-
বাংলাদেশে ফরেক্স এর উজ্জ্বল সম্ভাবন আছ, এখন বাংলাদেশর মানুষ প্রচুর অনলাইন এ কাজ করছে। তারা ফরেক্স এর মতো একটা ভালো অনলাইন ব্যবসা যদি দেখে তারা অবশ্যই ফরেক্স এ যোগদান করবে। বাংলাদেশের মানুষ অনলাইন এ প্রচুর সমায় দিতে পারে তাই তার ফরেক্স এ অনক সমায় দিতে পারবে। ফলে তারা ফরেক্স এ সফলতা অর্জন করবে এবং প্রচুর বৈদেশীক মুদ্রা অর্জন করবে । ফলে বাংলাদেশ উন্নয়ন হবে।
-
ফরেক্স ব্যবসায় অনেক স্বাধীনতা রয়েছে । এই ব্যবসা আমাদের দেশের মানুষকে অনেক সুবিধা প্রদান করছে । ফরেক্স ব্যবসা করতে অধিক মুনাফা এবং বেশি শ্রম এর দরকার হচ্ছে না । তাই আমাদের দেশের মানুষের কাছে অনেক সহজ হচ্ছে ।ফরেক্স ব্যবসা করে আমাদের এর অর্থনীতি অনেক উন্নতি লাভ করবে।
-
ফরেক্সের আবির্ভাব যদিও বেশ আগে তারপরেও এটি বাংলাদেশে একটু পরেই এসেছে। শুরুর দিকে হাতে গোনা কয়েকজন ফরেক্স ট্রেড করতো। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে মানুষ ফরেক্সে আগ্রহী হওয়া শুরু করে। এখনও বাংলাদেশের অনেক মানুষ ফরেক্সের কথা জানেনা। যদিও এখন ফরেক্সে আগ্রহীর সংখ্যা বাড়ছে। দিন যত যাবে এ সংখ্যা ততই বাড়তে থাকবে।
-
বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশে ফরেক্স ব্যবসায় খুব একটা সফলতার মুখ দেখতে পারেনি বিভিন্ন কারনে । তার মধ্যে রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং আমাদের যথাযথ শিক্ষার অভাবে । এছাড়াও নানা বিধ কারন ।
-
আমাদের বাংলাদেশে অনেক লোকজন বেকার তারা ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে পারে তাই আমাদের দেশের কিছু সংখ্যক লোকজন ফরেক্স ট্রেডিং করে তাই আমি আমাদের দেশে আস্তে আস্তে ফরেক্স ট্রেডারের লোকজন বৃদ্ধি পাচ্ছে,তাই আমাদের ফরেক্স শিক্ষা দরকার যাতে সচেতন করা যায়।
-
বর্তমানে বাংলাদেশে ইন্টারন্টে ব্যবস্হার ব্যাপক প্রসার হচ্ছে।দিন দিন ইন্টারন্ট ব্যবস্হা ছড়িয়ে যাচ্ছে শহরে ও গ্রামে সাথে সাথে বাংলাদেশের প্রযুক্তির উন্নতি ও প্রসার হচ্ছে।ফরেক্স একটি স্বাধীন ব্যবসা যেখানে বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করা হয়।বাংলাদের বেকার মানুষের জন্য ফরেক্স একটি সুবিধাজনক ব্যবসা।ফরেক্স বর্তমানে বাংলাদেশে থুবই জনপ্রিয় হচ্ছে।আমি আশা করি বেশ কিছুদিনের মধ্যেই ফরেক্স বাংলাদেশের মানুষের জন্য ভাল একটি ভূমিকা পালন করবে।ধন্যবাদ
-
আমি মনে করি বাংলাদেশের ফরেক্স পরিস্থিতি খুবই ভাল। কারন আমাদের দেশের লোকেরা অনেক পরিশ্রম করতে পারে আর ফরেক্স মার্কেটে যারা বেশি পরিশ্রম করতে আরে তারা ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক অনেক ডলার ইনকাম করে দেশের ভাবমুরতি উন্নত করতে পারবে বলে আমি মনে করি।
-
আমাদের দেশ আউট সুর্সিন ভাল করছে ফরেক্স যেহেতু অনলাইন ভিত্তিক ব্যাবসা তাই দিন দিন ফরেক্স মার্কেটে জনপ্রিয়তা বাড়ছে। আমার জানা মতে থেকে আয় করে তাদের পরিবার চালাচ্চে এবং আমার মত অনেক ছেলে ৃফরেক্স করছে। ফরেক্স করার মাধ্যমে আমাদের দেশে বৈদেশিক রেমিটেন্স বাড়ছে।
-
এখনও পর্যন্ত বাংলাদেশের ফরেক্সের পরিস্থিতি তেমন একটা উন্নতি সাধিত হয়নি । এর কারণ হল আমরা এখন পর্যন্ত নিজেদেরকে ঠিকমত প্রতিষ্ঠিত করতে পারিনি । সুতরাং আমরা সব সময় চেষ্টা করব যাতে করে সফলকাম হতে পারি ।
-
আমাদের দেশে প্রযুক্তি আসতে একটু সময় লেগেছে কারন আমাদের ৩য় বিশ্বের দেশ গুলোতে উন্নায়ন হয় অনেক পড়ে আমাদের প্রযুক্তি আসার পর থেকে অনলাইনে ইনকাম অনেক বেরে গেছে এমন কি বছরে াউটচোর্চিং থেকে একসত কোটি ডরার বৈদেশিক মুদ্রা আয় হয়। ফরেক্স দিন দিন জনপ্রিয়তা বাড়ছে।