অনেক ধাপ পেরিয়ে প্রেফেশনাল ট্রেডার হওয়া যায় । প্রফেশনাল ট্রেডার হওয়া আসলে এত সোজা ব্যাপার না । অনেক অনেক বছর ট্রেুড করার পরও অনেকে নিজেকে প্রফেশনাল ট্রেডার বলে না ।
Printable View
অনেক ধাপ পেরিয়ে প্রেফেশনাল ট্রেডার হওয়া যায় । প্রফেশনাল ট্রেডার হওয়া আসলে এত সোজা ব্যাপার না । অনেক অনেক বছর ট্রেুড করার পরও অনেকে নিজেকে প্রফেশনাল ট্রেডার বলে না ।
একজন প্রফেশনার ট্রেডার তার অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে মার্কেট এনালাইসিস করে নিজস্ব ট্রেডিং ট্রেটেজি ব্যবহার করে নিশ্চিত হয়ে ট্রেড করেন। তিনি কখনো ইমোশনালকে প্রাধান্য দেন না। অতিরিক্ত লোভ করেন না। যখন তখন ট্রেড করেন না। বাজারের গতিবিধি বুঝে ট্রেড করেন।
অধিকাংশ ফরেক্স ট্রেডারই ফুল-টাইম বা প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে চায়, কিন্তু সবাই পারেনা- মাত্র কয়েকজন ফুল-টাইম হিসেবে টিকেথাকতে পারে। আপনি যদি একজন ফুল-টাইম বা প্রফেশনাল টেডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই নিময় মানতে হবে এবং ধৈর্যশীল মানসিকতার হতে হবে
আমি আপনার সাথে পুরোপুরি একমত । একজন প্রফেশনাল ট্রেডার কখনই অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না । তিনি তার নিজস্ব স্টাইল এ ট্রেড করেন । তার নিজস্ব স্ট্রাটিজি আছে । ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে তারপরে একটি ট্রেড ওপেন করেন । ট্রেড ওপেন করার পরে তার কোন দুশ্চিন্তা থাকে না । সে সব গুলো ট্রেড লাভ করতে চান না আবার সব গুলো ট্রেড লস ও করেন না ।
ফরক্স মার্কেটে ট্রেডাররা বিভিন্ন রকমভাবে ট্রেড করে থাকেন । এই মার্কেটে কেউ স্কালপার কেউ প্রফেশনাল ট্রেডার। তবে এই দুধরনের ট্রেডাররাই ভাল তবে যে সকল ট্রেডার প্রফেশনাল ফরেক্স ট্রেডিং করে তারাই মুলত মার্কেটে সফলতার সাথে টীকে থাকে । তাই একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার মার্কেট সম্পর্কে না বুঝে ট্রেড করেন না তিনি সব সময় এনালাইসিস,মানি ম্যনেজম্যানট করে ও নির্দিষ্ট স্ট্রেটিজি দিয়ে ট্রেড করে থাকেন ।আর এটি হল ফরেক্স মার্কেটে টিকে থাকার উপায় ।
একজন সফল ট্রেডার জানেন কিভাবে নিজেকে ট্রেড করা থেকে বিরত রাখতে কারন নতুনদের মন সবসময় ট্রেড করার জন্য আকুল থাকে যেটা তাদের লস করার অন্যতম কারন।এক্সপার্ট দের প্লান মত কারেন্সির মুভমেন্ট না আসা পযন্ত তারা ট্রেড ওপেন করেন না।
ফরেক্স একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার করেন ফরেক্স সম্পরকে তার অভিজ্ঞতা অনেক তাই তারা ভাল কন ফরেক্স ট্রেড ছাড়া ফরেক্স মারকেটে কখন এন্ট্রি বা ট্রেড করেন না তাই তারা ফরেক্স মারকেটে মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স মারকেটে ট্রেড করে ফরেক্স করতে জেসকল নিওম কানন মানা প্রয়জন সে গুল করেন।
আমার মতে একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার একটি স্বচ্ছ ট্রেডিং প্ল্যান মোতাবেক ট্রেড করে।একটি ট্রেডিং জার্নাল দিয়ে ট্রেড করে থাকেন।প্রতি ট্রেডে রিস্ক ম্যানেজ করেন এবং প্রত্যেক ট্রেডে রিস্ক কন্টোল করেন।অতিরিক্ত প্রফিট বা সুবিধার আশায় থাকেন না।ট্রেডে এন্টার করেন তখনি যখন ট্রেডিং অ্যাজ তৈরি হয়।ইমোশন দিয়ে লাভ বা লস বিচার করেন না।ট্রেড হল তার একটি ব্যবসা এইভাবেই ট্রেডিং করে থাকেন।
একজন প্রোফেশনাল ফরেক্স ট্রেডার সব সময় মার্কেট মুভমেন্ট বুঝে শুনে তার পর ফরেক্সে ট্রেড করে থাকেন আর স্বে জন্য সে নিয়মিত মার্কেট অ্যানালাইসিস করে থাকে। তাছাড়া অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা মানিম্যানেজমেন্টকে সব সময় ফরেক্স ট্রেডিংয়ের প্রান মনে করে এর উপর বেশি গুরুত্ব প্রদান করে থাকে। সাথে সাথে অতিরিক্ত প্রফিট করার লোভ,ওভার কনফিডেন্স,আবেগ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে ট্রেড করা থেকে সব সময় নিজেদেরকে বিরত রাখেন।
প্রপ্রেসনাল ট্রেডাররা মনে করেন একটি ট্রেড নেওয়ার পুর্বে অবশ্যই সব দিক বিবেচনা করে তারপর ট্রেড করা উচিত। যেমন মানিমেনেজমন্ট মেনে চলে,টেকনিক্যাল এনালাইসিস করে এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করে।