রবে।ফরেক্স মার্কেটে ট্রেড দিলে অনেক সময় লস জায় আর ওই লস্কে আমরা অনেক লস পরজনত নিয়ে জাই অনেক সময় আছেজে এই লস্কে আমরা পুষে রাখি কারন মনে করি যে আবার মার্কেট আমার ট্রেডের জায়গায় ফিরে আসবে মনে করে আমরা লস্কে পুষে রাখি।
Printable View
রবে।ফরেক্স মার্কেটে ট্রেড দিলে অনেক সময় লস জায় আর ওই লস্কে আমরা অনেক লস পরজনত নিয়ে জাই অনেক সময় আছেজে এই লস্কে আমরা পুষে রাখি কারন মনে করি যে আবার মার্কেট আমার ট্রেডের জায়গায় ফিরে আসবে মনে করে আমরা লস্কে পুষে রাখি।
আমরা জানি ফরেক্স মার্কেটে লাভ লস দুটোই বিদ্যমান আমরা সাধারনত লস পুষে থাকি লাভের আশায় আমরা বিশ্বাস করি আজ লস হয়চে কিন্তু কাল ঠিক লাভ হবে ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করলে লস হয় না তবুও মাঝে মাঝে একটু লস হয়ে যায় ফরেক্স মার্কেটে উঠা নামা করে বলে আমরা লস্কে পুষে রাখি
অল্প লস হলে আমরা মনে করি লাভ হবে কিন্তু দেখা যায় আর বেশি লস হয়ে যায় । এনাল্যসিস ভুল থাকলে বড় আকারে লস হয় । অনেক সময় আমরা লস থেকে শিক্ষা গ্রহন করি না । কেন লস হল তা আর দেখতে যায়না । পরবর্তীতে একই ভুলের কারনে আবার লস হয় । লসটাকে তাই আর পুষিয়ে নেওয়া হয়ে ওঠেনা । লসটাকে আমরা পুষে থাকি ।
আমরা কেউ চাই আমাদের ট্রেডটি লসে ক্লোজ করতে । তাই দেখা যায় লাভ এর আশায় আমরা ট্রেড টি ক্লোজ করি না । ভাবতে থাকি এই বুঝি মার্কেট আমার দিকে আসবে , তাই লস রেখেই অপেক্ষা করতে থাকি । কিন্তু এমন করে দেখা যায় যে লস এর পরিমান আরও বেড়ে যায় আর একাউন্ট ব্যালেন্স কম থাকার কারনে মার্কেট ঘুরে আসার কারনে একাউন্ট জিরো হয়ে যায় । এককথায় বলতে গেলে লাভের আশায় আমরা লস পুষে থাকি ।
ফরেক্স মার্কেট এই জন্য একটি রিক্স মার্কেট আমার মনে হয় জাদের জন্য এই ধরনের ফরেক্স শিক্ষা গ্রহন করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে ফরেক্স ট্রেড করতে চলে আসে তারা লস্কে পুসে রাখে বা ফরক্স মারকেট্বের কোন নিওম কানন না মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করে ।
সহজ কথায় বলতে গেলে আমরা লসকে পুষি লাভের আশায়। যাতে আমরা ফরেক্স থেকে লাভ করতে পারি। মানুষ একবারে কিছু শিখে না সে আস্তে আস্তে ঠেকতে ঠেকতে শিখে। তাই মানুষ লস করতে করতেই এক সময় লাভ এর মুখ দেখে তাই মানুষ লস কে পুষে। লস থেকে মানুষ আরো অনেক শিক্ষা নিতে পারে। কিভাবে ট্রেড করলে লস হয় সেইগুলো মানুষ এই লস থেকেই শিক্ষা নিয়ে থাকে। তাই আমাদের সাফলতা অজন করতে হিলে লসকে প্রথমে লসকে মেনে নিতেই হবে।
আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ,যেকোনো ধরনের ব্যবসাতেই লাভ লস থাকবেই।আর লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব নয়। ফরেক্সও ঠিক তেমনই। এখানেও লাভ লস আছে, ট্রেড করতে গেলে আপনাকে লস মেনে নিতেই হবে।তাই আমাদের উচিত ট্রেড ওপেন করে স্টপ লস এবং টেক প্রফিত সেট করে দেওয়া যাতে করে ব্যবসায় সমতা বজায় থাকে.....।
যেকোন ব্যবসাতেই লাভ লস আছে,আমাদের এটা মেনে নিয়েই ট্রেড করা উচিত,কিন্তু আমরা ফরেক্সে লস মেনে না নিয়ে চলতে দিতে থাকি,যা আমাদের একাউন্ট খালি করে দেয়।আমাদের এই অভ্যাস তৈরী ডেমো ট্রেড সিরিয়াসলি না করার কারনে।
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বেচা-কেনার মার্কেট । ফরেক্স এ কাজ করতে হলে অবশ্যেই অভিজ্ঞতা হতে হবে তাহলে অামরা ফরেক্স এ টিকে থাকতে পারবো । আমরা অনেক সময় ট্রেড করি দেখা যায় ট্রেড করার ফলে লস হয় । তার পরে ও আমরা লস হওয়া সত্বেও আমরা ট্রেডটি ফেলে রাখি যেন পরিবতে আমাদের লাভ হয় ।
অনেক ট্রেডার ভাবেন যে তারা লস ছাড়াই ফরেক্স করবেন। ফলে ট্রেড তাদের বিপরীতে গেলেও তারা ভাবে যে পেয়ারের মান তাদের কাঙ্খিত জায়গায় আসবে। এতে কিছু অর্ডারে সুবিধা পাওয়া গেলেও দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ক্ষতির মাত্রা বেড়ে যায়। এতে করে তাকে হয়তো বড় লস টি মেনে নিয়ে ট্রেড ক্লোজ করতে হয় অত্যথায় একাউন্ট আপনার চোখের সামনে জিরো হবে আর আপনি ভাবতে থাকবেন, ট্রেড হয়তো আপনার অনুকূলে আসবে