-
আমরা যদি আ্যফিলিয়েট কোড ছারা একাউন্ট ব্যাবহার করি সেক্ষেত্রে আমাদের একাউন্টটি রিয়েল একাউন্ট হয়ে যাবে ইন্সটাফরেক্সের যেখানে কোনো বোনাস নেয়া সম্ভব হবে না। আর যদি এই আ্যফিলিয়েট কোডটি(portalforum) ব্যাবহার করি কেবল তখনই আমরা বোনাস একাউন্ট এটাচ করতে পারবো। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন একবার ভুলবশত এই কোড ব্যাবহার করি নি যে কারনে সময়মতো একাউন্ট এটাচও করতে পারিনি এবং বোনাসও পাইনি তাই পরের বার আমি সতর্ক হয়ে গিয়েছিলাম এবং আগে থেকেই সঠিক নিয়মে রেজিষ্ট্রেশন করেছিলাম আ্যাফিলিয়েট কোড ব্যাবহার করে।
-
অ্যাফিলিয়েট কোড বলতে আমি যেটা বুঝি তা হলো,,, আমরা ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করে যে পোস্টিং বোনাস পেয়ে থাকি সেই বোনাস অর্থ ট্রেডিং একাউন্টে নিয়ে যাওয়ার জন্য ইন্সটাফরেক্স একাউন্ট খুলতে এই অ্যাফিলিয়েট কোডটি ব্যবহার করা হয় । আর এই কোড না দিয়ে একাউন্ট খুললে ফরেক্স বাংলা ফোরামে ট্রেডিং একাউন্ট এটাস্ট হবে না,,, আর এটাস্ট না হলে আমরা কোনো প্রকার পোস্টিং বোনাস পাবো না । আর এই অ্যাফিলিয়েট কোডটি হলো Portalforum...
-
ভাল ব্যবসা এবং আপনি পুরো সময়ের ব্যবসায়ী হিসাবে যুক্তিসঙ্গত পরিমাণ উপার্জন করতে পারেন, দ্বিধা বোধ করবেন না এবং আপনার বাণিজ্য শুরু করবেন না। জি ভাই হম ফরেক্স মা ফুলটাইম ভে ওয়ার্ক কর কর হতা বিনা কেসে তেনশিওন কা আগর হুম আমাদের মা সাহি কাজ করতা হৈ তুই হুমারা ল বেস্ট হো গা বা হুমা আছা বনসু কম কম না কো মিলতা হা বা হুমা আছা বোনাস ভেড় বেথা হম হাসিল কর সখতা হ্যায় আমাদের লয়ে হুমা চ্যা কা সাহি কাজ
-
অ্যাফিলিয়েটেড একাউন্ট হলো কারও অধীনে ট্রেড অপেন। কারও না অ্যাফিলিয়েড হয়ে আমাদের একাউন্ট খুলতে হয়। আমরা যেহেতু ফোরামের সদস্য তাই ফোরাম এফিলিয়েটেড হয়ে ট্রেড করতে হয় এবং আমাদের বোনাস তখনই জমা হবে যখন একাউন্টটি হবে ফোরাম এফিলিয়েটেড। তাই আমাদের এ্যাফিলিয়েটেড কোড হবে portal forum
-
অ্যাফিলিয়েট কোড হল একটি বিশেষ প্রতিক যার মাধ্যমে আপনি কোন ব্রোকরের কাজ থেকে বোনাস লাভ করছেন সেটি নির্দেশ করে থাকে আমরা যারা ইন্সটা ফরেক্সে ট্রেড করি তারা নিশ্চই জানি যে বাংলাদেশ ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ইন্সটা ফরেক্সে ট্রেড করতে হলে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাফিলিয়েট কোড এই অপশনে portalforum কথাটি লিখতে হয় আর এখানে portalforum হল একটি অ্যাফিলিয়েট কোড।
-
ট্রেডিং সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতার বৃদ্ধি, আমরা প্রতিদিনের ভিত্তিতে কাজ করি এবং তারপরে সহজেই লাভ করতে পারি। আমরা যদি লাভ করতে পারি এবং তারপরে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আমরা জানি যে ফরেক্স হ'ল সারা বিশ্ব জুড়ে অন্যান্য অনলাইন ব্যবসায়ের পরিবর্তে অনলাইন ব্যবসা এবং খুব সহজ ব্যবসা। সুতরাং আমাদের অবশ্যই ফরেক্সে কাজ করা উচিত।
-
এফিলিয়েড কোড হল নিজের ফোরাম একাউন্ট এবং ব্রোকার কে প্রমোট করার একটি সিস্টেম যার মাধ্যমে অন্যরা ফরেক্স সম্পর্কে যেমন জানতে পারবে তেমনি ওই কোড ব্যবহার করে ফোরাম এ একাউন্ট করতে পারবে । সেই অ্যাফিলিয়েট কোড হবে portalforum । আপনি যদি ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করে থাকেন তবে আপনি সেই পোস্টের একটা পোস্টিং বোনাস পাবেন । আর সেই বোনাস অ্যাফিলিয়েট কোড দিয়ে একটি ট্রেডিং একাউন্ট খুলে সেই ট্রেডিং একাউন্টে ডিপোজিট করতে হবে । তারপর আপনি সেই বোনাস ডলার দ্বারা ট্রেড করে যে প্রফিট অর্জন করবেন সেই প্রফিট আপনি উত্তলন করতে পারবেন ।
-
ইন্সটা ফরেক্সে যখন একাউন্ট খুলতে যাই তখন আমাদের কাছে অ্যাফিলিয়েট কোড চাওয়া হয়। এটা তখনই সেয়া হয় যদি আমরা বোনাস দিয়ে ট্রেড করতে চাই। আমরা অ্যাফিলিয়েট কোড হিসেবে যা দেবো ইন্সটাফরেক্স সেখান থেকে বোনাস কাউন্ট করবে। যেমন forumportal একটি অ্যাফিলিয়েট কোড।
-
এই ফোরাম আমাদের একটি বিরাট সুযোগ করে দিয়েছে যে এখানে কাজ করলে প্রতিদিনের কাজের বিপরীতে মাস শেষে মোট কাজের সর্বমোট টাকা বোনাস আকারে আমাদের রিয়েল ট্রেডং একাউন্টে দিয়ে দেওয়া হয়। আপনি যদি ফোরামে পোস্ট করেন তবে আপনি বোনাস পাবেন। আর সেই বোনাস দিয়ে যদি ট্রেড করতে চান তবে আপনার একাউন্টে অ্যাফিলিয়েট কোড লাগবে। আপনি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করতে চাইলে অ্যাফিলিয়েট কোড দিতে হবে।
-
একাউন্ট করে থাকেন থাহলে অ্যাফিলিয়েটের জায়গায় আপনাকে portal forum লিখতে হবে।আর অ্যাফিলিয়েট কোড এমন একটি কোড যেটার মাধ্যমে আপনি নতুন একাউনট করলে বা কাউকে দিয়ে করালে তার কিছু প্রফিট আপনি পাবেন।পার্টনার তার এফিলিয়েট কোড ব্যবহার যদি কোন ক্লাইন্ট কে একাউন্ট ওপেন করাতে পারে তা হলে সে কম্পানির কাছ থেকে কমিশন পেয়ে থাকেন । যা দিয়ে সে ট্রেড করতে পারবেন বা উইথড্র করতে পারবেন ।