নিদ্রিস্ত কোন লক্ষ নাই। আমার এনালাইসিস অনুসারে যখন যা বলে টা করবো।
এবং মাস শেষে দেখব কত আয় হইছে।
Printable View
নিদ্রিস্ত কোন লক্ষ নাই। আমার এনালাইসিস অনুসারে যখন যা বলে টা করবো।
এবং মাস শেষে দেখব কত আয় হইছে।
আমি এই মার্কেট খুবই নতুন আমার পুজি মাত্র ১০০ ডলার । আমার ইচ্ছা আমি মাশে সব থেকে বেশি যদি ইঞ্চমে করতে চাই তবে টা হবে ১০০ ডলার । । তাই আমি মনে করি ফরেক্স মার্কটে প্রত্যেক মাষে ১০০ ডলার আয় করতে পারলে মুটামটি চলে ।
এক মাসে আমি ২০০ ডলার আয় করতে চাই।মাঝে মাঝে আয় করতে পারি কিন্থু মাঝে মাঝে পারি না।তাই বলে আমি আশা হারিয়ে ফেলি না,আমি না পারলে আর ও বেশি ছেস্টা করি।এমন অ মাস ছিল আমি লস করেছি অনেক।
ফরেক্স মারকেত খুব বর একটা মার্কেট তাই আমাদের সব সময় উছিত ধৈর্য ধরে লেগে থাকা তাহ্লে আমরা এই বাবসা থেকে একদিন অনে ক টাকা আয় করতে পারব কিন্তু মারা যদি নিওম মেনে ট্রেড না করি তাহলে আমাদের লসস হবে। আমি এক মাসে এই বাবসা থেকে বেসি টাকা আয় করতে চাই না।
এক মাসে আমি ফরেক্স ট্রেডিং থেকে কম ঝুকি নিয়ে ৫০ ডলার আয় করতে চাই আমার বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স হল ১১০ ডলার আর আমি সেই লক্ষে বর্তমানে মার্কেট অ্যানালাইসিস এবং মানিম্যানেজমেন্ট করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করছি এবং সে মত ট্রেড করছি আর আমি দেখেছি যে এতে করে আমাকে খুব বড় ধরনের ঝুকি বা রিক্স নিতে হচ্ছে না।
আমি এ মাসে ১২০ ডলার করতে পারলেই খুশি . কারন এর চেয়ে বেশি চাই না এর চেয়ে কম হলেও চলবে। তবে আমি লোভ করে বেশি চাইব না. কারন লোভের ফলে আমার একাউন্ট যিরো হয়ে যেতে পারে। তাই আমি সবাইকে বলব তারা যেন লোভ না করে।
ফরেক্স মাকেট থেকে আমার মাসে লাভ করার ইচ্ছা খুব বেশি না কারন আমার ইনভেস্ট কম তাই আমি মাসে ১৫০ ডলার ইনকাম করার লক্ষো তে এগিয়ে যাব। আমার ইনভেস্ট যেহুত ৫০ ডলার তা থেকে প্রতিদিন ৫ ডলার করে লাভ করলেই আমার জন্য যথেস্ট।
ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে আয় হয় বা আয় করা যায় তবে কতো আয় করতে চাই সেটা বলা যায় না আয় করতে চাই কতো টাকা আয় করতে চাই অনেক টাকা আয় করতে চাইলে আয় করা যায় না ফরেক্স মার্কেট থেকে আয় করতে গেলে অনেক অভিজ্ঞতা দরকার হয় ।
প্রতেক্য মানুষের চাহিদার শেষ নেই , তাই যত বেশী আয় করতে পারব ততভাল তবে ফরেক্স থেকে আমি প্রত্যেক মাষে বর্মানে ৩০০ ডলার আয় করতে পারলে ভাল । তবে ভিবিষতে আর বেশী করার চিন্তা করব । তাই বর্মানে সাবাবিক আয় করতে পারলে ভাল ।
আক মাসে এই মার্কেট থেকে অনেক টাকা আয় করা যায় কিন্তু আমার মনে হয় সুরুতে অনেক ধৈর্য ধরে টাকা আয় করা উচিত তারপর ধিরে ধিরে বাবসা বুঝে গেলে আমাদের বেসি বেসি ট্রেড করতে হবে এবং টাকা আয় করতে হবে তাহলে আমরা অনেক টাকা আয় করতে পারবো।