ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার না হলে ফরেক্স মার্কেট তাকে শেস করে দিবে তাই একজন ভাল ট্রেডার না হলে ট্রেড করলে তার বার বার লস হয় সে কোন ট্রেড ওপেন করলে তার প্রত্যেক ট্রেড লস হয় সে ট্রেড ভাল বঝে না।
Printable View
ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার না হলে ফরেক্স মার্কেট তাকে শেস করে দিবে তাই একজন ভাল ট্রেডার না হলে ট্রেড করলে তার বার বার লস হয় সে কোন ট্রেড ওপেন করলে তার প্রত্যেক ট্রেড লস হয় সে ট্রেড ভাল বঝে না।
ভাল ট্রেডার না হাওয়ার লক্ষনঃ
ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করা
ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন না করা
মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না করা
লোভে পড়ে ট্রেড করা
ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর করা
অনেক ভাল কিছু পয়েন্ট উল্লেখ করেছেন আসলে আমরা সবাই জানি কিভাবে ভাল ট্রেড করতে হয় । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই নিয়ম কানুন মেনে চলি না । আর এই কারনেই বার বার লসের সম্মুখীন হই ।
আসলে ভাল ট্রেডার অনেক লক্ষন যেমন থাকে তেমনেই খারাপ ট্রেডাররেও কতগুলো লক্ষন থাকে। যেমন খারাপ ট্রেডারের প্রথম লক্ষন হচ্ছে যে এক সাথে অনেক ট্রেড ওপেন করে ট্রেড করা। অল্প অল্প ট্রেডিং করতে পারলে অনেক ভাল।
ফরেক্স মারকেটে ভাল ট্রেডার না হয়ার লক্ষন হল ফরেক্স মার্কেট সম্পরকে ভাল অভিজ্ঞতা অর্জন না করা বা না জেনে সুনে ফরেক্স মারকেটে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকে এই সকল ফরেক্স ট্রেডার ভাল ট্রেডার হতে পারে না তাই এই সকল ফরেক্স ট্রেডারকে ভাল ট্রেডার বলা হয় না বা তাদের লক্ষন দেখে বঝা জায় যে এরা ভাল ট্রেডার হতে পারবে না ।
ভাল ট্রেডার কিনা লক্ষন রয়েছে আপনি যদি সিস্টেম না বুঝে ট্রেড করেন তাহলে আপনি ভাল ট্রেডার নন। আপনি যদি ইমশনের বশে কোন ট্রেড এ নেমে পড়েন তাহলে আপনি ভাল টেডার নন।আপনি যদি স্টপ লস মুভ করে আরও বড় লসে পড়েন তাহলে আপনি ভাল ট্রেডার নন।আপনি যদি নিজে কিছু না বুঝে পরের উসকানিতে ট্রেড করে বসেন তাহলে আপনি ভাল ট্রেডার নন।আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করতে না জানেন তাহলে আপনি ভাল ট্রেডার নন।
ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভালো ট্রেডারের লক্ষন নয়। তারা সাধারনত ওভার ট্রেডিং এবং রিভেঞ্জ ট্রেড করে থাকে। এছাড়া এসকল ট্রেডাররা ভালো এনালাইসিস করতে পারে না। সিগনাল ব্যবহার করে ট্রেড করাও আনাড়ি ট্রেডারদের লক্ষন।
আমি ও মনে করি সফল ট্রেডার হওয়ার জন্য মানি ম্যানেজমেন্ট মেনে চলা, ধৈর্য হারা না হওয়া । ফরেক্স সম্পরকে সঠিক জ্ঞান না থাকা, লোভে পরে ট্রেড করা প্রভৃতি। আর সব কিছুর পাশা পাশি নিয়মিত নিউজ দেখা, টেকনিকাল বিষয়ে লক্ষ্য রাখা ও জরুরি। মুট কথা আমরা যদি ফরেক্সে ট্রেড করার পূর্বে এই বিষয়ে লেখা পরা করি, জ্ঞান অরজন করি তাহলে ফরেক্স থেকে আমরা ভাল কিছু আশা করতে পারব । নচেৎ তিমিরেই থেকে যাবো।