-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ১ঃ৫০ লিভারেজ নেওয়া আমার মনে হয় সবদিক দিয়ে ভাল। আর ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি ১ঃ৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ।ইনস্টা ফরেক্সের ফিক্সট লিভারেজ সিস্টেম আর এই সিস্টেম চালুর আগে এই ব্রোকার হতে সর্বোচ্ছ ১:৫০০ লিভারেজ সুবিধা পাওয়া যেত। তবে আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব ।
-
আমার মতে আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।তবে আমি যখন ফরেক্স শুরু করি তখন ১ঃ১০০ দিয়ে শুরু করেছিলাম । আর ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি
১ঃ৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ।
-
একেক ব্রোকার তার গ্রাহকে একেক পরিমানের লিভারেজ দিয়ে থাকে। অনেকের মধ্যেই লিভারেজ বেশি নেয়ার প্রবানতা দেখা যায়। তবে আমার মতে লিভারেজ যত কম নেয়া হয় ততই ভাল। বিশেষ করে যারা নতুন তাদের সব সময়ই উচিত কম লিভারেজ ব্যবহার করা উচিত। আমার মতে ১:৫০ থেকে ১:২০০ লিভারেজ ব্যবহার করা সবচেয়ে ভাল। কম লিভারেজ আপনার এ্যাকাউন্টকে অনেক বেশি ঝুকি মুক্ত রাখে।
-
আপনার ব্যালান্স যদি বেশি হয়ে থাকে তাহলে ১০০ লিভারেজ নিতে পারেন আর যদি ব্যালান্স কম হয়ে থাকে তাহলে ৫০ লিভারেজ নিতে পারেন।তবে নতুনদের জন্য ৫০ লেভারেজ ঠিক আছে।
-
আপনি যদি ফোরামের ডলার দিয়ে ফরেক্স ট্রেডিং করেন তা হলে আপনি আপনার ইচ্ছা মত লিভারেজ নিতে পারবেন না ব্রোকার আপনাকে ১:৫০ লিভারেজ ফিক্সড করে দিবে যা দিয়েই আপনাকে ফরেক্সে ট্রেড করতে হবে।তবে হ্যা আপনি যদি আপনার নিজের গাটি থেকে ডলার ডিপোজিট করে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনি আপনারে ইচ্ছা মত সবোচ্চ ১:১০০ প্রর্যন্ত লিভারেজ বেছে নিতে পারবেন।
-
আসলে লিভারেজ হল আপনি যখন ট্রেড করবেন ব্রোকার তখন আপনাকে কিছু লোন দিয়ে থাকে।তবে এক এক ব্রোকার এক এক ধরনের লিভারেজ দিয়ে থাকে।তবে আমার মতে নতুন অবস্হায় লিভারেজ কম নেওয়াই উত্তম।আমি প্রথমে ট্রেড করার সময় ১:১০০ লিভারেজ নিয়েছিলাম।বেশী লিভারেজ মাঝে মাঝে বড় ধরনের ক্ষতি কারন হয়।ধন্যবাদ
-
আমার মতে লিভারেজ এর আসল উদ্দেশ্য হল ব্রোকার কতৃক প্রাপ্ত এই লোন সুবিধা ব্যবহার করে আপনি যাতে আপনার বিনিয়োগ কৃত মুলধনের অনুপাতের তুলনায় বড় ট্রেড ওপেন করতে পাড়েণ।ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:1000 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।
-
ফরেক্স এ ট্রেড করার জন্য ১ঃ১০০ লিভারেজ নেওয়া মনে হয় ভাল। আমি একাউন্তে লিভারেজ ১ঃ১০০ নিয়ে ট্রেড করি।
-
ভাই আপনি যদি ফোরামের ডলার দিয়ে ফরেক্সে ট্রেড করতে চান তা হলে আপনি চাইলেও আপনার নিজের ইচ্ছা খুশি মত লিভারেজ বেছে নিতে পারবেন না ব্রোকার আপনাকে ১:৫০ লিভারেজ নির্ধারন করে দিবে আর এটি দিয়েই আপনাকে ট্রেড করতে হবে।তবে হ্যা আপনি যদি আপনার পকেটের টাকা দিয়ে ফরেক্সে ট্রেড করতে চান তা হলে সেক্ষেত্রে আপনি আপনার নিজের ইচ্ছামত লিভারেজ পছন্দ করে নিতে পারবেন আর সেক্ষত্রে আমি মনে করি ১:১০০০ লিভারেজ নেওয়াই উত্তম।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ অনেক নেয়া যায়। আপনার একাউন্ট ওপেন করার সয়য় লিভারেজ অপশনটি দেখাবে। আপনার ইচ্ছে মত আপনি আপনার ব্যলেন্স লিভারেজ নিতে পারেন। তবে আমার জানা মতে লিভারেজ যত কম নেওয়া যায় ততই আপনার একাউন্টের জন্য ভাল হবে।