-
লং টাইম ট্রেডিং এর তুলনায় আমার কাছে মনে হয় শর্ট টাইম ট্রেডিং বেশি প্রফিট দিতে সহায়তা করে। আমি এই কারণেই লং টাইম ট্রেডিং থেকে শর্ট টাইম ট্রেডিং করতে বেশি পছন্দ করি। শর্ট টাইম ট্রেডিং এর ফলে বেশীরভাগ সময় স্ক্যাল্পিং ব্যবহার করে ছোট্ট ছোট্ট অনুমানের প্রফিট করা যায়। এছাড়াও প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোজ করা যায় এবং পরের অংশ নেয়া যায় নতুন ট্রেডে। নিউজ এর ইফেক্ট সহজ ভাবে ব্যবহার করার জন্য আমার মনে হয় শর্ট টাইম ট্রেডিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
-
শর্ট টাইম এবং লং টাইম দুভাবেই ট্রেড করি। তবে বেশিরভাগ ট্রেডই শর্ট টাইম মানে ডে ট্রেডিং হয়ে থাকে। একটি ট্রেড করে প্রফিট নিয়ে সেদিনই ট্রেড ক্লোজ করার চেষ্টা করি। আর যখন কোন পেয়ার সম্পর্কে আগে থেকেই বোঝা যায় সামনে কি হতে পারে এনালাইসিস এর পর তখন ঐ পেয়ারে ট্রেডটা লং ট্রেড হিসেবে রেখে দেই।
-
আপনাকে অনেক বেশি এ্যানালিসিস করতে হবে এবং তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে একটি ট্রেড করতে হবে যাতে করে ভুল ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই প্রফিট এর চেয়ে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পক্ষান্তরে যদি আপনি অনেক হিসাব নিকাশ করে একটি ট্রেড করেন এবং অনেক সময় ধরে রাখেন। কেননা, সর্ট টাইপম এ মার্কেট এর ক্যান্ডেল গুলো বেশী মুভিং হয়ে থাকে তাই আমি সর্ট গুলো করতাম। তারপর ৩ থেকে ৪ মাস পর আবার লং টাইম এর চার্ট ব্যবহার শুরু করলাম । এতে দেখলাম যে লং টাইম এর চার্ট গুলো আবার অনেকটা বুঝা যায় যে মার্কেট কোন পজিশন এ যাবে মানে আগাম সতর্কসংকেত।
-
ফরেক্স মার্কেট এ দুইটা মেথড এ ট্রেড করা যাই,শর্ট টাইম মেথড এবং লং টাইম মেথড,সাধারনত আমি লং টাইম মেথড এ কাজ করে থাকি,শর্ট টাইম ফ্রেম এ আমি কাজ করিনা,লং টাইম ফ্রেম আমার পছন্দের,মার্কেট সব সময় লং টাইম ফ্রেম কে অনুসরন করে থাকে,তাই আমাদের লং টাইম ফ্রেম এ ট্রেড করা উচিৎ।কারন এতে কোন টেনশন করা লাগে না এবং বেশি লাভ করা সম্ভব। তবে এ্যানালাইসিস করে ট্রেন্ড বুঝতে হবে এবং সেই অনুপাতে ১ ঘন্টার ক্যান্ডেল দেখে ট্রেড করতে হবে। তবে দৈনিক ২-৩টি ট্রেডের বেশি দেওয়া ঠিক নয় এবং ২০-৩০ পিপস এর বেশি লাভের দরকার নাই। তাহলেই আপনি সফল হতে পারবেন। একটা সময় পর আপনাকে ভাল এমাউন্টের মুনাফা দিয়ে থাকে। কিন্তু স্বল্পমেয়াদী ট্রেড অনেক ঝুকিপূর্ণ। আপনি কখনই নিরাপদে সেখানে ট্রেড করতে পারবেন না তাছাড়া স্বল্পমেয়াদী ট্রেড সবসময় মনের মধ্যে টেনশনের সৃষ্টি করে থাকে। যার ফলে দেখা যায় যে অনেক সময় আমার সিদ্ধান্ত ভুল হয়ে থাকে। তাই আমি মনে করি দীর্ঘমেয়াদী ট্রেড আমাদের সকলের জন্য অনেক নিরাপদ।
-
আমার কাছে শর্ট টাইম টা অনেক টা ঝুকি পূর্ন মনে হয়। শর্ট টাইম বলতে আমি আসলে স্ক্যাল্পিং বুঝাইতেছি। এটা করতে গিয়ে আমি প্রায় ১০ ডলারের মত লস করেছিলাম পরে বুঝতে পারলাম এটা করতে গেলে আমার আরো প্রফেশনাল হতে হবে। পরে আমি ডে ত্রেডের দিকে নজর দেই। আমার কাছে ডে ট্রেড টা মুটামুটি পারফেক্ট হনে হয় এখন।কারন এতে কোন টেনশন করা লাগে না এবং বেশি লাভ করা সম্ভব। তবে এ্যানালাইসিস করে ট্রেন্ড বুঝতে হবে এবং সেই অনুপাতে ১ ঘন্টার ক্যান্ডেল দেখে ট্রেড করতে হবে। তবে দৈনিক ২-৩টি ট্রেডের বেশি দেওয়া ঠিক নয় এবং ২০-৩০ পিপস এর বেশি লাভের দরকার নাই। তাহলেই আপনি সফল হতে পারবেন। একটা সময় পর আপনাকে ভাল এমাউন্টের মুনাফা দিয়ে থাকে। কিন্তু স্বল্পমেয়াদী ট্রেড অনেক ঝুকিপূর্ণ। আপনি কখনই নিরাপদে সেখানে ট্রেড করতে পারবেন না তাছাড়া স্বল্পমেয়াদী ট্রেড সবসময় মনের মধ্যে টেনশনের সৃষ্টি করে থাকে। যার ফলে দেখা যায় যে অনেক সময় আমার সিদ্ধান্ত ভুল হয়ে থাকে। তাই আমি মনে করি দীর্ঘমেয়াদী ট্রেড আমাদের সকলের জন্য অনেক নিরাপদ।