-
অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা অল্প রিস্ক নিয়ে আমরা যদি ট্রেড করি তাহলে লস কম হবে এমনকি ভালভাবেও ফরেক্স ট্রেডিং শেখা হবে আর আমরা প্রতি ট্রেডেই যদি লস করি তাহলেত ফরেক্স করা না করা সমান এজন্ন আমাদের ফরেক্স ট্রেডিং শম্মন্ধে অনেক দক্ষতা অরজন করতে হবে।যারা ফরেক্স মার্কটে নতুন তারা না বুঝেই বেশি রিক্স নিয়ে ট্রেড করে ফলশ্রুতে তারা খুব দ্রুত লসের সম্মুখিন হয়।তাই আমি নতুন ট্রেডার একটা কথা বলবো অল্প রিক্স নিয়ে ট্রেড করুন ফরেক্স মার্কেটে টিকে থাকুন
-
ফরেক্স মার্কেটে সবসময় অল্প রিক্স নিয়ে ট্রেড করতে হয় বেশি রিক্স নিয়ে ট্রেড করলে একাউন্টের উপর ঝুকি এসে যায় তাই বেশি রিক্স নেয়া উচিত নয় সবসময় ফরেক্স ট্রেড করার সময় খেয়াল রাখতে হবে জেন রিক্স কম নিয়ে ট্রেড করা যায় ।
-
সব বিজনেস রিস্কি বিজনেস । ফরেক্স বিজনেসও ব্যতিক্রম না । ফরেক্স এ প্রফিট করা যেম্অন সহজ , লস করা তার ছেয়ে বেশি সহজ । তাই সব সময় কম রিস্ক নিয়েই ফরেক্স করলে লস করার সম্ভবনা কম থাকবে । আর যদি লসের পরিমান প্রতি মাসে কম থাকে লাভের চেইয়ে , তাহলেই আপনি ফরেক্স এ সফল ।
-
ফরেক্স এ ট্রেড ব্যবসায়ের জন্য প্রথমে অল্প টাকা নিয়ে ব্যবসা করা উচিত কারন লস হলে অল্প হবে আর যদি লাভ হয় তাহলে টাকার পরিমান বৃদ্ধি করে ব্যবসা করা যায় । তাই অল্প রিষ্ক নিয়ে ট্রেড করুন সফলতা লাভ করতে পারবে।
-
ফরেক্স মার্কটে নতুন তারা না বুঝেই বেশি রিক্স নিয়ে ট্রেড করে ফলশ্রুতে তারা খুব দ্রুত লসের সম্মুখিন হয়।তাই আমি নতুন ট্রেডার একটা কথা বলবো অল্প রিক্স নিয়ে ট্রেড করুন ফরেক্স মার্কেটে টিকে থাকুন
-
কথাটা ঠিক কিন্তু আপনাকে একটা কথা মানতে হবে ব্যবসা মানে ঝুকি । ঝুকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে ব্যবসা বলে। তাই এটা মেনে নিয়ে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে। তবে নতুনদের জন্য ঝুকি বেসি থাকে এজন্য নতুনদের ঝুকি কমনিয়ে ট্রেডিং করা উচিৎ।
-
ফরেক্স মার্কেটে সবসময় অল্প রিক্স নিয়ে ট্রেড করতে
হয়। বেশি রিক্স নিয়ে ট্রেড করলে একাউন্টের উপর ঝুকি
এসে যায় তাই বেশি রিক্স নেয়া উচিত নয়।এতে আপনার account close হয়ে যেতে পারে।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যে খানে লস হবেই। তবে কারো লস এর পরিমান বেশি আবার কারো লসের পরিমান কম। যাদের লসের পরিমান কম হয় তারা লাভ করতে পারে আর যাদের লসের পরিমান বেশি তারা লস করে। আর লস কমানোর মুল হাতিয়ার হলো রিক্স কম নেওয়া। বড় বড় ফরেক্স এক্সাপাট দের ধারনা যে, আপনি সব সময় সর্বউচ্চ ৫০ % রিক্স নেন। ভেবে চিন্তে রিক্স কম নিয়ে ট্রেড করলে আপনার লস কমে আসবে এবং লাভও ভালো করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে আসলে বড় কোন রিক্স নিয়ে ট্রেড করলে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই বেশি রিক্স নেয়া যাবে না অল্প রিক্স নিয়ে ট্রেড করতে হবে তাহলে বড় ধরনের কোন ক্ষতির সম্মুক্ষিন হয়া লাগবে না তাই রিক্স কম নিয়ে ট্রেড করা ভাল।
-
অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে সকল দকে সুবিদা।
এমন কোন প্রপেসনাল ত্রেদার পাবেন নাহ।
যে সে ফরেক্স কে মানি মেকার হিসাবে নিছে।
মূলত ফরেক্স হল বেবসা এটা আপনাকে।
বেবসার নিতি মেনেই করতে হবে।