-
আসলে ফরেক্স ট্রেডিংএ প্রতি দিন ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে দুটি দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সপ্তাহে ৫ দিন ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতে পারবেন আর দুইদিন বন্ধ থাকবে তবে আমি এই ফরেক্স মার্কেটে নতুন এসেছি । তাই আমি এখনো রিয়েল ফরেক্স মার্কেটে ট্রেড করার উপযুক্ত হয়ে উঠতে পারিনি । তবে আমি প্রতিনিয়ত ডেমো ট্রেডিং প্রাকটিস করি এবং ভালো অভিজ্ঞতা ও অর্জন করছি।তার মধ্যে একটি হলো ফরেক্স ট্রেডিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ও এনালাইসিস করে ট্রেড করা জানতে হবে। দ্বিতীয়ত আপনার মূলধন থাকতে হবে। এতো গেল দুই টা বিষয়ের কথা। এছাড়াও ফরেক্স মার্কেটে প্রতি দিন ট্রেডকরতে হলে অবশ্যই আপনাকে দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে হবে না হলে এখানে একটা ছোট ভুলের কারণেই একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। কারন শর্ট টাইম ফ্রেম এ ট্রেড করতে হলে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয় ফলে ভুল ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই লসের পরিমান ও বেশি হবে তাই আপনি যে স্থানে আছেন ভাই ভালই আছেন।তাই আমি এখানে সব সময় লং টাইম ট্রেড করি আর সেটা প্রতি দিন করিনা।
-
যারা দক্ষ ট্রেডার তারা প্রত্যেক দিন ট্রেড করে না কেননা তারা নিউজ এর অপেক্ষায় থাকে এবং চায় যে একটি সুযোগে যেনো সব কিছু অর্জন করতে পারে, যেনো প্রতিদিন ট্রেডিং করা না লাগে এক দিনেই যাতে বাকী দিনগুলোর অর্থ উপার্জন করতে পারে সেই অপেক্ষায় থাকে। আমার কাছে মনে হয় যে সপ্তাহে দুদিন কিংবা তিন দিন ট্রেডিং করালে ভালো ফলাফল আশা করা যায়। কেননা আমি ফরেক্সের মজা পেয়েছি,তাইতো ফরেক্সকে ভালোবেসে ফেলেছি।তবে আমি যেকোনো ট্রেডে এন্ট্রি নেয়ার পূর্বে,ভালোকরে মার্কেট এনালাইসিস করে নেই।এরপর আমার এই ক্ষুদ্র জ্ঞান যদি আমাকে সায় দেয়,কেবল তখনই ট্রেডে এন্ট্রি নেই। সেক্ষেত্রে প্রতিদিনই ট্রেডে এন্ট্রি নেয়া হয় না।