-
বর্তমানে ফরেক্স ব্যবসা খুবই সহজতর হয়েছে অামার কাছে কারণ ফোরাম থেকে অামি কিছু জ্ঞান পাচ্ছি যেটা অবশ্যই অামার কাজে লাগতেছে । অামরা এই ফোরামকে কাজে লাগিয়ে মার্কেট শেখার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী ঝুঁকি কখনোই নেব না তাহলেই বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশী ।
-
হ্যা ভাই বর্তমান বিশ্বে ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা এই ব্যবসার মাধ্যমে অল্প সময়ে অনেক টাকা আয় করা যায়।এাছাড়া ফরেক্স বর্তমানে আমাদের দেশে বেকার দুরিকরনে বিরাট ভুমিকা রাথছে ।ফরেক্সে কাজ করে আমি আমার পরিবারের বরন পুশন ও অনেক টাকা আয় করছি ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচা করার শেয়ার মার্কেট । ফরেক্স ব্যবসা এখন সারা দেশে অনেক জনপ্রিয় একটি ব্যবসা । অনেক মানুষ এখন ফরেক্স ব্যবসা করে অনেক মুনাফা আয় করতে সক্ষম হচ্ছে । এই ব্যবসায় খুব অল্প সময় এ আধিক মুনাফা আয় করার সুযোগ রয়েছে যা অন্য কোন ব্যবসায় এই এত অল্প সময় এ অধিক লাভ করা সম্ভবনা । তাই এই ব্যবসায় সফলতা পেতে হলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং অনেক দক্ষতা অর্জন করতে হবে তাহলে এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করা সম্ভব হবে ।
-
বর্তমানে ফরেক্স খুবই জনপ্রিয় একটি ব্যবসা। ফরেক্স জনপ্রিয় হওয়ার কারনে আমরা সবাই ট্রেড করতে আগ্রহী হচ্ছি। আগে অনেকে ভয়ে ফরেক্স ট্রেড করতে চাইত না। কারন বেশি ভাগ ট্রেডার ছিল লুজার। আর আগে এত ফরেক্স বিষয় টিউটরুয়াল এবং ভিডিও টিউন ছিল না। তাই ফরেক্স এ সঠিকভাবে ট্রেড করতে জানত না।
-
আসলে ফরেক্স মার্কেট এ ট্রেডিং এর জনপ্রিয়তা অনেক বেড়ে চলেছে কারন ফরেক্স মার্কেট ভালো দক্ষতা এবং অবিজ্ঞতা দ্বারা অনেক টাকা আয় করা যায় আর আপনে যেকোনো প্রান্তে থাকেন না কেনো আপনে চাইলে সেখান থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করতে পারবেন তাই ফরেক্স মার্কেট এর জনপ্রিয়তা অনেক বেশি।
-
মানবিক দৃষ্টিকোন থেকে বর্তমানের সবচেয়ে রুচিশীল ও জনপ্রিয় একটা ব্যবসা হল ফরেক্স । কারন অতি সহজেই একজন মানুষ এর বেসিক ধারনা সহ প্রয়োজনীয় সবকিছুর তথ্য অনলাইনের মাধ্যমে আয়ত্ব করতে পারে । এবং প্রতিটি মানুষ যদি তার নিজস্ব কর্মদক্ষতা ও পরিশ্রমের সঠিক ব্যবহার এখানে সঠিক পজিশনে প্রয়োগ করতে পারে, তাহলে সে অনেক বেশি মুনাফা অর্জন করার ক্ষমতা রাখে ও পরবর্তিতে একজন উন্নত পর্যায়ের প্রফেশনাল ট্রেডার হিসেবে গণ্য হবেন ।
-
ফরেক্স ব্যবসা শুধুমাত্র এশিয়ায় হবে কেন এটা তো সারা বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক সার্বজনীন ব্যবসা৷বিশ্বের যে কোনোও প্রান্ত থেকে যে কেউই অনলাইনের মাধ্যমে এই মার্কেটে আয় রোজগার করতে পারছেন৷ফরেক্স ব্যবসা বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয়,সর্বাধিক ঝুঁকিপূর্ণ, সর্বাধিক লাভজনক এবং সর্বাধিক স্মার্ট ব্যবসা৷সারা পৃথিবী জুড়েই সকল বড় বড় super bank, commercial bank,central bank,export/import company,investment company,ইন্স্যুরেন্স কোম্পানি এবং আমরা সবাই এই মার্কেটে বিনিয়োগ করছি এবং আয় রোজগার করতে পারছি৷তাই এই মার্কেটের জনপ্রিয়তা দিন দিন সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ছে এবং আমাদের দেশেও ফরেক্স মার্কেটের প্রতিনিয়ত প্রচার-প্রসার হচ্ছে৷অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে অনেকেই এই ফরেক্স মার্কেটের তথ্য জানতে পারছেন৷বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেও আমরা সবাই ফরেক্স মার্কেট সম্পর্কে প্রতিনিয়ত জানতে পারছি৷
-
ফরেক্স ট্রেডিং বর্তমান বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।এক সময় আমেরিকার স্টক মার্কেট বিশ্বের সবচেয়ে বড় ট্রেড মার্কেট ছিল।কিন্ত বর্তমানে ফরেক্স মার্কেট জনপ্রিয়তা পাওয়ার কারনে আমেরিকার স্টক মার্কেট থেকে এর অবস্থান শত গুনেরও বেশি ছাড়িয়ে গেছে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বিজিনেস,এবং অনলাইন এর সবচেয়ে বড় মানি মার্কেট প্লেস,বর্তমান এ ফরেক্স অনলাইন এর সব চেয়ে বড় জনপ্রিয় বিজিনেস,এর কারণ হলো এই বিজনেস যে কনো প্রান্ত হতে করতে পারা জাই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন এর দ্বারা,তাই এই বিজিনেস এর জনপ্রিয়তা বেড়েই চলছে।
-
ফরেক্সে দৈনিক প্রায় চার ট্রিলিয়নের মত লেনদেন হয়ে থাকে যা বিশ্বের যেকোন মার্কেটের থেকে বেশি। এজন্য বর্তমানে ফরেক্স ব্যবসা অনেক বৃহৎ এবং জনপ্রিয় ব্যবসায়। এছাড়াও এই ব্যবসায় যে কেউ তার ইচ্ছামতভাবে করতে পারে এবং অনেক কম মূলধন নিয়েও অংশগ্রহন করা যায় বলে কর্মসংস্থানের একটা বিশাল দুয়ার উন্মুক্ত করেছে।