-
আসলে ফরমে অ্যাকাউন্ট ব্যান্ড জানতাম কিন্তু বেশি বেশি লেখার কারণে জানতাম না। কি কি কারনে অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে এগুলো আসলে আমার জানা উচিত। কারন আমি পারবেন নতুন যার কারণে আমার একাউন্ট ব্যান্ড হতেই পারে আপনার দেখেন সতর্ক হয়ে নিচ্ছি আশা করি আমার একাউন্টটি ব্যান্ড হবে না।
-
ফোরামে কাজের জন্য অনেক নিয়ম ও নীতিমালা রয়েছে তার মধ্যে প্রধান হলো গিয়ে পোস্ট করা পোস্ট প্রতিদিন ৩০ থেকে ৪০ টা তবে ৩০ টার বেশি না করাই উত্তম আপনি প্রতিদিন ৩০ টা করে পোস্ট করলে 30 গুণ ৩০ ,৯০০ বা ১০০০ পোস্ট করতে পারেন মাসে এর বেশি পোস্ট করা ঠিক নয় পোস্ট করার পরবর্তীতে পোস্টগুলো এস পাব না হয় সেদিকে খেয়াল রাখা আপনি ইচ্ছামতন পোস্ট করলে আপনার পোস্টটি স্পঞ্জ হবে তাই সবসময়ই খেয়াল রাখবেন যে আপনি কি ধরনের পোস্ট করছেন ২০০ থেকে ২৫০ ওয়ার্ল্ড হওয়া উচিত তবে এটি সঠিক পোস্ট হয়।
-
আমার পক্ষ থেকে ফোরামে ফিরে আসার জন্য আপনাকে শুভেচ্ছা। আপনার একাউন্ট জিরো করে ফেলার জন্য আপনাকে সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি ফোরামে ব্যান খাওয়ার জন্যও সমবেদনা জানাচ্ছি। পরবর্তীতে ট্রেড করার সময় এবং ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করবেন। ফোরামে আপনার মূল্যবান কন্ট্রিবিউশন রেখে ফোরাম কে সমৃদ্ধ করুন।
-
আসল কথা বলতে কি ভাই আপনাকে ফরেক্স করার আগে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে তা হল ধৈয্য থাকতে হবে , মাথা ঠান্ডা রাখতে হবে , বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তাহলেই আপনি ফরেক্স থেকে ভাল কিছু পাবেন । কোন সমস্যা নাই যে ভুলগলো আপনি ধরতে পারছেন এটাই বড় বিষয় ।