-
আমরা যারা ট্রেড করি তাদের বেশির বাগ মানুষের একাউন্ট জিরো হয় প্রায় , এর মধ্যে সব চেয়ে যেটি বেশি কারনে হয়ে থাকে তা হল অতিরিক্ত লোভ করার ফলে , মাথা গরম হবার ফলে । ফরেক্স এ অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারন হল আমাদের ভুল সিদ্দান্ত। তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের বসে অনেক সময় বড় কিছু করতে চলে যাই যা আমাদের অ্যাকাউন্ট কে জিরো করতে সফল হয়। উলটাপালটা ট্রেড নেয়ার ফলে একাউন্ট জিরো হয়////////////////////////////////
-
আমরা যারা ট্রেড করি তাদের বেশির বাগ মানুষের একাউন্ট জিরো হয় প্রায় , এর মধ্যে সব চেয়ে যেটি বেশি কারনে হয়ে থাকে তা হল অতিরিক্ত লোভ করার ফলে , মাথা গরম হবার ফলে । ফরেক্স এ অ্যাকাউন্ট জিরো হওয়ার প্রধান কারন হল আমাদের ভুল সিদ্দান্ত। তারপরে দেখা যায় আমরা আমাদের লোভের বসে অনেক সময় বড় কিছু করতে চলে যাই যা আমাদের অ্যাকাউন্ট কে জিরো করতে সফল হয়। উলটাপালটা ট্রেড নেয়ার ফলে একাউন্ট জিরো হয়////////////////////////////////
-
ফরেক্স মার্কেটে একাউন্ট হারিয়েছেন বা একাউন্ট জিরো হয়েছে এরকম অবস্থায় প্রায় সবাই পড়েছেন যারা ট্রেড করছেন । বিশেষ করে প্রথম যখন ট্রেড করা হয় এই সমস্যাগুলো তখন বেশি ঘটে। কারন তখন অভিজ্ঞতার অনেক অভাব থাকে, পরিকল্পনাহীন ট্রেড করা হয়, বেশি লাভের আসা করে বেশি রিস্ক নিয়ে ফেলা হয়, লোভ কাজ করে বেশি । এ সমস্যা থেকে পরিত্রান পেতে হলে অবশ্যই নিয়মমাফিক ট্রেড করতে হবে এবং লোভ এর পরিমান কমিয়ে চিন্তা ভাবনা করে ট্রেড করতে হবে। কখনই বেশি রিস্ক নেওয়া যাবে না ।
-
ফরেক্স ট্রেড করতে একাউন্ট জিরো হওয়ার এক মাত্র কারন স্টপ লস না নিয়ে ট্রেড করা , আমার এখনো জিরো হয়নি তবে হতে দেরি নাই।
-
অ্যাকাউন্ট জিরো হয়নি এমন
ট্রেডার আসলে কম
অ্যাকাউন্ট জিরো হবার প্রধান কারন
লোভ। বেশি লাভের আশায় বড় লটে
ট্রেড করে এবং একাউন্ট জিরো হয়।
এছাড়া স্টপ লস টেক প্রফিট ব্যবহার না করা অ্যাকাউন্ট
জিরো হবার অন্যতম প্রধান কারন। আমরা সবাই স্টপ লস টেক প্রফিট ইউজ করব।
-
ফরেক্স মার্কেটে লাভ লসের পাশাপাশি সবারই কম বেশি এক বার অ্যাকাউন্ট জিরো হযে থাকে এটাই স্বাভাবিক । আপনি যদি বেশি লাভের আশায় ট্রেড করে থাকেন তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে থাকেন ।
-
একাউন্ট * জিরো হওয়ার কারন কোন ব্যাক্তি যদি তার আর্থিক আয় এর থেকে বাশী ব্যয় করে তবে তার অর্থের ঘারতি পরবে তখন তার একাইন্ট এর টাকা খরচ করা ছারা অন্য থা কোন পথ থাকবেনা তা হলে মানুষ শের একাউন্ট এর ওপর খেয়াল রাখতে হবে ফরেক্রা এর ব্যাবসা সঠিক নিয়মে না করলে একাউন্ট জিরো হতে থাকবে একাউন্ট জিরো হওয়ার আর একটি অন্য তম কারন হল টাকা প্রতি লোভ ।
-
ফরেক্স মার্কেটে আমি জত দিন প্রবেশ করেছি তাতে করে আমি দেখেছি যে ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় সবাই ১-২ দুই বার একাউন্ট জির করে কারন তখন ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো কোন ধারনা থাকে না মার্কেট সম্পর্কে ভালো বঝা যায় না এই জন্য একাউন্ট জির হতে দেখা যায়।
-
আমি মনে করি একাউন্ট জিরো হওয়া সবচেয়ে প্রধান করন ওভার ট্রেড করা। যখন একটা লস ট্রেড বন্ধ না করে ওই কারেন্সি পেয়ারে একই ধরনের ট্রেড আবার অপেন করলে ওভার ট্রেড হয়। তখন যদি মার্কেট আবার বিপরীত দিকে বা লসের দিকে যেতে থাকলে খুব তারাতারি একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকে।
-
ফরেক্স মার্কেটে নতুদের একাউন্ট জিরো হয় বেশি কারন মার্কেট সম্পর্কে তারা বঝে কম মার্কেট সম্পর্কে তারা ধারনা কম রাখে তাই তারা ট্রেড ওপেন করে অনেক কিছু না বুঝে ট্রেড করে স্টপ লস ব্যবহার করে না তাই তাদের একাউনট জিরো হয়।