-
ফরেক্স ব্যবসায় আমার একটাই লক্ষ্য আর তা হল এই ব্যবসাটি আমি পার্ট টাইম হিসেবে অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে চাই । সফলতার পেছনে না ছুটে শেখার পেছনে বেশী সময় দিয়ে অল্প অল্প করে লাভ করতে চাই এবং সেই অর্থকে পুজি করে ভবিষ্যতে ফরেক্স ভাল একটি পরিমানের অর্থ বিনিয়োগ করতে চাই । কারণ সফলতার মানে যদি প্রচুর অর্থ ইনকাম করা হয় তা হলে বলব সেই বিষয়ে আমার কোন আগ্রহ নেই ।সকল কাজে একটি লক্ষ থাকে আর ফরেক্স ট্রেড করে ও আমার কিছু লক্ষ আছে এর মধ্যে অন্যতম হল কোন প্রকার কাজ না করে শুধুমাত্র ফরেক্স নিয়ে থাকতে চাই কারন ফরেক্স একটি মুক্ত পেশা এখানে কারো কোন কৈফিয়ত দিতে হয় না। লস হলেও নিজের প্রফিট হলেও নিজের আর চাকরী করতে হলে কত প্রকার কৈফিয়ত দিতে হয় সেটা বলার নেই। তাই আমি চাই এমন একটি পেশা যেখানে কোন প্রকাশ ঝামেলা থাকবে না। শুধুমাত্র নিজের ইচ্ছেমত চলা যাবে। এ জন্য আমি ফরেক্স নিয়ে কাজ করছি মনে হয় খুব শিঘ্রই লক্ষে পৌছাতে পারব।
-
ফরেক্স ট্রেডিং এর প্রাথমিক লক্ষ্য হল মুদ্রা বিনিময় হারের ওঠানামাকে পুঁজি করে মুনাফা অর্জন করা। ব্যবসায়ীদের লক্ষ্য পুঁজি বৃদ্ধি, আয় বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, এবং দক্ষতা উন্নয়ন। এর জন্য বিশ্লেষণ, কৌশল এবং শৃঙ্খলা প্রয়োজন। ফরেক্স ট্রেডিং ঝুঁকি জড়িত.