট্রেড করাই উত্তম এবং নিরাপদ৷বিশেষ করে হাতে গোনা কয়েকটি major currency যেমন-EUR/USD,GBP/USD,USD/JPY,AUD/USD, NZD/USD, USD/CAD,USD/CHF- ইত্যাদি'তে নিয়মিত analysis করবেন এবং ট্রেড করবেন৷এসব নির্দিষ্ট কারেন্সিতে যদি আমরা নিয়মিত analysis করি তাহলে অবশ্যই এগুলোর ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো আমাদের ব্রেইনে পরিষ্কারভাবে setting থাকবে এবং সে অনুযায়ী আমরা সহজেই ট্রেডে নিয়মিত এন্ট্রি/ক্লোজ করতে পারবো৷এতে আমাদের তেমন কোনোও কষ্ট করতে হবে না ফলে কমবেশি প্রফিট করতে পারবো৷আমরা প্রায়ই কয়েকদিন পরপর কারেন্সী পেয়ার পরিবর্তন করে থাকি এবং খুব ঘনঘন ট্রেড করতে থাকি৷এতে আমাদের এনালাইসিসগুলো ভুল হয় এবং পাশাপাশি লসের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে৷তাই যত কম পেয়ারে ট্রেড করা যায় আমাদের ট্রেডগুলো ততোই সহজ হবে এবং প্রফিটেবল হবে৷
-
ফরেক্স মার্কেটে সবকিছু প্লানমাফিক করে আগানোর চেষ্টা করতে হবে।বিশেষ করে নির্দিষ্ট কিছু পেয়ারের ট্রেড করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।কেননা দীর্ঘসময় নির্দিষ্ট কিছু পেয়ারের কাজ করলে অনেক ভালো করা সম্ভব হতে পারে। বিশেষ করে মেজর কারেন্সির পেয়ারগুলোতে নিয়মিত ট্রেড করতে পারলে ভালোভাবে প্রফিট করা সম্ভব হবে।
-
আমি প্রায় দুই বছর থেকে জিবিপি- ইউএসডি পেয়ারে ট্রেড করি। কারন এই পেয়ারে আমার সফলতা। যাইহোক নিদ্দিস্ট কিছু পেয়ারে ফরেক্স ট্রেডাররা ট্রেড নেওয়া উচিত। এতে সহজে প্রফিট বের করা যায়। তাই আপনাকে মেজর পেয়ার গুলো বেচে নিতে হবে যেমন eur vs usd,gbp vs usd,cad v susd, nzd vs aud, aud vs usd. এই পেয়ার গুলো স্থিতিশীল।
-
আমার মতে আপনি যদি ফরেক্স মার্কেট হতে ভাল কিছু অর্জন করতে চান তাহলে একাধিক পেয়ারে ট্রেড না করে অল্প কিছু সংখ্য পেয়ারে ট্রেড করতে পারেন। তাছাড়া বেশি পেয়ারে ট্রেড করতে গেলে আপনি সঠিকভাবে ফরেক্স মার্কেটে মনোনিবেশ করতে পারবেন না, তাই অল্প সংখ্যাক পেয়ারে ট্রেড করার পরিকল্পনা গ্রহণ করুন এবং উক্ত পেয়ারগুলোর উপর নিউজগুলো সঠিকভাবে পড়ে বুঝার চেষ্টা করুন তাহলেই সবচেয়ে ভাল প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ভাল করতে হল বা ফরেক্স মার্কেটে প্রফিট করতে হলে বা ফরেক্স মার্কেটে সফল করতে হলে নির্দিষ্ট কিছু পেয়ার বেছে নেয়া উচিৎ বা নির্দিষ্ট পেয়ারে থাকা উচিৎ বা নির্দিষ্ট কিছু পেয়ার বেছে নিয়ে সেই পেয়ারে শুধু মাত্র ফরেক্স ট্রেড করা উচিৎ তাহলে সেই পেয়ার গুল সম্পরকে ভাল অভিজ্ঞতা অর্জন করা জায় বা সেই পেয়ার গুল সম্পরক অভিজ্ঞতা থাকে জেতে করে প্রফিট করা জায় ভাল ।
-
আমরা জানি ফরেক্স মার্কেট এ অনেক পেয়ার আছে সবগুলোতে আমার ট্রেড করতে পারি না। তবে সাধারনত অামরা ৮/১০ টা পেয়ারে ট্রেড করে থাকি। তবে আমার মনে হয় যদি ভাল ট্রেডার হওয়ার চিন্তা থাকে তাহলে ২/৩টি পেয়ারে ট্রেড করা ভাল। কারন প্রতিটি পেয়ারের মুভমেন্ট ফলো করতে হয় যা কিনা সময়ে সাথে পরিবর্তন হয়। তাই আমাদের বেশী পরিমানে পেয়ার না নিয়ে কম পেয়ার বেশী পরিমানে এনালাইসিস করার চেষ্টা করতে হবে তাহলে অভিজ্ঞতা অর্জন করতে পারবো।
-
আসলে ফরেক্স মার্কেটে মুনাফা করতে নির্দিষ্ট কোন পেয়ার নেই। আপনি যে পেয়ারটি নির্বাচন করবেন সেই পেয়ার থেকে আপনি মুনাফা করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকে তাহলে কোন পেয়ারই আপনাকে ভাল মুনাফা দিতে পারবে না। আর আপনি যদি জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া কোন ট্রেড করে থাকেন তাহলে আপনি বেশিদিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না।
-
ফরেক্স এমন একটি ট্রেডমার্কেট যেখানে বিশ্বের প্রত্যেকটি দেশের কারেন্সিতে ট্রেড করা যায়।প্রতিনিয়ত এই প্রত্যেকটি কারেন্সির মান কম বেশি ওঠা-নামা করে থাকে।তাই আমি মনে করি ফরেক্স থেকে নিয়মিত প্রফিট অর্জন করতে হলে নির্দিষ্ট কিছু কারেন্সিতে ট্রেড করা উচিত।কারণ একাধিক কারেন্সিতে ট্রেড করলে মাথা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কেননা একাধিক কারেন্সিতে ট্রেড করলে প্রত্যেকটি কারেন্সী উপর ভালো করে এনালাইসিস করতে হয় এতে একজন ট্রেডারের উপর বেশি চাপ পড়ে যেতে পারে।