-
ফরেক্স মার্কেটে আপনি যে কন সময় ট্রেড করতে পারবেন কারন ফরেক্স মার্কেট সপ্তাহের পাচ দিনেই কোলা থাকে। আপনি যদি চাকুরিজিবি হন তাহলে আপনি রাতের বেলাই ট্রেড করতে পারেন। আমি ফরেক্স মার্কেটে রাতের বেলায় ট্রেড করি। কারন আমার সকালে অফিসে যেতে হয়।তাই রাতেই আমি ভাল ট্রেড করতে পারি।
-
আপনি সপ্তাহে দুই দিন বাদে সব সময় ট্রেড করতে পারেন । ট্রেড করতে হলে আপনাকে মার্কেট এ অবস্থা দেখতে হবে তারপর মার্কেট আনালাইসিস করতে হবে । মার্কেট দেখে শুনে আপনি যদি বুঝেন এখন ট্রেড করলে আপনি লাভ করবেন তাহলে আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন । আমি সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা মধ্যে ট্রেড করি।
-
ফরেক্সে যদিও সবসময়ই মার্কেট খোলা থাকে এবং সবসময়ই ট্রেড করা যায় কিন্তু সবাই সবসময়ই ট্রেডিং করে না। কারন সবসময়ই মার্কেটের মুভমেন্ট একই থাকে না। কিন্তু আমি বেশি মুভমেন্টের মার্কেটে ট্রেড করতে পছন্দ করি। এজন্য আমি দুপুরের পর থেকে রাত ১০ টা পর্যন্ত সময়ে ট্রেড করে থাকি।
-
আমি একাটি ছোট জব করি। তাই ধরে বেধে কন সময় নিধারন করে ট্রেড করি না যখনি সময় পাই তখনি ট্রেড ধরে থাকি। তারপর ও মারকেটের অবস্তথা বুঝে ট্রেড করে থাকি। তারপরও আমি দুপুর এবং রাতে ট্রেড ধরে থাকি।
-
আমি নির্ধারিত কোন সময় ট্রেড করিনা কারন আমার কাজ নেই আমি মার্কেটে সময় দেওয়ার চেস্টা করছি ফরেক্স মার্কেটে ট্রেড করার উপযুক্ত সময় হল রাতে তখন মার্কেটে সব নিউজ রিলিজ হয় মার্কেট তখন কিহবে সেটা কিছুটা বুঝা যায়।
-
আমি চাকুরির পাশাপাশি ফরেক্স মার্কেটে ট্রেড করি।ট্রেড করার জন্য আমার তেমন কোন বাধা ধরা সময় নেই।যেই সময় আমি একটু ফ্রি থাকি এবং মার্কেট যদি আমার টেকনিকের ফেবারে খাকে আমি তখনই ট্রেড করি।তবে আমি ট্রেড করার সময় বেশীর ভাগ সময়ই নিউজ ও ক্যন্ডেল স্টিক দেখে ট্রেড করি।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম *। তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
-
আমি কোন নিদি্ষট সময় ফরেক্স এ ট্রেড করি না। আমি দিনের বেশির ভাগ সময় ফরেক্স এ থাকি।ফরেক্স এর নিয়মাবলি গুলো ঠিক ভাবে খেয়াল করি এবং বিষয়টা বোঝার চেষটা করি পরে ভালোভাবে বুঝে নিয়ে ট্রেড করি।
আপনারা কিনতু ফরেক্স টা ভালোভাবে বুঝে নিয়ে তারপর ট্রেড করবেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেকে লং টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেডিং করা হয়,তাই আমাদের অনেক ফরেক্স ট্রেডার আছে যারা কম সময় নিয়ে সর্ট টাইম ব্যবহা র করে ট্রেডিং করে থাকে,আমি ফরেক্স মার্কেট এ লং টাইম ব্যাবহার করে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে থাকি।
-
আপনি যেভাবে ট্রেড করছেন আমি মনে করি আপনি সঠিকভাবে ট্রেড করছেন.মূলত আমিও আপনার মতই ট্রেডিং করে যাচ্ছি.কারণ কারেন্সী মার্কেট একটি অস্থিতিশীল মার্কেট যেখানে আপনি কোনো নির্ধিষ্ট সময় বেছে ট্রেড করতে পারবেননা.কারণ আপনি আজকে যে সময়ে সফল হয়েছেন কালকেও একই টাইম এ সফল হতে পারবেননা.তাই মার্কেট এর অবস্থান বেবেচনা করে ট্রেড করুন.