আমি মনে করি ফরেক্স এমন একটা মার্কেট যেহানে যে কোনো বয়সে র লোক এই ব্যবসা করতে পারে। তবে একটা কথা মাথায় রহতে হবে যে ফরেক্স মার্কেট অনেক বড় মার্কেট এহানে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে।
Printable View
আমি মনে করি ফরেক্স এমন একটা মার্কেট যেহানে যে কোনো বয়সে র লোক এই ব্যবসা করতে পারে। তবে একটা কথা মাথায় রহতে হবে যে ফরেক্স মার্কেট অনেক বড় মার্কেট এহানে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে।
দোলনা থেকে কবর পর্যন্তই শিক্ষার বয়স । আমরা যে কোন বয়সেই যে কোন কিছু শিখতে পারি । তবে সবকিছু নির্ভর করে আমাদের ইচ্ছাশক্তির উপর । ফরেক্স একটা কঠিন ও জটিল বিষয় । এটার মূল কারণ বাঙালিরা এই ধরনের ব্যবসার সাথে খুব বেশি পরিচিত ছিলনা । তাছাড়া অনলাইনভিত্তিক হওয়াই মানুষ এটাকে বেশি জটিল মনে করে । ফরেক্সে যত বেশি শিখবেন তত বেশি আমাদের কঠিনতাটা আমাদের সেরা অভিজ্ঞতাই পূর্ণতা পাবে । কঠিন বলে ফরেক্সকে অবেহেলা করবেন না , কারণ যে কাজগুলো বেশি কঠিন হয় তার ফলাফল তত বেশি ভালে হয় ।
আমি ও আপনার সাথে এ ব্যাপারে একমত যে শেখার কোন বয়স নেই এবং শেষ নেই আর ফরেক্স ট্রেডিংয়েতো প্রতিনিয়তই আপনাকে শিখতে হবে তা না হলে আপনি এখানে বেশি সময় সফলতার সাথে টিকে থাকতে পারবেন না।ফরেক্স ট্রেডিংয়ে ভাল প্রফিট করতে হলে আপনাকে মার্কেট সম্পর্কিত বিভিন্ন আপডেট তথ্য প্রতিনিয়তই শুনতে এবং জানতে হবে।
শিখার কোন বয়স নেই আর জানারও কোন শেষ নেই। ফরেক্স মার্কেট সবার জন্যই। ছোত বড় সবাই ইচ্ছে করলে ফরেক্স ব্যবসা শিখতে পারে। তবে ফরেক্স সম্পর্কে শিখতে হলে একজনের যে ধ্যের্য থাকতে হয় সেটা মনে হয় বৃদ্ধ বয়সে হয়ে উঠেনা। তাই আমার মতে অল্প বয়স থাকতেই ফরেক্স শিখা অনেক ভাল।
শিক্ষার কোন বয়স নাই যেমন,কোন কিছুর শিখার বয়স নাই।
অার ফরেক্স শিখলে ভাল একটা জীবনগড়া কোন বেপার হবেনা
অাশা করি।
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এ ব্যবসা শিখতে কিংবা করতে হলে কমপক্ষে আঠার বছর হতে হয়। এডাল্ট ছাত্র ছাত্রীরা এ ব্যবসা শিখতে পারে। ছাত্র জীবন ফরেক্স শিখার পারফেক্ট বয়স। এ বয়সে ট্রেড করলে ভবিষ্যতে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার সম্ভাবনা আছে।
ফরেক্স ব্যাবসা যে কোন বয়সের লোক করতে পারে আমাদের কে চাত্র জীবন থেকে করতে পারলে ভাল কারন চাত্র জীবনে আমাদের লেখা পড়া চালাননোর জন্য টাকার প্রয়োজন হয়। ফরেক্স করে আমাদের লেখা পড়ার খরচ চালাতে সহজ হবে এই জন্য ফরেক্স ব্যাবসা ঘরে বসে করা যায়।
আমার মনে হয় যেকোন শিক্ষারই কোন বয়স নেই । মানুষ যে কোন সময় যে কোন বিষয়ে শেখার চেষ্টা করতে পারে । আর ফরেক্স ট্রেডিং এ এ কথা আরও বেশি সত্য বলে আমি মনে করি । কারন ফরেক্স অনেক মুক্ত একটি পেশা ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখতে পারে। যে যত বেশি শিখবে সে তত বেশি জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু যে যত আগে শিখে সে তত আগে উন্নতি করে। তাই সবসময় ভাল শিক্ষাগুলো আগে থেকেই নিয়ে নিতে হয়। তাই ফরেক্স যত তারাতারি সম্ভব শিখে কাজে লাগান।
ফরেক্স শেখার কোন বয়স নাই কারন শুধু ফরেক্স কেন কোন কিছুই শেখার কোন বয়স নাই। আপনি যতটুকু জানেন বা তার চেয়ে বেশি জানেন আপনার কিন্তু জানার শেষ নেই আপনি আপনার দক্ষতা বাড়ানোর জন্য সাধারন ভাবে অনেক কিছু জানতে চাই বেন বা শিখতে চাইবেন সেটা যেকোন বয়সেই সম্ভব।