-
ফরেক্স মার্কেটে বহু পেয়ার রয়েছে কিন্তু আমাদের উচিত বহু পেয়ারে ট্রেড করে ঘেটে না দেখে নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করে যাওয়া।কেননা বহু পেয়ারে ট্রেড করতে গেলে ব্যাপক অ্যানালাইসিস করা একজন মানুষের পক্ষে সম্ভব না।কিন্তু নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করলে সবকিছুই সঠিকভাবে করা সম্ভব হবে।তবে মনে রাখতে হবে এনালাইসিসভিত্তিক ট্রেড করতে হবে । ইচ্ছামত করলে লসের সম্ভাবনা আছে ।
-
না ভাই এক সাথে সব পেয়ারে ট্রেড করা কখনো ঠিক হবে না।কেমনা একসাথে সব পেয়ারের এনালাইসিস করা যায় না।ট্রেড করতে হলে আপনাকে কিছু পেয়ার নির্দিষ্ট করতে হবে এবং ঐ পেয়ার গুলো এনালাইসিস করে ট্রেড করতে হবে।
-
কিছু পেয়ার আছে যেখানে আমরা সব সময় ট্রেড করতে পারি । কিছু পেয়ার নিদ্দিষ্ট করা থাকলে আমরা সবসময় সেই পেয়ার গুলো নিয়ে ব্যাস্ত থাকব । যার ফলে পেয়ারগুলোর আচরণ কোন অবস্থায় কি রকম হয় সে সম্বন্ধে অামাদের মাঝে দক্ষতা চলে আসবে যা পরবর্তী আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে প্রচুর উপকারী হবে । আপনার আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পেয়ার নিয়ে কাজ করবেন। নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে কাজ করলে ট্রেড এ সুবিধা হয়। এতে মার্কেট আনালাইসিস করতেও সুবিধা হয়। যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করা না যায় তবে সব পরিশ্রম বৃথা হতে পারে।
-
নির্দিস্ট কিছু পেয়ার বেছে নিন এবং ওই পেয়ারগুলোর সাথে ভালো সম্পর্ক গরে তুলুন তাহলেই আপনি ফরেক্সে সফলতা পাবেন
-
ফরেক্স মার্কেটে একাধিক পেয়ার থাকলেও একাধিক পেয়ারে ট্রেড করা মোটেও ঠিক হবে না। আপনার উচিত খুব জনপ্রিয় কয়েকটা পেয়ারে এনালাইসিস করে ট্রেড করা। সব গুলো পেয়ারে ট্রেড করতে গেলে এনালাইসিস করে সময় পাবেন না। যার ফলে আপনার ট্রেডটি লসের লিস্টে চলে যাবে। আমি সাধারণত ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেওয়াইপি, গোল্ড, রৌপ্য পেয়ারে ট্রেড করে থাকি।
-
ফরেক্সে অনেকগুলো পেয়ার আছে যেখানে আমরা ট্রেডিং করে থাকি । ফরেক্সে ট্রেডিং করে সফল হতে চাইলে আমাদেরকে খাপছাড়া ট্রেডিং করা বন্ধ করতে হবে । আমাদেরকে অবশ্যই অবশ্যই ট্রেড করতে হবে খুব ধৈর্য্যর সাথে, যার ফলে আপনার ট্রেডটি লসের লিস্টে চলে যাবে। আমি সাধারণত ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেওয়াইপি, গোল্ড, রৌপ্য পেয়ারে ট্রেড করে থাকি।
-
ভাই আসলে কোন টা পেয়ার কোন টা পিপ্স সেটা চিনতে আমাদের কি রকম সময় বা প্রাকটিস দরকার এবং কিভাবে আমরা খুব শিগগিরই এগুলো চিনতে পারবো। এ ব্যাপারে একটু সাজেশন দিবেন।
-
ফরেক্স মার্কেটে সব পেয়ার কি কি কেতা জন্য নাকি ফরেক্স মার্কেট হলো অনেক বড় একটি মার্কেট যেখানে 200 অথবা 400 কেতা সব সময় ফরেক্স এর কাজ করে এবং মার্কেটে সকল বিষয় ট্রেডিং এর কাজগুলো তাদের মাধ্যমে হয়ে থাকে তাই তারা বিভিন্ন শতাংশ হিসেবে শেয়ার মার্কেট এর কাজগুলো লিপ্ত থাকে এবং ট্রেডিং করে তা থেকে নিজেদের প্রতিষ্ঠিত করার চিন্তাভাবনা এবং লাভ নেয়ার চিন্তা পাবনা থাকে এবং করে।
-
ফরেক্স মার্কেটে বহু পেয়ার রয়েছে কিন্তু আমাদের উচিত বহু পেয়ারে ট্রেড করে ঘেটে না দেখে নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করে যাওয়া।কেননা বহু পেয়ারে ট্রেড করতে গেলে ব্যাপক অ্যানালাইসিস করা একজন মানুষের পক্ষে সম্ভব না।কিন্তু নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করলে সবকিছুই সঠিকভাবে করা সম্ভব হবে এবং সফলতা পাওয়া সহজ হবে।
-
আসলে আমরা সকলেই জানি যে, ফরেক্স মার্কেটে অসংখ্য পেয়ার রয়েছে। একজনের পক্ষে কখনোই সব পেয়ারে ট্রেড করা সম্ভব নয়। তাছাড়া সব পেয়ারই সিকুয়েন্স অনুযায়ী আচরন করে না। ফলে সব পেয়ারে ট্রেড করতে গেলে গোজামিল হয়ে যেতে পারে এবং বড়সড় লস হয়ে যেতে পারে। আমার মতে কয়েকটি পেয়ার নির্দিষ্ট করে নিয়ে সেগুলোতে ট্রেড করা উচিৎ। এতে দক্ষতাও বৃদ্ধি পাবে। এতে করে ফরেক্স মার্কেটে খুব সহজেই নিজের প্লাটফর্ম তৈরী করা সম্ভব।