-
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন সবারই উচিত বাংলা ফোরাম এ পোস্ট করা বিশেষ করে দক্ষ ট্রেডারদের জন্য এটা গুরুদায়িত্ব বলা যায় এর মাধ্যমে ফোরামের সকল নতুন ট্রেডাররা ট্রেড বিষয়ে প্রাকটিকাল ধারণা নিতে পারে, তা ছাড়া আমার মনে হয় আমরা যদি সকলেই আমাদের ট্রেডের লাভ বা লসের অভিজ্ঞতা ফোরাম এ পোস্ট করি তাহলে নতুনদের উৎসাহিত করতে পারব।
-
আসলে অভিজ্ঞ ট্রেডারগণ তাদের ব্যাক্তিগত ট্রেডিং নিয়ে খুবই ব্যাস্ত থাকেন৷তারা ছুটির দিনেও আরোও ব্যাস্ত থাকেন নিজেদের দেহ,মন,মগজ সতেজ রাখতে৷পিসি থেকে ১০০ মাইল দুরে থাকেন৷আর ট্রেডিং ডে তে তাদের চোখ ও ব্রেন থাকে টার্মিনালের বিভিন্ন টাইম ফ্রেমে৷তথাপি আমাদের এই ফোরামে সিনিয়রগণ বহু উপকারী লেখা উপহার দিয়েছেন যা পর্যাপ্ত৷তাদের প্রতি রইলাম চির কৃতজ্ঞ৷
-
আমারা যে সময় ইন্টারনেটে অযথা নষ্ট করি টা যদি ফরেক্স মার্কেটে দেই তাহলে সেই সময়ে অনেক আয় করা সম্ভব। আমাদের যুব সমাজ যদি ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানত তাহলে তারা অযথা সময় নষ্ট না করে ফরেক্সের প্রতি মনযোগী হত।
-
বাংলা ফোরামরে জন্য আমাদের অনেক সুবিধাই হয়েছে। আমরা আমাদের মনের কথা সহজেই খুলে বলতে পারি। যা আমরা অন্য ভাষায় হলে এতো সহজে লিখতে পারতাম না। হয়ত আমাদের অনেকেরই কাজ করার সৌভাগ্য হত না। কারন আমরা যারা ফরেক্স করি তারা অনেকেই আছে যে ইংরেজিতে অনেক দুর্বল। তাছাড়া যারা ফরেক্স এ নতুন তারা সহজেই তাদের সমস্যার কথা তুলে ধরতে পারে বাংলা ফোরামের মাধ্যমে।
-
ফরেক্সে আমি একজন নতুন ট্রেডার তাই আমি মার্কেট সম্পর্কে জানতে চাই।তাই আমি বাংলা ফোরাম সাইটের সাথে সব সময় সংযুক্ত থাকতে চাই।আমি বাংলা ফোরাম সাইটে প্রাই ৫ ঘন্টা সময় দিই।সবার মুল্যবান পোস্ট পড়ি আর বুঝতে চেষ্টা করি মার্কেট সম্পর্কে।
-
আমি মনে করি ফোরামের মূল উদ্দেশ্য অভিজ্ঞ ট্রেডারে দের দক্ষতা শেয়ার রের মাধ্যমে নতুন ট্রেডারদের অভিজ্ঞতা দান করে তাদের দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা।এবং তাদের সমস্যার সমাধান করা।যারা সফল ট্রেডার তাদের উপদেষ নতুন ট্রেডার দের জন্য খুবি উপকারি।
-
প্রতিটা ফরেক্স ট্রেডারকে অবশ্যই নিজের সদিচ্ছা অনুযায়ী অনেক বেশি পরিমাণে শিখার কাজ চালাতে হবে । কেননা আমি মনে করি যে ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে মানে হাল ছাড়া যাবে না । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হওয়ার অন্যতম উপায় হলো এর মাধ্যমে বেশি বেশি শিখা । কেননা যে যত বেশি শিখবে সে তত লাভবান হতে পারবে ।
-
হ্যা আপনি থিক বলেছেন ফরেক্স করার জন্য যদি নতুন দের জন্য ভাল হবে | ভাই আমি মনে করি ফরেক্স করতে হলে ডেমো পারতিস করতে হবে ফরেক্স মাকেটে শিখতে হলে ডেমো পারতিস করতে হবে আপনি ডেমো পারতিস ছারা ফরেক্স থেকে আয় করতে পারবেন না নতুন দের জন্য আমার বলার বেশি বেশি ডেমো পারতিস আর দক্ষতা অজন করতে হবে |
-
ফরেক্স ফোরামে যারা একধম নতুন তাদের জন্য আমি মনে করি অনেক কিছুই শিখার আছে কারন ফরেক্স মার্কেটে ট্রেড শিখতে হলে আপনি যদি ফোরামের লেখা গুলি পড়া শুনা করেন তবে আমি মনে করি আপনি এই ফোরাম থেকে অনেক ভাল ভাল ইন্সটলেশন পাবেন যা আপনার কাজে লাগবে।
-
হ্যা ভাই আমাদের সবার উচিত ফোরেক্স মার্কেটে যরা নতুন বা যারা সবেমাত্র যাত্রাশুরু করেছে তাদেরকে ফোরেক্স ফোরামের থেকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়া তাদের আরো ভালো কিছু আরো নতুন নতুন কিছু শিখার ব্যবস্থা করে দেয়ার জন্য ফোরাম সাইট সম্পর্কে জানানোর ব্যবস্থা করে দেয়া আমাদের উচিত।