-
ফরেক্স এ ইন্ডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি টুল যা আপনাকে মার্কেট এর বিগত কয়েক মাস/সপ্তাহ/ দিন/ঘন্টা/মিনিট এর উপর নির্ভর করে একটি ভবিষ্যত দিক নির্দেশনা দিয়ে থাকে । একটি ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে , তিন/চারটি ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি করলে অনেক ভালো লাভ করা যায়।
-
ইন্ডিকেটর আপনাকে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দিবে।এর চেয়ে আপনাকে বেশি নির্দেশনা দিবে না।আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং আইডিয়াটাকে কাজে লাগাতে হবে।যাতে আপনি একটি সঠিক অ্যানালাইসিস করতে পারেন।আপনি যদি এর উপর পুরোপুরি আস্তা রাখেন তাহলে সেটা ঠিক হবে না।
-
আমি নতুন ট্রেডার বিধায় ইন্ডিকেটর দিয়েই ট্রেড করি। প্রাইস অ্যাকশনের বিষয়টি জানার জন্য অনেক চেষ্টা করেও বিফল হয়েছি। এব্যাপারে কেউ মতামত দিলে সব নতুনরাই উপকৃত হতো। এটি জানা খুবই প্রয়োজন। কেননা শুধু ইন্ডিকেটর দিয়ে নিশ্চিত ফলাফল আশা করা যায় না।
-
আমি মনে করি শুধু মাত্র ইনডিকেটর এর উপর নির্ভর করা ঠিক নয়.একটি ভালো ইনডিকেটর বাছাই করতে না পারলে ইনডিকেটর বেবহার করে সফল না ও হতে পারেন.কারণ সব ইনডিকেটর শতভাগ সফলতা প্রদান করতে পারেনা.তাই নিজেকেই ট্রেডিং করে এগিয়ে চলা উচিত.যারা ট্রেডিং একদম ই বুঝেনা তাদের জন্য এইটি কার্যকর.
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়। কারণ ইন্ডিকেটরের সিগন্যাল এ ট্রেড করে প্রত্যেক ট্রেড এ প্রফিত করা সম্ভব নয়। ইন্ডিকেটরের একটা ভুল সিগন্যাল এর মাধ্যমে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে।
-
ামি বলবো ইন্ডিকেটরের উপর নির্ভর করা এবং শুধুমাত্র এরই উপর ভিত্তি করে ট্রেড করা একজন বোকা বা নির্বোধ ট্রেডারের পক্ষেই সাজে! ইন্ডিকেটর আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে! কিন্তু এর উপর নির্ভর করে ট্রেড করলে চলবে না। ফরেক্স মার্কেট কি কারনে উঠা নামা করে, কোন সময় কোন পেয়ারের কি অবস্থা হয়, কোন কোন ঘটনার উপর মুদ্রার মান পরিবর্তন ঘটে এগুলোও আপনার জানা থাকা চাই।
-
শুধুমাত্র ঈন্ডিকেটর দিয়ে কোন ধরনের ট্রেড করা উচিত নয় । কারণ ঈন্ডিকেটর হল শুধুমাত্র একটা নির্দেশক । আর নির্দেশক মানে হল ট্রেড এর সম্পর্কে কিছু ধারণা দেওয়া । তবে সব ক্ষেত্রেই যে ধারণাগুলো শতভাগ সত্য হবে তা আমি বিশ্বাস করি না । আর এটাও মনে রাখা দরকার যে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে একটা নিদ্দিষ্ট জিনিস দ্বারা বিশ্লেষণ করে সম্ভাবনা জানা যায় না । ঈন্ডিকেটর এর পাশাপাশি আামদেরকে মেনুয়্যাল ট্রেডিংকেও গুরুত্ব দিতে হবে ।
-
ফরেক্স ট্রেড করে কিন্তু সংকেত ব্যবহার করে না এমন মানুষ আছে বলে আমার জানা নাই, তাই আমার মতে যারা ফরেক্স এ ট্রেড করে তারা যানে সংকেত ছাড়াও আরও কি কি ফলো করে ট্রেড করতে হয়, তাই আমি মনে করি সবাই ফরেক্স মার্কেটের নিউজ দেখে তারপর সংকেত অনুযায়ী ট্রেড করে, এই কারনে শুধু সংকেত না, ফরেক্স নিউজ ও দেখা ট্রেড করার জন্য উত্তম।
-
আমি মনে করি শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করা ঠিক নয়। কারন মার্কেট ও ইন্ডিকেটর অনেক সময় বিপরীত দিকে চলে যায় ফলে যারা কিনা শুধুমাত্র ইন্ডিকেটরের উ নির্ভরশীল তাদের লসের সম্মুখীন হতে হয়।
যার জন্য প্রয়োজন সঠিক ভাবে মার্কেট অ্যনালাইসিস করা।
-
শুধুমাত্র ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা সঠিক নয়। প্রত্যেক কারেন্সির বাজার দর জানতে হবে। সঠিক বাজার দর জেনে ট্রেড করতে হবে। এছাড়া ফোরাম নিউজ পড়তে হবে। তারপর সফলতা আসবে।