না পোস্ট করার কোন নিদিষ্ট সময় বা ক্ষন নেই আপনি চাইলে যেকোনো সময় ফোরামে পোস্ট করতে পারবেন তবে সেই পোস্ট অবশ্যই ইউনিক হতে হবে আর বাংলা এই ফোরামে যদি আপনি পোস্ট করতে চান তা হলে আপনাতে অবশ্যই বাংলা ভাষায় প্রতিটি পোস্ট করতে হবে।
Printable View
না পোস্ট করার কোন নিদিষ্ট সময় বা ক্ষন নেই আপনি চাইলে যেকোনো সময় ফোরামে পোস্ট করতে পারবেন তবে সেই পোস্ট অবশ্যই ইউনিক হতে হবে আর বাংলা এই ফোরামে যদি আপনি পোস্ট করতে চান তা হলে আপনাতে অবশ্যই বাংলা ভাষায় প্রতিটি পোস্ট করতে হবে।
আপনি ফরেক্স বাংলা ওয়েব সাইট পোস্ট করতে পারবেন কিন্তু এতে আপনাকে চলিত ভাষায় এবং সুদ্ধভাবে লিখা লিখে পোস্ট করতে হবে।যখন ইচ্ছে তখনই ফরেক্স ফোরাম গুলোতে পোস্ট করতে পারেন। ফরেক্স ফোরামে কোন সময় উল্লেখ করা নেই।তবে পোস্ট গুলা অবশ্যই বাংলা হতে হবে।
পোস্ট যে কোন সময় করা যায় এবং আমার জানা মতে এর জন্য কোন নিয়ম নেই । তবে কিভাবে পোস্ট করতে হবে কিংবা পোস্ট এর মান ঠিক কিরকম হবে তা নিয়ে অবশ্যই অনেক বেশি পরিমাণে মতভেদ রয়েছে । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে নিজেদেরকে এই মার্কেটের জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে ।
না আমি মনে করি পোস্ট করার জন্য কোন সময় নির্ধারণ করা থাকে না। আপনি যখন খুশি, যেকোনো জায়গা থেকে খুশি এবং যে ভাবে খুশি সেভাবেই কাজ করে পরবর্তী মাসের প্রথমে বোনাস নিয়ে নিন এবং সেই বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করুন।
ফোরামে পোস্ট করার জন্য কোন নির্ধারিত সময় নেই, যখন খুশি আপনি পোস্ট করতে পারেন। যেহেতু আমাদের এই ফোরাম সাইটটা বাংলাতে সুতরাং পোষ্ট এর ভাষা অবশ্যই বাংলা হতে হবে। অন্য ভাষা এখানে ব্যবহারের অনুমোদন নাই।
আমরা ফোরাম এ পোস্টিং করে ফোরাম থেকে আমরা বোনাস পাই। ফোরাম এ পোস্টিং করার জন্য আমাদের কে কিছু শর্ত মানতে হবে যে ফোরামে কোন প্রকার খারাপ কমেন্ করা যাবে না। ফোরাম এ কোন প্রকার বিজ্ঞাপন দিয়ে যাবে না। ফোরাম এ পোস্টিং করার সময় আমাদের কে ভালোভাবে দেখতে হবে যে আমরা যে পোস্ট টি দিয়েচি তা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে।আসলে ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করার জন্য আমরা ফোরাম এ পোস্টিং করি।
না পোষ্ট করতে আপনাকে কোন নির্দিষ্ট সময় মেনে পোষ্ট করতে হবে না। আপনি আপনার সুবিধা মত সময়ে পোষ্ট করতে পারবেন। আর বাংলা ফোরামে আপনাকে শুধু বাংলা ভাষাতেই পোষ্ট করতে হবে। অন্য কোন ভাষায় পোষ্ট করলে আপনি বোনাস পাবেন না। প্রতিটি ভাষার জন্যই আলাদা আলাদা ফোরাম রয়েছে।
শুধু আয় করতে পারবেন তাই না আপনারা ফরেক্স বিষয়ে আনেক কিছুই জানতে পারবেন কারন প্রথমেই বলেছি এটা একটা আন্তর্জাতিক ফরেক্স ফোরামে। এখানে সারা বিশ্বের আনেক লোক আছে যারা ফরেক্স বিষয়ে আনেক উপকারি পোস্ট দেয়। যারা ফরেক্স শুরু করবেন বলে ভাবছেন তারা অনায়াসে ঘুরে আসুন এখান থেকে। আমি গেরান্টি দিচ্ছি ফরেক্স ট্রেডিং সিখে জাবেন এবং তাদের দেয়া রবট গুল ইউজ করে অনেক লাভ করতে পারবেন।
ফরেক্স ফোরামে পোস্ট করতে কোন সময়ের দরকার হয় না। আপনি ফরেক্স বাংলা ওয়েব সাইট পোস্ট করতে পারবেন কিন্তু এতে আপনাকে চলিত ভাষায় এবং সুদ্ধভাবে লিখা লিখে পোস্ট করতে হবে। আপনি এখানে পোস্ট করে প্রতি মাসের টাকা অর্থাৎ বোনাস আপনি পরবর্তী মাসের প্রথম দিকে পেয়ে যাবেন। ধন্যবাদ
আমার একাউন্টে যখন ৫০ ডলার ছিল তখন আমি আমার একাউন্টে ১টি ট্রেডের জন্য রিক্স নিতাম ৩ ডলার।অর্থাৎ আমি ০.০৩/০.০২ দিয়ে ট্রেড ওপেন করতাম।আম যদি বেশি রিক্স নিতাম তাহলে আমর একাউন্ট হতে অনেক লস হত।আমি একটি পরিকল্পনা করি যখন আমার একাউন্টে ১০০ ডলার থাকবে তখন আমি প্রতিটি ট্রেডের জন্য রিক্স নিব ৬ ডলার অর্থাৎ মোট ব্যালেন্সের ৬% এভাবে ১৫০ ডলারে ৯% ও২০০ ডলারে ১০% রিক্স নিয়ে ট্রেড করবে।এই পরিকল্পনা মাফিক আমি ট্রেড করে আসছি।