ডাচ বাংলা মোবাইল ব্যংকিং,ব্রাক ব্যংকের বিকাশ এসবকিছু মোবাইল ব্যংকিং এর উদাহরন।আমরা খুব সহজেই মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা টাকা পাঠানো হচ্ছে এসব মাধ্যমে।কিন্তু এসব মাধ্যমের সাহায্য সবার সাথে লেনদেন না করাই ভালো।
Printable View
ডাচ বাংলা মোবাইল ব্যংকিং,ব্রাক ব্যংকের বিকাশ এসবকিছু মোবাইল ব্যংকিং এর উদাহরন।আমরা খুব সহজেই মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা টাকা পাঠানো হচ্ছে এসব মাধ্যমে।কিন্তু এসব মাধ্যমের সাহায্য সবার সাথে লেনদেন না করাই ভালো।
আমার জানামতে ডলার কেনা বেচান ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর অনুমতি আছে কিনা আমার জানা নাই। তবে যদিও অনুমতি থাকে সেটা কত খানি যুক্তি সংগত সে বিষয়ে আমি অবগত নই।তবে ডলার কেনা বেচা মানি ব্রোকাস' স্ক্রিল নিটেলার এর মাধ্যমে করা যায়।
ভাই আপনারা সব্ধান মোবাইল এর মাধমে কোন ডলার উথাবেন না এতে আপনার লস হতে পারে | আপনি ফরেক্স থেকে ডলার ব্যাংক একাউন্ট দিবেন তবে আপনার টাকা শেফ থাকবে | আমি মনে করি ফরেক্স থেকে টাকা উথানর জন্য ব্যাংক ছারা অন্য কন মাধমে জাবার কন দরকার নাই|
ডলার কেনা বেচার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বা অন্য যে কোন ধরনের অনলাইন লেনদেন থেকে সাবধান। বর্তমান সময়ে অনেক অনেক ডিজিটাল চোর এর উপদ্রব দেখা দিচ্ছে তাই যারা অনলাইনে ডলার কেনা বেচা করেন বা অনলাইনে লেনদেন করেন তাদেরকে বলছি বিশ্বস্ত কারো ছাড়া অন্নদের সাথে লেনদেন থেকে বিরত থাকের জন্য , কারন আমার পরিচিত অনেকে এরকম অনলাইনে ডলার কিনতে গিয়ে ধরা খাইছে
ফরেক্সে কাজের মাধ্যমে যে ডলার পাওয়া যায় সে ডলার বাংলাদেশ ব্যাংক থেকে বা অন্য কোন ব্যাংক বা কোন ফরেক্স ব্যবসায়ীর কাছে বিক্রয় করা যায় । আবার বোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডলার থেকে টাকা পাওয়া যায় । তবে মোবাইল ব্যাংকিং এর থেকে ভাল হয় যদি কোন ফরেক্স ব্যবসায়ীর কাছে ডলার বিক্রয় করা । এতে কোন ভ্যাট কাটা হয় না । কিন্তু ব্যাংকিং এর মাধ্যমে তাকা তুললে তাতে ভ্যাট দিতে হয় । তাই ব্যাঙ্গকিং না করাই ভাল ।
ডলার কেনা বেচার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বা অন্য কোন ক্ষেতে খুব সাবধানতা অর্জন করে চলতে হবে । কারন এমন অনেকেই আছে যারা ডলার কেনা বেচার কথা বলে ভুয়া ব্যবসা করে থাকে । তাদের কাছে ডলার হস্থানন্তর করা আছে ভাল করে ভেবে নিতে হবে যে তার কাছে ডলার বিখয় করবো কিনা । যদি বিশ্বস্ত কী হয় তাহলে তার কাছে বিরয় করা যাবে । অন্যথায় খুব সাবধান , লস হতে পারে বা ডলার মার যেতে পারে ।
ডলার কেনাবেচার ক্ষেত্রে আমি মনে করি মোবাইল ব্যাংকিং অনেক বেশি সহজ একটি মাধ্যমে যেখানে মূহত্বের মধ্যেই প্রফিটকৃত ডলার স্থানান্তর করে তা উত্তোলন করা যায় যা ফরেক্স ট্রেডারদের ফরেক্স ট্রেডিংযের দিকে াামি মনে করি অনেক বেশি উতসাহিত করবে।
যারা মোবাইল ব্যাংককিং সম্পরকে আলাপালোচনা করেছেন জেনে অনেক খুশি হলাম ,যার কারন আমি আগে জানতাম না এভাবে টাকা লেন্দেন করা যাই।তবে ডলার বেচাকেনা করার সময় ব্যাংককিং এর মাধ্যমে প্রতারনার শিকার হছে তা জানা আছে।আমি ও একন থেকে ব্যাংককিং এর মাধ্যমে বেচাকেনা করতে পারব।ধন্যবাদ।
বর্তমানে ডলার কেনা-বেচার কেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি মনে করেন অনলাইনে দল্লের কেনা-বেচা করবেন সেক্ষেত্রে আপ্ননাকে মোবাইল বযাকিং থেকে সাবধান হতে হবে। অনেক অনলাইন চোর এর উদয় ঘটেছে এরা ভবিভিন্ন লভ দেখিয়ে আপনার ডলার হাতিয়ে নিতে পারে।
হে ভাই সতর্ক করার জন্য আপনাকে ধন্যবাদ আমিও অনেকের কাছ থেকে শুনেছি কিছু চিটার বাটপার আছে যারা ডলার দেওয়ার নাম করে মানুষের সাথে প্রতারনা করে যাইতেছে তাই সাবধান