-
স্বাপ হচ্ছে সুদ । যা লেন্দেন কারি সঙ্গেস্থা আমদের কাচ থেকে নিয়ে থাকে । কিন্তু সুদ কি হিশাবে কাতা হবে বা সুদ আর পরিমান কার জন্নও কত তা চম্পান্য ভেদে আলাদা হতে পারে । তবে মুস্লিমদের জন্য সুদ ছাড়া ও ত্রাদে করা যায় । সে ক্ষেত্রে আপনাকে সাই কম্পান্যর সাথে জগাজগ করতে হবে ।
-
আমি মনে করি ফরেক্স ব্যবসায় শেখার কোনও সীমা নেই, কারণ এটি অনেক অপার্পুনিটি এবং লাভের সাথে একটি বিশাল ব্যবসায়, যদি কেউ এই ব্যবসায়টি শেখার জন্য আরও বেশি সময় ব্যয় করে তবে এটি তার নিজের ভালোর জন্য কারণ তিনি সেভাবেই থাকবেন এই ব্যবসায় সফল, সুতরাং যখনই আপনার কাছে সময় থাকে তা শিখুন এবং যে কোনও জায়গা থেকে শিখুন এটি তাদের পক্ষে ব্যবসা যারা কঠোর পরিশ্রম করে ফোরেক্স শেখার কোনও সীমা থাকবে না। যতক্ষণ আমরা এই ব্যবসায়টিতে চাই ততক্ষণ আমাদের আরও বেশি কিছু শিখতে হবে। যদি আমরা মনে করি আমাদের ইতিমধ্যে সঠিক জ্ঞান আছে এবং ব্যবসায়ের ভাল কৌশল রয়েছে তবে কৌশল কীভাবে আরও লাভজনক, কম ঝুঁকিপূর্ণ হয় এবং আমাদের আরও বেশি বেশি অর্থ প্রদান করতে পারে তা শিখতে পারি
-
নিসার আহমেদ কেবল প্রশিক্ষণ সম্পর্কে জানতে চান আমরা অন্য কোনও কিছুর বিষয়ে বেশি কিছু জানি না আমরা রঙ সম্পর্কে আরও জানতে চাই। সফল হতে পারে এবং আমার করা উচিত নয়কঠোর পরিশ্রমের সাথে আপনি অবশ্যই সফল হবেন I আমি মনে করি আপনার এটির জন্য কঠোর পরিশ্রম করা উচিত you আপনি যদি প্রত্যেকের সম্পর্কে শিখতে থাকেন তবে আপনার ব্যবসায়ের বিষয়ে কোনও জ্ঞান থাকবে না।
-
অবশ্যই আমি আপনার সাথে একমত এবং আমি আপনার সাথে একমত যে আমাদের যদি এটির বিনিময় করতে হয় তবে আমরা খুব কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা ব্যতিরেকে বিনিময় করতে পারি না এবং আমাদের যতটা সম্ভব কাজ করা উচিত।
-
সোয়াপ মানে বলতে যা বুঝায় তা হচ্ছে সুদ । আপনি একাউন্ট খোলার সময় একটি বিষয় খেয়াল করলে দেখতে পারেন যে সেখানে একটি সোয়াপ এর অপশন রয়েছে । আপনি চাইলে আপনার একাউন্ট সোয়াপ মুক্ত করতে পারেন আবার চাইলে সোয়াপযুক্ত করতে পারেন । এজন্য আপনাকে সোয়াপ এর বক্স টি চেক করতে হবে যদি আপনি আপনার একাউন্টটি সোয়াপযুক্ত করতে চান আর আনচেক করতে হবে যদি আপনি আপনার একাউণ্ট টি সোয়াপমুক্ত করতে চান । সোয়াপ এর জন্য আপনি লিভারেজ বেশি পাবেন ।
-
সোয়াপ অর্থ সুদ। কোন ট্রেডার যদি সুদ দিতে না চায় তবে তাকে সোয়াপ ফ্রি একাউন্ত খুলতে হবে। মুসলমান হিসাবে আমাদের উচিত সুদমুক্ত ট্রেড করা। লিভারেজের সাথে সুদের কোন সম্পর্ক নেই।
-
ফরেক্স ট্রেডিংয়ের ভাষায় সোয়াপ বলতে এখানে সুদ কে বোঝানো হয়েছে।ফরেক্স মার্কেটে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় দু'ধরনের অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ রয়েছে ।তার একটি হলো সোয়াপ সহ বা সুদ যুক্ত এবং অন্যটি হলো সওয়াপ ফ্রী বা সুদ মুক্ত একাউন্ট।অর্থাৎ যদি কোন ট্রেডার সুদ গ্রহণ করতে চায় তাহলে সে অ্যাকাউন্ট ওপেন করার সময় সোয়াপ নেয়ার জন্য যে নির্দেশিত ঘর রয়েছে সেখানে ঠিক প্রদান করার মাধ্যমে সুরযুক্ত অ্যাকাউন্ট ওপেন করে থাকে। অন্যদিকে যারা সোয়াপ ফ্রি একাউন্ট করতে চায় তারাও অ্যাকাউন্ট ওপেন করার সময় নির্দেশিত ঘরে টিক প্রদান না করে শুধু মুক্ত অ্যাকাউন্ট ওপেন করে থাকে।কারণ ইসলামের দৃষ্টিতে সুদকে হারাম বলে গণ্য করা হয়েছে তাই আমিও মনে করি অবশ্যই একজন মুসলিম হিসেবে সব সময় শুধু মুক্ত অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং করা উচিত।
-
সুদমুক্ত অ্যাকাউন্টকে সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট বলে। এটা আসলেই একটা ভালো উদ্দ্যোগ। অন্যথায় মার্কেটে কোন ট্রেড ২৪ ঘন্টার বেশি রানিং থাকলে তার উপর সুদ কেটে নেয়। তবে খেয়াল রাকা ভালো কোন ট্রেড যদি ১০ দিন কিঙবা তার অধিক সময় রানিঙ থাকে সে ক্ষ্রেত্রে কিন্তু ব্যাংক-এ নির্দিষ্ট চার্য দিকে হবে।
-
আমার জানা মতে সয়াপ হল আপনার বর্তমান চালু ট্রেড যত দিন যাবে তত অতিরিক্ত চার্জ যুক্ত হতে থাকবে। যদি আপনার ট্রেড বেশি দিন চালু থাকে এতে আপনাকে অতিরিক্ত চার্জ লাগবে এবং এটি ধীরে ধীরে অনেক বাড়বে। সবশেষে দেখা যাবে আগে ট্রেড ক্লোজ করলে যা লাভ আসতো পরে ক্লোজ করলে তা অনেক কম পাব যদি ট্রেডটি লাভে থাকে তাহলে।
-
সোয়াপ হচ্ছে সুদ । কিন্তু ইসলামে যেহেতু সুদ হারাম করা হয়েছে এবং আপনি যদি মুসল্মান হয়ে থাকেন তাহলে আপনার একাউন্টটি আপনার সুদ্মুক্ত থাকাই ভালো । তবে হ্যাঁ আপনি যদি আপনার একাউন্ট টি সোয়াপ মুক্ত করেন তাহলে আপনি লিভারেজ কম পাবেন । কিন্তু তারপরও সোয়ান না নেয়াই ভালো হবে । ইন্সটাফরেক্স ব্রোকার আপনাকে আপনার সোয়াপমুক্ত একাউন্ট টির জন্য ১ঃ৫০ লিভারেজ দিবে । তবে চিন্তার কোন কারন নাই ট্রেড করার জন্য এই লিভারেজ ই যথেস্ট আপনি যদি ভালো ত্রেদার হতে পারেন ।