-
লস তো আই প্রায় করে থাকি,এই তো এই সপ্তাহে ১০ টা এন্ট্রি নিয়েছিলাম তাতে বেশিরভাগই ট্রেড আমার স্টপ লস হিট করে,প্রতেক ট্রেড যে লাভ হবে আমি এই টা ভাবিনা,আগের সপ্তাহে আমার কোন ট্রেড এ লস হয়নি,কিন্তু এমন ভাবে ট্রেড করতে হবে যাতে লস হলেও মাস শেষ এ এভারেজ প্রফিট থাকে অন্যথায় আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন না এবং গতানুগতিক প্রফিট ও বের করতে পারবেন না।
-
আমার লস সব সময়ই হয় তবে আমি মানিম্যানেজমেন্ট করি এবং রিস্ক টু রিওয়ার্ড হিসাবে ট্রেড করি। তাই আমার লস হলেও কোন সমস্যা হয় না। আমার হিসাব হলো ৩টি ট্রেড এ ১টিতে লস হলেও আমার কোন সমস্যা হবে না। কারন আমার আর টু আর হলে ২:১। তাই আমি সবাইকে বলবো শুধু মাত্র লাভ করার জন্য ট্রেড করবেন না আপনি সঠিক সিস্টেম এপ্লাই করে ট্রেড করবেন তাহলে আপনি আশা করি সফল ভাবে ট্রেড করে যেতে পারবেন। অনেক বেশী পরিমানে লাভ করার জন্য বেশ কয়েক বছর মার্কেট এ ট্রেড করতে হবে এবং অভিজ্ঞতা নিতে হবে।