ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকে এবং তার বিনিয়োগের পরিমাণ যথেষ্ট হয় তাহলে সে প্রচুর পরিমানে আয় করতে সক্ষম হবে। এজন্য তার দক্ষতার সাথে সাথে খুব ভালো ডিপোজিট থাকা প্রয়োজন। আর হ্যাঁ ফরেক্স মার্কেট এ আপনি আপনার পছন্দমত সাধ্য অনুযায়ী ডিপোজিট করতে পারবেন এবং তার পরিমাণ হতে পারে এক ডলার থেকে শুরু করে 50 হাজার ডলার বা তার থেকেও বেশি। কিন্তু এইটা নির্ভর আপনার সার্মথ্য এর উপর, যার যেমন সার্মথ্য সে তেমন বিনিয়োগ করবে। এখানে সর্বোচ্চ কোন বিষয় নয়। যত বেশী ইনভেস্ট করা যায় ততই ট্রেড করতে সুবিধা । তার চেয়েও বেশী প্রয়োজন লট/ভলিউম,মানি ম্যানেজমেন্ট ফলো,টেক প্রফিট -স্টপ লস ইত্যাদি মেনে ট্রেড না করলে।