ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই
মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন
পোষ্ট বাতিল করে দেয়া হয়
Printable View
ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই
মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন
পোষ্ট বাতিল করে দেয়া হয়
পোস্ট কেন বাতি করে তা বাংলা ফরেক্র ফোরামে ডুকার আগে যেনে ডুকা উচিত তানা হলে আপনার পরিশ্রম বিপলে যাবে। বাংলা ফরেক্র ফোরামে পোস্ট বাতিল হওয়ার কারণ হলো আপনি যদি কার লেখা কপি করে থাকেন তাহলে আপনার আইডি বলক করে দিবে। আর পোস্ট বাতিল হয়। আপনি যদি একটি পোস্ট দুই লাইন না লিখেন বা এক লাইন এর ছেয়ে কম লেখেন আপনার পোস্ট টি বাতিল করে দিবে।
ফরেক্সে পোষ্ট বাতিল করে কেন ?
১. কারো পোষ্ট দেখে একই পোষ্ট করা
২. আন্যের পোষ্ট বা যে কোন পোষ্ট কপি করে পেষ্ট করে পোষ্ট করা
৩. এক লাইন বা সংক্ষেপে পোষ্ট করা ইত্যাদি ।
ফরেক্স একটি অনলাইন বিজনেস। আর বিজনেস এ ইনভেসট এর প্রয়োজন হই। আর ফোরাম পোস্ট আপনাকে সেই সুযগ দিচ্ছে। এর এই জন্য পোস্ট করতে হই। কিন্তু পোস্ট বাতিল ও হই। পোস্ট সম্পুরন ভাল মাপের নাহইলে পোস্ট বাতিল হই। সুবিধার্থে ফোরামের নিওম অনুযায়ে পোস্ট করলে পোস্ট বাতিল হবে না।
ভাই যের সাথে আমি ও একমত পেশন করে বলছি যে, কিছু নিয়ম মেনে পোষ্ট করলে পোষ্ট বাতিল হবার সম্ভনা থাকেনা। যা জনতের আপনাকে নিচের লিংকে গিয়ে ভাল ভাবে পড়তে হবে। http://forex-bangla.com/misc.php?do=...te=forum_rules
http://forex-bangla.com/showthread.php?279-
ফরেক্সে পোস্ট বাতিল হওয়ার অন্যতম কারন হল অপ্রাসঙ্গিক বক্তব্য আর দুই লাইনের কম লিখা যদি পোস্ট করি তাহলে লিখা বাতিল হওয়ার সম্ভবনা থাকে। কারন অনেক সময় আমরা কোন বিষয়ে যদি রিপ্লাই দেই এবং সেই রিপ্লাই যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে পোস্ট বাতিল হওয়ার সম্ভবনা থাকবে। পাশাপাশি যদি আমরা দুই লাইনের কম পোস্ট করি কিংবা ছোট ছোট পোস্ট করি তাহলে ও পোস্ট বাতিল হতে পারে।
ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। প্রয়োজন এর থেকে কম লিখলে পোস্টটা কর্তৃপক্ষ বাতিল করতে পারে। আপনার পোস্ট যদি সঠিক না হয়ে ভুল হয় তা বাতিল হওয়ার সম্ভবনা থাকে। পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তাহলে বাতিল হওয়ার সম্ভবনা থাকে।
পোস্ট বাতিল করার কারন হল কপি করে অন্যের পোস্ট করা।য়ে ভাষায় পোস্ট করার কথা সেই ভাষা ব্যতীত অন্য ভাষায় পোস্ট করা।পোস্ট আজেবাজে লেখা। পোস্টে সন্ত্রাসি মুলুক কিছু লেখা। দুই লাইন লেখবার কথা সেই দুই লাইনের কম লিখে পোস্ট করা।এ সকল কারনে পোস্ট বাতিল করা হয়।
বিশেষ করে ভুল পোস্ট করলে পোস্ট গুলো বাতিল করা হয়। আমরা আমাদের পোস্টের বানান গুলো সঠিক করার চেষ্টা করব। বানান সঠিক না করলে আমরা বোনাস থেকে বিন্চত হতে পারি। আমরা সব সময় ফোরাম সম্পর্কে পোস্ট করব।
পোস্ট ২ লাইনের চেয়ে ছোট ও এর গুণগত মান ঠিক না থাকলে বাতিল হতে পারে। বিশেষ করে কারও কোন পোস্ট কপি ও পেস্ট করলে পোস্ট অবৈধ বলে ধরা হয়। এজন্য আমরা ফোরামের বিধি নিষেধ সম্পর্কে পড়লে বিশদ বিবরণ জানতে পারব। আমাদের নিয়ম মেনে চলাটা খুবিই জরুরী।