এভাবে পাম মারার দরকার নেই।তবে তা ঠিক যে অনেকেই ভাল লাভ করছে কিন্ত এখনো যথেষ্ট সংখ্যক মানুষ সে লেভেলে যেতে পারে নাই।
Printable View
এভাবে পাম মারার দরকার নেই।তবে তা ঠিক যে অনেকেই ভাল লাভ করছে কিন্ত এখনো যথেষ্ট সংখ্যক মানুষ সে লেভেলে যেতে পারে নাই।
আমি ফোরেক্সে নতুন।আমি এখন ফোরেক্স ট্রেডিং শিখছি।আমার জন্য সবাই দোয়া করবেন।আমি যেন ফোরেক্স থেকে ইনকাম করে আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি।
হ্যা ফরেক্সে ডেমো ট্রেডের বিকল্প নেই।আপনার ভাগ্য ভাল যে আপনার বড় ভাই আছে যিনি অভিজ্ঞ হয়ত এবং সাহায্য করতে পারবেন।
ভাই আমি ফরেক্স থেকে আয় করে আমার পরিবারের মুখে হাশি ফুটাতে চাই | আমি জানি ফরেক্স থেকে আয় করা সম্ভব আমার কথা হল সবাই আয় করছে আমি কেন পারবনা তাই আমি ফরেক্স থেকে আয় করে আমার পরিবারের সাহায্য করতে চায় |আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব আর আমার লক্ষ সফল করব |
আসলে আমি ফরেক্স মার্কেটে একজন নতুন সদস্য হিসেবে এখনো পর্যন্ত আয়ের মুখ দেখলামনা । তবে আমি আাশা করছি খুব দ্রুত আমি আমার ফরেক্স লক্ষ্য অর্জন করতে পারব । ফরেক্স করে আমার আশেপাশের কিছু মানুষ তাদের পরিবারে আর্থিক স্বাবলম্বি ফিরিয়ে এনছে । তারা তাদের পরিবারকে ভাল অর্থিক সাহয্য করে এবং সেই বিশ্বাস থেকে বলতে পারি যে ফরেক্স করে আমিও আমার পরিবারের সবাইকে আর্থিকভাবে সাহায্য করতে পারবো।
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে কিছুই জানিনা।তারপরেও জতটুকু জেনেচি তাতে আমি ফরেক্স এর প্রতি আগ্রহশীল ।তাই আসা আছে ভবিসসতে ফরেক্স মার্কেট কে নিজের জিবনের সাতে জরিয়ে নিব।আমার আসা আছে ফরেক্স মার্কেট থেকে আমি আমার আয় এর পথ হিসেবে ফড়েক্স মার্কেট কে নিবো । এখোণো আমী ফোড়েক্স মার্কেট থেকে তেমন আয় কোরতে পারিনা তাই আসা আছে ভবিসসতে ভ্ল আয় কোরতে পাড়ব।
পারিবারিক জীবনেও ফরেক্সের গুরুত্ব আছে। আপনি যদি কোন চাকরি করেন সেখান তেকে আপনি যা আয় করেন না কেন তা আপনার পরিবারের জন্য পোরাপুরি ভাবে হয়ে উঠে না। তাই সবাই একটি স্টায় ইনকামের দিকে জুকতে চায়। সে ক্ষেত্রে ফরেক্সকে আপনি আপনার পরিবারের জন্য স্টায় ইনকামের উৎস করতে পারেন। তা ছাড়া আপনার অবসরের পরও আপনি ছাইলে ফরেক্স থেকে ইনকাম করতে পারেন যাহা আপনার পরিবারের মুখে হাসি পুটাতে সাহায্য করবে আশা করি।
বাংলাদেশ এ এখন অনেক সফল টেড আর আছে যারা মাসে ১০০ থেকে ২০০০ ডলার + ইনকাম করছে এই ফরেক্স মার্কেট থেকে আই টাকা দিয়ে সে নিজে চলছে তার পরিবারকে দিছে তার পরিবার এখন জানে ফরেক্স নামে একটা ভাল বাবসা আছে সেই বাবশা থেকে অনেক টাকা আই করা যাই আর আমার ছেলে এখন ভাল আছে আর ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আই করছে ।
দক্ষতার সাথে কাজ করলে ফরেক্স থেকে ভাল আয় করা যায় অনেকে আছে যারা ফরেক্স থেকে অনেক ডলার আয় করে প্রতি মাসে তারা তাদের ফরেক্স এর আয় দিয়ে পরিবার এর সব খরচ চালাই যাচ্ছে। দক্ষট্রেডার হতে পারলে ফরেক্স থেকে অনেক আয় করা সম্ভব।
ফরেক্স এর শুরুতে প্রথম দিকে আমার পরিবার আমাকে ফরেক্স করতে সাপোর্ট দিত। কিন্তু দিন গেছে আমার লসের পরিমান তত বেড়েছে। তাই পরিবারের কেহই চায় না যে আমি ফরেক্স করি। তবু আমি আশা ছাড়িনি। চালিয়ে যাচ্ছি আমার ফরেক্স ট্রেডিং। তাতে কিছুটা হলেও আমি সফল। হয়ত এখন পর্যন্ত আমি পরিবারে মুখে হাসি ফুটাতে পারিনি ফরেক্স করে। তবে আশা করছি খুব শিগ্রই পরিবারের কাছ হতে আগের সেই সাপোর্ট আমি পাব এবং তাদের মুখে হাসি ফুটবে।